Facebook Posts - October 2018

1-Oct-2018 12:40 am


Earthquakes aren't news for Indonesia. But the last one was exceptionally destructive. 1000 dead, and body count has just begun.

Specially sad news was the air traffic controller that sticked in his office alone to ensure the last plane takes off before the mega earthquake strikes. And then himself getting killed from it.

Videos of other miseries, where everything around has been destroyed and people not knowing where to move, where to go, while the quake still rattles on.

1-Oct-2018 12:40 am

1-Oct-2018 10:05 pm


গনতন্ত্র হালাল নাকি কুফর এটা নিয়ে কে কি বিশ্বাস করলো তাতে আমার আপত্তি নেই।


সমস্যা হয় যখন "গনতন্ত্র কুফর" ঘোষনাকে করা হয় : মাত্র প্রথম ধাপ।
এর পর বলা হয় যারাই গনতন্ত্রের সাথে আছে সবাই কাফের।
তৃতীয়ত ধাপে, এরা সবাই "কতলযোগ্য অপরাধি" - মানে তাদের হত্যা করলে পাপ নেই।
চতুর্থ ধাপে : এদের সবাইকে কতল করা ফরজ।
শেষে : যাদের ভোটার আইডি আছে তারা সবাই তাগুতের দালাল, তাদের হত্যা করা জায়েজ।


আমাদের কওমি উলামা যারা গনতন্ত্র কুফর ফতোয়া দিচ্ছেন উনারাও হয়তো জানেন না তাদের কথাগুলোকে নিয়ে কোট করে কিছু লোক এই ভাবে পঞ্চম ধাপ পর্যন্ত ফতোয়া দিচ্ছেন।


ফেসবুকে যাদের দেখি সারাদিন গনতন্ত্র কুফর নিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন রং দিয়ে স্টেটাস দিচ্ছে, আমার শুধু মনে হয় তাদের গন্তব্য উপরের পঞ্চম ধাপের দিকে। এখন বলুক বা না বলুক।

এজন্য এই ইশুতে ছাড় দেই না। একটা শক্ত পজিশন নিয়ে থাকি।
এতে তাদের দৃষ্টিতে আমরা সবাই "মুরজিয়া"।

আমার দৃষ্টিতে এটা আমার নিজে খাওয়ারিজদের পথ থেকে বেচে থাকা।

1-Oct-2018 10:05 pm

2-Oct-2018 6:08 am


রাসুলুল্লাহ ﷺ বলেছেন
যখন আল্লাহ কাউকে ভালোবাসেন
তাকে দুনিয়া থেকে দূরে রাখেন
যেমন তোমরা তোমাদের অসুস্থকে পানি খাওয়া থেকে দূরে রাখো।

2-Oct-2018 6:08 am

2-Oct-2018 5:25 pm


Nobel peace prize is out,

And biology goes for treatment of cancer where body's immunity is made to work against it. Had read it in news, months ago.

And physics goes to -- optical tweezers? How do you use light to hold things? Well these scientists know. :-)

2-Oct-2018 5:25 pm

2-Oct-2018 8:36 pm


ফিতনা :


দুই বছর আগে কিছু বললে বলা হতো : "তবলিগের এই সব ফিতনা শুধু ফেসবুকে। কই আমাদের মসজিদে/এলাকায় তো কিছুই নেই।"

ভেতরে ভেতরে তখন মারকাজ ভাঙ্গা আরম্ভ হয়ে গিয়েছিলো।

এখন : "এই সব ফিতনা শুধু বাংলাদেশে। ভারত বা পাকিস্তানেও কিছুই নেই।"

এর পর এখন ভারতের কথা আসছে।


দুই বছর আগে : "হেফাজতের ভেতরের এই সব গুজব শত্রুরা ছড়ায়। এই স্টেটাস মুছে দেন...।"

যতক্ষন না ভেতরের ময়লা এমন করে সব উগরে আসলো, যে এর পর আসল জিনিস আর দেখা যায় না।


তাই গুজবে আমি কান দেই।

যারা গুজবের বিরুদ্ধে দলিল নিয়ে আসে তাদের দলিল ঠিক।
কিন্তু এখানে প্রযোজ্য না।


এখন ভালো মানুষ নেই? আছে, তারা ঘরে বসে ইবাদত করছে।
এরা আামাদের অনুসরনীয়।

2-Oct-2018 8:36 pm

3-Oct-2018 12:08 pm


Rule 1 : মেয়েদেরকে মানুষ হিসাবে দেখতে হবে। ছেলে বা মেয়ে হিসাবে না।

News Flash : ৫০ বছর পরে কোনো "মানুষ" নোবেল পুরষ্কার পেলো।

    Comments:
  • ^ apparently, the first noble in physics in 50 years.
  • একটা ঘরে এর উপরের তিনটা সেলের =sum() ফরমুলা দিয়ে বসিয়ে দিয়ে। এর পর সেটা কপি পেষ্ট করে অন্য জায়গায় বসিয়ে দিলে cell address গুলো automatically adjust করে নিবে।

