Post# 1477839147

30-Oct-2016 8:52 pm


চাকরির এক বাজার বন্ধ হতে থাকলে, অন্য বাজার খুলতে থাকে। নজর ঘুরিয়ে দেখতে হয় অপরচুনিটি কোন দিকে যাচ্ছে এবং ভবিষ্যতে কোন দিকে যাবে।

তেলের দাম পড়ে যাওয়ায় গ্লোবাল ট্রেড কমে গিয়েছে। তাই মালবাহী জাহাজ চলাচলও কমে গিয়েছে। এবং বর্তমান বিশ্বে প্রায় সব জাহাজই মালবাহী।

এদিকে বেসরকারী মেরিন একাডেমিগুলোর কল্যানে হাজার হাজার ছেলে পেলে পাশ করে বেরুচ্ছে। এদের অধিকাংশেরই জাহাজে চাকরির কোনো সুযোগ নেই। পত্রিকায় এ নিয়ে আনেক লিখা লেখি হয়েছে। ৪০-৫০ লক্ষ টাকা খরচ করে এখন চাকরি নেই।

অন্য দিকে তেলের দাম পড়ে যাওয়ায় প্লেন ফেয়ার কমে গিয়েছে। তাই মানুষ প্লেনে চড়ছে অনেক বেশি। পাইলটদের চাহিদা আর দাম বেড়ে গিয়েছে। তারা ওভার ওয়ার্ক করে কুলাতে পারছে না।

Two sides of the same coin.

30-Oct-2016 8:52 pm

Published
30-Oct-2016