Post# 1475328475

1-Oct-2016 7:27 pm


habibur.com এর log process করলাম।

/salat/ সেকশনের ৯০% ট্রাফিক হলো বাংলাদেশ থেকে। এখানে নামাজের সময়সূচি।

/hijri/ সেকশনের ৫০% ট্রাফিক আসছে পাকিস্তান থেকে। এর পর আলজেরিয়া থেকে। অন্য দেশের তুলনায় বাংলাদেশের ট্রাফিক এখানে খুবই কম। এখানে হিজরী ক্যলেন্ডার।

নুয়াইম বিন হাম্মাদের বইটার লিংক কেউ হয়তো কোনো স্টেটাস বা গ্রুপে শেয়ার করেছিলো। এক সপ্তহে প্রায় ১০০০ কপি ডাউনলোড হয়েছে। সব ট্রাফিক ফেসবুক থেকে। এখন ঠান্ডা। তবে এটা পুরোনো PDF. ওয়েবসাইট বরং এখন বেশি আপডেটেড।

চাইনিজ আর রাশান সার্চ ইঞ্জিনগুলোকে ব্যন করে রেখেছিলাম এটা চিন্তা করে "চীন রাশিয়ায় আর মুসলিম কত জন আছে?"। এখন দেখি চাইনিজ এক ডিসকাশন গ্রুপে এই সাইটের হিজরি ক্যলেন্ডারের স্ক্রিনশট শেয়ার করেছে একজন। আর রাশিয়ার yandex সার্চ ইঞ্জিনও ট্রাফিক পাঠাচ্ছে। এখন এগুলো আন-বেন করে দিয়েছি। :-P

এবং /wp-login.php তে প্রতিদিন ২০-৩০ টা করে হিট আসে। এই নামে কোনো ফাইল আমার সাইটে নেই। কিন্তু সম্ভবতঃ যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে তাদের আছে। হ্যক করতে চায় :-D

এখন সাইটটা 500MB একটা box এ চলছে। ক্যপাসিটি বাড়াবো কিনা চিন্তা করছিলাম। দেখি CPU 0% কিন্ত RAM প্রায় পুরোটা ইউসড। তবে swap হচ্ছে না।

সাইটে ভিজিটর ডেইলি ৩০০০। কিন্তু সার্চ ইঞ্জিনগুলো পেইজ টানে ৮ হাজার প্রতিদিন। এর ৯০%ই google টানে।

    Comments:
  • কারো ব্যখ্যা থেকে নাকি সরাসরি হাদিস থেকে?
  • প্রথম থেকেই PHP-SQLite-Apache-Linux/CentOS এ চলছে।
  • UX সাদা সিদা দেখে মোবাইলে দ্রুত লোড হয়, MB কম খায় আর ট্রাফিক বেশি আসে। হেভিওয়েট সাইট করলে লাভ দেখি না, কারন এখানে কিছু মার্কেটিং করা হচ্ছে না। বরং এটা data heavy site.

    তবে এটাকে মোবাইল রেসপন্সিভ করতে হবে। ৬০% ট্রাফিকই মোবাইল থেকে।

  • SPA সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি না। এবং এর URL অত বেশি user-friendly না।

    এখন "what was the hijri date for shaban 15 2012" দিয়ে সার্চ করলে google সাইটের একেবারে ঠিক পেইজে পাঠিয়ে দেয় প্রথম ধাপেই। JavaScript-SPA তে সেটা এত সহজ হবে না।

  • রাউটে প্রবলেম মনে করছেন কেন?
  • খুজতে হবে। আমার চোখে পড়েছে বলে মনে পড়ে না।
  • এটা ফিক্স করছি। ৩ মিনিট।
  • এখন 404 হলো এটা:

    Not Found
    The requested page /arabic/login/ was not found on this server. [login/]
    Apache/2.2.15 (CentOS) Server at habibur.com Port 80

    আমার কাছে তো এটাই খুব সুন্দর 404 পেইজ মনে হচ্ছে :-P বাই দাওয়ে এটা কিন্তু সার্ভার থেকে আসছে না। নিজে পুরো পেইজের HTML টাইপ করেছি, এপাচির ভার্শনটাও ভুয়া। :-D

  • আরবী শিখুনের login/logout ফিক্স করা হয়েছে। এই সেকশনের কন্টেন্ট আরো বাড়াতে হবে। অনেক দিন ধরা হয় না।
  • আরবী সেকশনের ভুলগুলো ধরিয়ে দেয়ার জন্য জাজাকাল্লাহ সালমান মাহমুদ
  • নিজের বানানো একটা বহু পুরানো ফ্রেমওয়ার্ক আছে সেটা ইউজ করেছি। রাউটিং ডিসপেচ সব এখানেই।

1-Oct-2016 7:27 pm

Published
1-Oct-2016