3-Oct-2018 12:08 pm

3-Oct-2018 10:05 pm


এসি সার্ভিস করতে হবে। দুই এসির জন্য এলাকার দোকান চায় দুই দুগুনে চার হাজার টাকা। কোনো কম হবে না।

Google সার্চ দিলাম। পেলাম sheba.xyz. সার্ভিস চার্জ দুই এসি মিলে ৬০০ টাকা মাত্র। :-)

অর্ডার প্লেস করলাম। দেখি কি হয়।

    Comments:
  • Shall provide my feedback later. ২ - ৩ বার ট্রাই করলে বুঝা যাবে।
  • সাব কন্টাক্ট দেয় এটা পরিষ্কার। আমাকে সাব কন্টাকটরদের লিষ্ট দেখিয়েছে অর্ডার দেবার সময়। কোনটা চয়েস করবো এই প্রশ্ন সহ। সবগুলো লোকাল দোকান।

    টাকা ভাগা ভাগি সাব কন্ট্রাকটরের সাথে হবে, এটাও আন্ডারস্টেন্ডেব্যল।

    খারাপ হলো যদি কম্পানিকে বাই পাস করে ব্যক্তিরা টাকা খাওয়ার ফন্দি খুজে।

    Lets check. বুঝা যাবে। উল্টা পাল্টা কিছু হলে তাদের সাইটে কমপ্লেন করে দেবো। কারন তারা অর্গানাইজার -- এই জিনিসগুলো তাদের একটা লেভেলে দেখার কথা।

  • Lets check. কত বেশি নেয়? কি কারনে? দেখা যাবে। আমার এসির গ্যস সম্ভবতঃ চলে গিয়েছে। যদি রিচার্জ করতে হয় তবে এই টাকায় কেউ করবে না। বেশি লাগবে। কত বেশি লাগবে এটা বুঝা যাবে। যদি তাদের ফিক্সড রেট থাকে তবে হলো। যদি "যার থেকে যত পারা যায়" "আপনি যা দেন" "কিছু বাড়িয়ে দেন" তবে বাতিল।
  • With this logic we end up with a separate temperature scale for each use case. Which makes no sense either.

3-Oct-2018 10:05 pm

4-Oct-2018 12:06 pm


How would Apple remain relevant when innovation in phones are almost stagnant?

By opening up the platform little by little, which was closed till now. Their asset is the closed portion which they now can sell.

News on "Shortcuts" on iPhone and how that can be used.

https://www.businessinsider.com/ios-12-shortcut-uses-iphone-to-record-police-during-traffic-stop-2018-10

https://www.businessinsider.com/ios-12-shortcut-uses-iphone-to-record-police-during-traffic-stop-2018-10

    Comments:
  • Servicing the first AC, and they have just bumped up the cost from 300/= to .... well 1700/=. Right now I have a feeling that the local one was cheaper. :-) Lets see to end.
  • ^ will wash the filters and use the same. won't replace those, as replacement filters generally aren't available in bd.

4-Oct-2018 12:06 pm

4-Oct-2018 8:42 pm


Bloomberg's big news today that China now has access to most of all the servers world wide through implanted backdoor chips. Be it business server or military server.

Waiting for the fallout. Should be here by 24 hours.

https://www.bloomberg.com/news/features/2018-10-04/the-big-hack-how-china-used-a-tiny-chip-to-infiltrate-america-s-top-companies

https://www.bloomberg.com/news/features/2018-10-04/the-big-hack-how-china-used-a-tiny-chip-to-infiltrate-america-s-top-companies

4-Oct-2018 8:42 pm

4-Oct-2018 10:03 pm


জুমার দিন :

মু'মিনদের সাপ্তাহিক ঈদের দিন।
রাতে এক সময় আছে যখন দোয়া কবুল হবার সম্ভাবনা।
সুরা কাহাফ পড়লে পরের জুম্মা পর্যন্ত এটা নূর হয়ে থাকে।
জুম্মার জন্য মসজিদে গিয়ে বসে থাকলে নামাজ পড়ার সোয়াব।
গোসল করে, আগে আগে হেটে মসজিদে গেলে প্রতি পদক্ষেপে এক বছর ইবাদতের সোয়াব।
আসরের পরে জায়নমাজে বসে দোয়া করলে কবুল হবার সম্ভাবনা।

4-Oct-2018 10:03 pm

5-Oct-2018 6:39 am


মনে করি একটা দল তৈরি হলো ভালো কোনো কাজ করার জন্য।

দলের কর্মিরা বহু নেতার মাঝে ঐ নেতাকে বেশি পছন্দ করবে যে নেতা দলের কাজটার সোয়াব ও গুরুত্ব অন্যান্য নেতাদের থেকে অনেক বড় করে বলবে।

কাজটা ভালো। কিন্তু নেতাদের মাঝে কম্পিটিশন পড়ে যাবে কাজটার সোয়াব অন্যদের থেকে আরো বাড়িয়ে বলার জন্য।

এক সময় এক নেতা এত বাড়িয়ে বলবেন যে সব কথা দলিলে নেই।

এই অবস্থায় উলামারা এর বিরোধিতা করবেন।
কর্মিরা নেতার ভক্ত থাকবেন।

5-Oct-2018 6:39 am

6-Oct-2018 6:20 am


Apparently Trump has toned up his demand for "protection money". Specially from KSA which he says "won't last more than two weeks" without US protection. (Y)

https://www.youtube.com/watch?v=bmwzx4MINpE

    Comments:
  • There is a news on warning from MS to not update it's latest Win 10 update. As it will crash your computer.
    But for most of us, the update is automatic whether we want it or not.

