এ দিকে আরেক ঘন্টা বাজছে:
"৯/১১ বিল" মানে হলো আমেরিকাকে টুইন টাওয়ারের জন্য ক্ষতিপূরন দিতে হবে সৌদি আরবকে। কিভাবে? আমেরিকার যত ব্যংকে সৌদি সরকারের যত টাকা আছে সব জব্দ করে আমেরিকার সরকার নিয়ে যাবে। সহজ করে বললাম।
এতদিন মনে করতাম এটা হবে না। আমেরিকার প্রেসিডেন্ট "ভেটো" দিয়ে দিবেন। আজকে দেখলাম ভেটোর পরেও "কংগ্রেশনাল ওভাররাইড" বলে একটা জিনিস আছে। দুই তৃতিয়াংশ ভোট দিয়ে তারা প্রেসিডেন্টের ভেটোকে বাতিল করতে পারে।
এবং এখন এক্সাক্টলি এটাই হয়েছে। তারা ওভার রাইড অলরেডি করে ফেলেছে।
এটার পরিনতি?
সৌদি আরব বলে আসছিলো, এটা পাশ হলে আমেরিকার সব ব্যংক থেকে সব টাকা তারা সরিয়ে ফেলবে। এটার আর সময় এখন আছে কিনা জানি না। আমেরিকার কোর্ট এখন অর্ডার দিয়ে টাকা ফ্রোজেন করে দিতে পারে।
Lets see. বড় খবর।
ওবামা ছিলো সৌদিদের পক্ষে। কিন্তু তার মেয়াদ আর মাত্র কয়েক মাস। এর পর যে আসবে সে সম্ভবতঃ এত নম্র হবে না।