Post# 1476526157

15-Oct-2016 4:09 pm


থাইলেন্ডের রাজা মারা যাবার পর, পরবর্তি নতুন রাজার এই বছরের ছবি। পাবলিক তাকে অপছন্দ করে। মুকুট পরিধানও পিছানো হয়েছে।

এখন ভালোয় ভালোয় সব হলে ভালো। নয়তো নতুন যুদ্ধ বিদ্ধস্ত দেশের লিস্টে থাইল্যন্ডের নাম লিখতে হবে।

আমাদের দেশে এর ইমপ্লিকেশন কি?
Un-sure. তবে মুসলিমরা যেমন মক্কাকে তাদের ধর্মিয় কেন্দ্র মনে করে, বুদ্ধরা থাইলেন্ড আর তার রাজাকে এরকম ধর্মিয় টপ ম্যন মনে করে। বর্মিজ বুদ্ধদের মাঝে এর কি প্রভাব পড়ে সেটা এখন প্রশ্ন।

কিছু হবে বলছি না। ঐক্য থাকেল সবাই সব মেনে নেয়। শেষে কিছুই হয় না। তবে এখন অনৈক্যের সম্ভাবনা দেখছে অনেকেই।

    Comments:
  • সতরের জায়গাটা সেন্সর করে দিয়েছি :-D
  • ঠিক।
  • যুদ্ধের ডোল যে বাজছে এটা সত্যি। এবং লাগার সম্ভাবনা যে আগের যে কোনো সময় থেকে বেশি এটাও সত্যি। রাশিয়া যুদ্ধের হুমকি দিচ্ছে এটা ঠিক।

    শুধু "সবাই দেশে চলে আসো কারন যদ্ধ লাগতে যাচ্ছে" এই কথাটা রাশিয়া অস্বিকার করছে।

15-Oct-2016 4:09 pm

Published
15-Oct-2016