6-Oct-2018 6:20 am

6-Oct-2018 3:08 pm


সব সময় হাসুন।
আপনার রিজিক নির্ধারিত।
সামনে কি হবে সেটাও নির্ধারিত।
দুনিয়ার কোনো কিছু আপনার দুঃখের কারন হতে পারে না।
কারন সেটা হাইয়ুল কাইউমের হাতে।

[ আরবীতে একটা ছন্দ দিয়ে লিখা, যেটা বাংলায় নেই ]

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

6-Oct-2018 3:08 pm

7-Oct-2018 2:21 pm


পপকর্ন পোষ্ট :

সময় কাটানোর জন্য পপকর্ন চিবানো একটা ভালো উপায়।

স্বাস্থের জন্য ভালো নাকি মন্দ জানি না। তবে কম খাওয়া সব সময় ভালো।

রেসিপি : পপকর্ন ব্যগ নিয়ে মাইক্রো করে এর পর চিবাতে হবে।

দেশে ব্যগ পাওয়া যায় না। পাওয়া গেলেও হবে আমদানিকৃত, এবং দামে অনেক বেশি।

এর পরও আমাদের মাঝে "খালি দেখতাছি" মার্কা যারা আছেন, তাদের জন্য grab a bag সবসময় একটা ভালো পরামর্শ।

7-Oct-2018 2:21 pm

7-Oct-2018 3:55 pm


Looks like those "Nigerian prince asking for advance fee for money transfer" scams from 80s and 90s, have these days turned into "Indian posing as IRS asking for out of court settlement fee" scam.

7-Oct-2018 3:55 pm

7-Oct-2018 11:27 pm


নেতা যদি খারাপ কাজ করে তবে কি করতে হবে?


তার বিরুদ্ধে আন্দোলন? তাকে সরাতে হবে? যে এই অবস্থায় চুপ থাকলো সেও জালেম?

নিচের হাদিসে বলা হয়েছে "তোমরা তাদেরকে তাদের হক দিয়ে দাও।
তোমার হক তুমি আল্লাহর কাছে চেয়ে নাও।"

এটা বুখারি শরিফের হাদিস।

আমি এটাই করি। এটাতেই বিশ্বাস করি।

এই রকম হাদিস শত শত আছে। কিন্তু এগুলো জনপ্রীয় হয় না। দু তিনটা হাদিস আছে যেগুলো দিয়ে ব্যখ্যা করার সুযোগ আছে যে এ অবস্থায় আন্দোলন করার অনুমতি আছে। সেগুলো জনপ্রীয় হয়। মানুষের মুখে মুখে প্রচার পায়।


সৌদি-সালাফি অবস্থান এটা যা আমি উপরে বললাম। সৌদি সরকারের পক্ষের আলেমগন যা প্রচার করেন।

সালাফিদের মাঝে আরেকটা ধারা আছে সালাফি-জিহাদি। তাদের মতে যুদ্ধ করা তখন সবার জন্য ফরজ।

আর ইখওয়ানিদের মতে যুদ্ধ না, বরং আন্দোলন করা সবার জন্য কর্তব্য।


বস্তুত্ব এই বিষয়টা খুব সেন্সিটিভ।

এই এক মাসলার ব্যখ্যার উপর ভিত্তি করে বহু দল চলছে। যে সব দল হক নাকি বাতেল সেটা নির্ভর করে এর ব্যখ্যার উপর।

তাই দলগুলো একে আকিদার পর্যায়ে নিয়ে যায়। "যে আমার ব্যখ্যার উল্টো ব্যখ্যায় বিশ্বাস করবে সে এজেন্ট, সে ইসলামের বাইরে।"

এবং মুসলিমদের মাঝে অধিকাংশ ফিতনার আরম্ভ এই এক মাসলা থেকেই।


এখন এটার গুরুত্ব আরো বাড়ছে কেন?

সৌদির বাদশাহর কথা বাদ দিলাম।
দেশের কথা বাদ দিলাম।
তবলিগের আমিরের কথা পছন্দ হচ্ছে না, কি করবেন?
হেফাজতের আমিরের কথা পছন্দ হচ্ছে না, কি করবেন?

আমার দৃষ্টিতে হকের উপর থাকার ফরমুলা এখানে।
যদিও নিজের অন্তরও এর বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহ করে।

    Comments:
  • এদিকে আবার চলে আসলে খুশি হবো। কিন্তু আপনার কাষ্টমাররা সম্ভবত ঢাকার কেন্দ্রের কাছে থাকে বেশি।

7-Oct-2018 11:27 pm

9-Oct-2018 11:01 am


বদলি হজ্জ ইফরাদই করতে হবে কিনা। এবং যে নিজে হজ্জ করে নি তাকে দিয়ে করানো যাবে কিনা।

(collected)

মাসআলা : প্রেরক অনুমতি দিলে বদলীকারীর জন্য তামাত্তু বা কিরান হজ্ব করাও জায়েয। তদ্রূপ বিশেষভাবে ইফরাদ হজ্ব করার নির্দেশ না দিলে; সে ক্ষেত্রেও কিরান ও তামাত্তু যে কোনোটি করা জায়েয। হানাফী মুতাআখখিরীন ফকীহগণের অনেকে এই সিদ্ধান্ত দিয়েছেন যে, প্রেরকের অনুমতি থাকলে বদলীকারী কিরান ও তামাত্তু যে কোনোটি করতে পারবে, ইফরাদ হজ্ব করা জরুরি নয়। যেমন-আল্লামা ফখরুদ্দীন হাসান ইবনে মানসুর আলউযজান্দী রাহ. (মৃত্যু : ৫৯২ হি.), আল্লামা রহমতুল্লাহ সিন্ধী রাহ. (মৃত্যু : ৯৯৩ হি.), আল্লামা আলাউদ্দীন হাসকাফী রাহ. (মৃত্যু : ১০৮৮ হি.), আল্লামা কাযী হুসাইন ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল গনী হানাফী রাহ. (মৃত্যু : ১৩৬৬ হি.) প্রমুখ। এছাড়া উপমহাদেশের বড় বড় অনেক মুফতী ছাহেব এই ফতোয়া দিয়েছেন। যেমন-মুফতী কেফায়েতুল্লাহ দেহলভী রাহ., মুফতী মুহাম্মাদ শফী রাহ., মুফতী যফর আহমদ উছমানী রাহ., মুফতী রশীদ আহমদ লুধিয়ানবী রাহ., শাইখুল ইসলাম মুফতী তকী উছমানী দা.বা. প্রমুখ।

এছাড়াও রিয়াদস্থ গবেষণা ও ইফতাবোর্ড এবং ভারতের ইসলামী ফিকহ একাডেমীর সিদ্ধান্তও অনুরূপ। দেখুন : ফাতাওয়া খানিয়া ১/৩০৭; লুবাবুল মানাসিক ৪৫৯; আদ্দুররুল মুখতার ২/৬১১; ইরশাদুস সারী ৬৪৭; কেফায়েতুল মুফতী ৪/৩৪৫; জাওয়াহিরুল ফিকহ ১/৫০৮; ইমদাদুল আহকাম ২/৫২৩; ফাতাওয়া উছমানী ২/২২২; ফাতাওয়াল লাজনাহ আদ্দাইমাহ ১১/৮২

মাসআলা : বদলী হজ্ব এমন লোককে দিয়ে করানো উচিত, যিনি নিজের ফরয হজ্ব আদায় করেছেন। যে ব্যক্তি নিজের হজ্ব আদায় করেনি সে যদি এমন হয় যে, তার উপর হজ্ব ফরয নয় তাহলে তাকে দিয়েও বদলী করানো জায়েয আছে। তবে তা মাকরূহ তানযীহি। আর যদি তার উপর হজ্ব ফরয হয়ে থাকে, কিন্তু সে এখনও তা আদায় করেনি তাহলে তার জন্য বদলী হজ্ব করা মাকরূহ তাহরীমী তথা নাজায়েয। তবে কেউ এমন ব্যক্তির দ্বারা বদলী হজ্ব করালে প্রেরণকারীর হজ্ব আদায় হয়ে যাবে। পুনরায় তাকে বদলী করাতে হবে না।

9-Oct-2018 11:01 am

9-Oct-2018 11:11 am


Khabib is actually habib (beloved). But Russians have no ح haa so they say Khabib.
    Comments:
  • (collected)
  • ^ সংক্ষেপে : এতে তার উপর নফল হজ্জের সোয়াব বকশানো হবে [ইসালে সোয়াব]। তার ফরজ হজ্জ আদায় হবে না। বিস্তারিত নেটে সার্চ দিলে পাবেন।

9-Oct-2018 11:11 am

9-Oct-2018 2:01 pm


বিয়ের ক্ষেত্রে ছেলেদের জন্য দ্বিনদ্বার মেয়ে দেখে বিয়ে করা জরুরী।

এর অর্থ এই না যে মেয়ের বাপের জন্য জরুরী যে উনি সবেচেয়ে দ্বিনদ্বার পাত্রের কাছে নিজের মেয়েকে বিয়ে দেবেন।

এই দুইটা যেন গুলিয়ে না ফেলি।

মেয়ের বাপ দেখবে "কুফু"। বা সমতা। যে ছেলের কাছে বিয়ে দিচ্ছে সে অর্থনৈতিক, বংশ এর দিক থেকে মেয়ের কমপক্ষে সমান কিনা।

এই জিনিসটা অনেক ছেলেদের পছন্দ না। "আমার কাছে বিয়ে দেবে না কেন? অথচ আমি বেশি দ্বিনদ্বার! মেয়ের বাপও নিজেকে দ্বিনদ্বার দাবি করে! সে মেকি দ্বিনদ্বার।"

Well,
মেয়ের বাপে টাকাও দেখবে। এটা নিয়ম।
আপনি পাত্র হয়ে মেয়ের দ্বিনদ্বারি দেখবেন, টাকা দেখবেন না, এটা নিয়ম।

"তাহলে আমি দ্বিনদ্বার মেয়ে কোথায় পাবো?"

নিজের থেকে এক ধাপ গরিব ঘরে দ্বিনদ্বার মেয়ে খুজুন।

    Comments:
  • ^ বিস্তারিত জানতে "বিয়ে কুফু" দিয়ে সার্চ দিন। মাসলা ফিকাহর বইগুলোতে আরো বিস্তারিত পাবেন। বেহেস্তি জেওর দেখতে পরেন।
  • ছোটোখাটো পথ হলো নেটে সার্চ। কিওয়ার্ড দিয়ে দিয়েছি।
  • ^ Fitna. Therefore there will be great variation in opinions. Nothing is conclusive. No opinion is definitive. Truth is somewhere, but not necessary where I strongly believe it is.
  • ^ হানাফি/দেওবন্দি মত দেয়া হয়েছে পোষ্ট।

9-Oct-2018 2:01 pm

9-Oct-2018 8:41 pm


The Assad Curse নামে একটা meme প্রচলিত আছে। যারাই বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছে প্রত্যেকে নিজেই ক্ষমতচ্যুত হয়েছে বা মৃত্যু বরন করেছে। আসাদ আছেন বহাল তবিয়তে।

Its latest victim, Nikki Haley, USA ambassador to UN.

    Comments:
  • - We can always come up with a good explanation : Salman was a kid when the curse started.

  • which brings up the question : is assad the sufiyani?
  • time should say. no one knows for sure.

9-Oct-2018 8:41 pm

10-Oct-2018 1:17 pm


জীবনের প্রান্তে এসে
বহু আগের গুনাহ গুলো মনে পড়ে।
ভালোগুলো মনে পড়ে না।

মধুর স্মৃতি হলো কষ্টের দিনগুলোতে।
আনন্দের দিনগুলো মনে থাকে না।

10-Oct-2018 1:17 pm

11-Oct-2018 12:48 pm


সৌদিতে এক ডিসিডেন্ট ছিলো। সরকার সমালোচক।

প্রথমে সে সরকারি পদে ছিলো। তাকে সাবধান করার পরে, সে চাকরি ছেড়ে পলিয়ে যায় বিদেশে। সেখানে সালমান বিরোধি বেশ কড়া কথা বলে।

এক সময় সে আসে তুরস্কে। তুরস্কের সৌদি দূতাবাসে যায় কাগজ পত্রের কাজের জন্য। বৌ দাড়িয়ে থাকে বাইরে। ঐ লোক আর ফিরে আসে না।

এটা নিয়ে গন্ডোগোল। দাবি : সৌদি দূতাবাসের লোকেরা তাকে হত্যা করে সেখানে ফেলে রেখেছে। তুরস্ক বলছে সে সৌদি দূতাবাস রেইড করবে।

তুরস্ক-সৌদি সম্পর্কের আরো অবনতি।

    Comments:
  • বৌকেই প্রেমিকা বলা যায়, যদি ঝগড়া না থাকে। :-)

11-Oct-2018 12:48 pm

11-Oct-2018 1:27 pm


উইলাইয়াত মুত্তাহিদা - الولايات المتحدة
USA - যুক্তরাষ্ট্র

11-Oct-2018 1:27 pm

12-Oct-2018 1:45 am


মক্কা মদিনা রেল লাইন তৈরি। প্রথম ট্রেন। কিছু দিন পর থেকে চলবে ইনশাল্লাহ।

"সৌদিতে রেললাইন ছিলো না কেন?"
এই এলাকা কখনো বৃটিশ কলোনি ছিলো না বলে। বৃটিশরা যে সব দেশে রাজত্ব করেছে সব দেশে ট্রেইন চালু করে দিয়ে গিয়েছিলো ঐ সময়ে।

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
    Comments:
  • corrected. জাজাকাল্লাহ।
  • আজকে থেকে।

12-Oct-2018 1:45 am

12-Oct-2018 12:21 pm


Rocket failed mid air and astronauts escaped using emergency pod.
This escape mechanism was built after Challenger's fail in the 80s. And probably has been used first time.

Prior that, flight failure meant death.

This post had an attachment, which is now missing

12-Oct-2018 12:21 pm

12-Oct-2018 11:21 pm



অভিযোগ করছিলো সাদ পন্থিরা "ব্যক্তি পুজারি"।

আল্লাহ তায়ালার ইচ্ছা। কয়েক মাস পর আভিযোগকারিদের নেতৃত্বে যখন সংকট। তাদের অবস্থান হলো "ব্যক্তি পুজারি" দের মতো। যেটার বিরুদ্ধে তারা এতদিন অভিযোগ করতো।


নতুন না।

"পর্চা বিহিন" জামাত ধরে পিটিয়ে মসজিদ থেকে বের করে দেয়া আরম্ভ হয়েছিলো।

আল্লাহ তায়ালার ইচ্ছে। সেই মার ধরকারিদেরকেই উনি "পর্চা বিহিন" করে দিলেন। এর পর তারাই মারের শিকার।


শিক্ষা : মুসলিমদের কোনো দলের মাঝে খারাপ কিছু চোখে পড়লেও "এসলাহের নিয়তে" এর বিরোধিতা না করে বরং চুপ থাকা ভালো।

খারাপ হলো নামাজ না পড়া। রোজা না রাখা।

আর আমরা যেগুলোকে "ইসলাম বিদ্ধংসী" বলে মনে করি, সেগুলোর খারাপ হওয়াটা নিশ্চিৎ না।

হলেও মুসলিমদের কোনো দোষ নিয়ে বেশি উচ্চ কন্ঠি হলে হয়তো আমাকেও আল্লাহ তায়ালা মৃত্যুর আগে ঐ খারাপে ফেলে দেবেন।

আল্লাহ তায়ালা আমাদের হিফাজত করুন।

12-Oct-2018 11:21 pm

13-Oct-2018 2:31 am


তিউনিশিয়ান।

এই আরবীটা বুঝা যায় যদিও এটা নর্থ আফ্রিকায়।
কেবল মাত্র ইজিপশিয়ান আরবির কিছুই বুঝা যায় না।

তাই মিশরের আরবী একরকম, বাকি দুনিয়ার আরবী ভিন্ন রকম।

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
    Comments:
  • এক সন্তান থাকলে এরকম হয়। ৫-৭ সন্তান থাকলে হিসাব ভিন্ন। বাপ যদি চায় ছেলে বিদেশে গিয়ে কামাই করুক তবে ভিন্ন। বাপ-মাকে সংগে নিয়ে একেবারে চলে গেলে ভিন্ন। এরকম অনেক সিচুয়েশন প্রত্যেকের জন্য। পরিবারের মাঝে পার্থক্য বিশাল বলে।

13-Oct-2018 2:31 am

14-Oct-2018 1:00 pm



প্রতিদিন কোনো পীর, শায়েখ, মজমা, ওয়াজ, জলসা, বয়ান, লেকচারে বসতে পারি। কিন্তু কিছু দিন পরেই দেখবো সবই আগের শুনা নতুন কিছু নেই। ইসলামে কথা খুব বেশি নেই। নতুন কিছু আবিষ্কারের উপায় নেই।


যেমন : রমজানের ফজিলত কি?

কোরআনে যা আছে সেটা বহুবার শোনা। হাদিসে যা আছে সেগুলো প্রতিবছর বলা হচ্ছে। ধরি সামনে রমজান আসছে। ৩০ মিনিটের একটা লেকচার-খুতবা-বয়ান ফিল আপ করার উপায় কি?

ওয়াজিররা এর পর ফোকাস দেয় কিচ্ছা কাহিনীতে। ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ননা। শিক্ষামূলক ঘটনা। ১০ মিনিটের কথার লম্বা লম্বা ব্যখ্যা টেনে ঘন্টা করা।


নিয়ম হলো নতুন কিছু না বানিয়ে, পুরানো কথা গুলোকে পূনরাবৃত্তি করা। স্বরন করিয়ে দেয়ার জন্য।

এজন্য কথা খুব বেশি বলা নিষেধ আছে। বয়ান প্রতিদিন করাও নিরুৎসাহিত করা হয়েছে।

অতিরিক্তি কথার প্রয়োজন মানুষকে নতুন কথা আবিষ্করের দিকে নিয়ে যায়।


তাই কথা খুব বেশি শুনার দরকার নেই। অধিকাংশ সময় দিতে হয় আমলে।
আমলও খুব কম। কিন্তু রেগুলার। রিপিটেটিভ।

এখানেও নতুন নতুন কিছু আনার প্রয়োজন নেই।

    Comments:
  • ওয়াজির সম্ভবতঃ উর্দুতে বা প্রচলিত বাংলায়।

14-Oct-2018 1:00 pm

14-Oct-2018 11:39 pm


Intermittent fasting. দিনে শুধু একবার খাওয়া।

হয় শুধু সেহরি, কিংবা শুধু ইফতারি। এই।

এভাবে দিনের পর দিন।

______

  • ছাত্রদের জন্য না।
  • বাকি সময় পানি খাওয়া যাবে।
      Comments:
    • ^ দিনে একবার খাবার সময় যত ইচ্ছে খেয়ে আরম্ভ করেন প্রথমে। এর পর বুঝতে পারবেন আপনার কতটুকু লাগবে।
    • এই পোষ্টে বলা হয়েছে -- দ্বিনের ত্রুটি হলো নামাজ না পড়া। রোজা না রাখা। যেগুলো স্থুল। আমরা যে জিনিস নিয়ে তর্ক আক্রমন করি সেগুলো সুক্ষ্ম। এবং ক্রুটি হিসাবে নিশ্চিৎ না।

    14-Oct-2018 11:39 pm

  • 15-Oct-2018 12:18 pm


    1980s :
    আগে। বিখ্যাত কাউকে রাস্তায় পেলে ছেলে-মেয়েরা খাতা আর কলম নিয়ে আসতো।
    হাসি মুখে, "অটোগ্রাফ প্লিজ।"

    2010s :
    এখন। হাসি মুখে, "সেলফি প্লিজ।"

    15-Oct-2018 12:18 pm

    15-Oct-2018 12:28 pm


    খবর : "রক্তমাখা ছুরি পড়ে আছে। পাশে নূপুরটাও। নেই শুধু মরিয়ম।"
    https://www.jagonews24.com/country/news/451923

    পরের দিনের খবর : "নূপুর আছে। রাজহাসের ২ টুকরা মাংস নেই। নেই মরিয়ম।"
    https://www.jagonews24.com/country/news/452288

    ২ সপ্তাহ পরের খবর : "১৫ বছরের ক্লাস নাইনের মেয়ে মরিয়ম উদ্ধার। নিজের বিয়ে ঠেকানোর জন্য তার নাটকে সবাই হতভম্ব।"
    https://www.jagonews24.com/country/news/455514

      Comments:
    • ব্যক্তিগত মত। কোনোটাই সিউর না যেহেতু।

    15-Oct-2018 12:28 pm

    15-Oct-2018 10:34 pm


    Feeling like :

    একটা শত্রু লাগবে, যার বিরুদ্ধে আমি পোষ্ট করবো।
    আর একটা দল লাগবে যার পক্ষে সবসময় যুক্তি দেখাবো।

    In the absence of those, nothing much to say on anything.

      Comments:
    • Turkey enters Saudi consulate? They most likely will not find anything.
      Things like what they will find, are generally settled before operation by both the parties.
    • বাদশাহ আর এরদোগানের মাঝে একটা কিছু চুক্তি হবে হয়তো।
      Keep watching.
    • বাদশাহর পক্ষে ট্রাম্প বাবাজি আছে। এটা বাদশাহর স্বস্তি।

    15-Oct-2018 10:34 pm

    15-Oct-2018 10:53 pm


    Note to self :

    - শত্রুর বিপদ দেখে আনন্দিত হতে হয় না।

    - অতীত পাপের জন্য কারো উপর আযাব আসছে, এর অর্থ এই না যে আমি তাকে তার বিপদে সাহায্য করবো না। শাস্তির দায়িত্ব আল্লাহর, আমার না।

      Comments:
    • ^ লম্বা তর্ক। যেটাকে সঠিক-ভালো মনে করেন সেটার উপর আপনাকে থাকতে হবে।

    15-Oct-2018 10:53 pm

    16-Oct-2018 2:16 am


    Someone please tell me this is fake news.

    https://edition.cnn.com/2018/10/15/middleeast/saudi-khashoggi-death-turkey/index.html?utm_content=2018-10-15T19%3A49%3A44&utm_term=link&utm_medium=social&utm_source=fbCNN

    https://edition.cnn.com/2018/10/15/middleeast/saudi-khashoggi-death-turkey/index.html?utm_content=2018-10-15T19%3A49%3A44&utm_term=link&utm_medium=social&utm_source=fbCNN

    16-Oct-2018 2:16 am

    16-Oct-2018 1:11 pm


    সকালে ট্রাম্প বাবাজি ছাতা হাতে দাড়িয়ে বললেন "rogue killer" theory.

    দুই ঘন্টা পরে saudi official রা বেনামিতে মিডিয়াকে খবর দিলো সৌদি স্বিকারোক্তি দিতে পারে rouge killer এর ব্যপারে।

    মানে বাবজি বাদশাহর পক্ষে আছেন।

    16-Oct-2018 1:11 pm

    16-Oct-2018 7:11 pm


    মেশিন এখন পারকুর আমার থেকে ভালো পারে।
    এর পর এখন সাইকেল চালাতেও পারে আমার থেকে ভালো।

    বাকি আছে শুধু সাতার।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    16-Oct-2018 7:11 pm

    16-Oct-2018 7:16 pm


    Self Reminder,

    মৃত্যু মানে আমার পরিক্ষা শেষ।
    এখন হল থেকে বেরিয়ে রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে।

    মৃত্যু মানে নিজের ধ্বংশ না। কারো ক্ষতিগ্রস্থ হওয়া না।

    16-Oct-2018 7:16 pm

    16-Oct-2018 7:35 pm


    দালালির জন্য অন্তরে এখনো কোনো আফসোস দেখছি না।
    গাদ্দারির জন্য আফসোস বাড়ছে।

    Lesson for the future generation.

    16-Oct-2018 7:35 pm

    16-Oct-2018 7:43 pm


    https://www.rt.com/news/441406-evidence-khashoggi-killed-consulate/

    https://www.rt.com/news/441406-evidence-khashoggi-killed-consulate/

    16-Oct-2018 7:43 pm

    16-Oct-2018 9:32 pm


    Turkey declares they will search Saudi consulate's residence in Turkey.

    Saudi consulate immediately fled back to his home country. :-)

    Reports AP.

    Keep watching. History, as it unfolds.

    16-Oct-2018 9:32 pm

    16-Oct-2018 10:34 pm


    Probably not a real street fight. More likely "lets see who wins" kind of situation. But still nice to watch. Even though there is a chance it's fake.
      Comments:
    • চেক করে দেখাম। ভদ্রমহিলা এখনো বেচে আছেন :-)
      https://bn.wikipedia.org/wiki/%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A8%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A8_%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8

    16-Oct-2018 10:34 pm

    17-Oct-2018 6:17 am


    কাহিনি এখন পর্যন্ত :


    খাশোগির সাথে মিটিং এর এপয়েন্টমেন্ট আগে থেকে ঠিক করা ছিলো। তাকে ঐ দিন সৌদি কনসুলেটে আসতে বলা হয়েছিলো।


    আগের দিন ১৫ জনের একটা দল সৌদি থেকে তুরস্কে আসে যার মাঝে একজন ছিলো সৌদি রাজের "ফোরেনজিক এক্সপার্ট"। মানুষ খুনের পর তার আলামত কি থাকে সেগুলো ভালো মতো জানে।


    তাদের সাথে ডাক্তারদের জন্য মানুষের হাড় কাটার একটা করাত ছিলো। তখনো খাশোগি কনসুলেট অফিসে আসে নি।


    তাকে হত্যার পর একটা কালো ভ্যন বডিটা সৌদি কনসুলেট অফিস থেকে কনসুলেটরের বাসায় নিয়ে যায়। ঐ ভেনটা এর আগের দিন এর রেকি করেছিলো। কনসুলেটরের বাসার গেট দিয়ে ঢুকতে পারে কিনা।


    হত্যার পর পরই ১৫ জনের একটা দল তাদের প্রাইভেট প্লেন নিয়ে তুরষ্ক ছেড়ে সৌদিতে চলে যায়।

    Rouge killer theory এর পর কি করে চালায় দেখার বিষয়।

    17-Oct-2018 6:17 am

    17-Oct-2018 9:07 am


    The Philadelphia Police Department advised residents not to contact emergency services amidst the outage.

    "Yes, our @YouTube is down, too," the police department said on Twitter. "No, please don't call 911 - we can't fix it."

    17-Oct-2018 9:07 am

    17-Oct-2018 3:39 pm


    খাসোগি :


    কোনো জেরা হয় নি। প্রশ্ন করা হয় নি। তার ঢুকার ৭ মিনিটের মাধ্যে তাকে হত্যা করা হয়।

    লাইব্রেরি রুমে টেবিল ঠিক করা ছিলো।
    আসা মাত্র ধরে টেনে ঐ রুমে নিয়ে যায়।
    চিৎকার করতে থাকে।
    ইনজেকশন পুশ করে।
    চিৎকার বন্ধ।
    এর পর করাত দিয়ে কাটা আরম্ভ করে।
    সম্ভবতঃ তখনো সে জিবিত।

    নিষ্ঠুর?
    আমাদর ফোরেনসিক বাবা ঐ সময় করাত হাতে বলেন "মিউজিক বাজাও। এই কাজ মিউজিক শুনে করতে হয়।"

    সে থেকে "মিউজিক কি হালাল?" মিম এখন নেটে জনপ্রীয় হয়ে উঠছে।


    এর পরও Support the underdog বলে একটা কথা আছে।
    তাই সৌদি বাদশাহর পক্ষে কোনো যুক্তি নেই?

    আছে। পরের পোষ্টে দিবো ইনশাল্লাহ।

    আমাদের নেটের "বড় ভাই"রা এই পোষ্টগুলোর স্ক্রিন শট নিয়ে রাখতে পারেন। পরে আমার "মুখোশ উন্মোচন" করার সময় কাজে লাগবে :-P

    17-Oct-2018 3:39 pm

    18-Oct-2018 1:47 am


    ছোটকাল থেকে যে যেই কাজ সবসময় করে আসে।
    বৃদ্ধকালে সে ঐ কাজে কমফোর্ট খুজে পায়।
    মৃত্যুকালেও।

    18-Oct-2018 1:47 am

    19-Oct-2018 11:37 am


    "এমন জীবন তুমি করহে গঠন, মরনে হাসিবে তুমি কাদিবে ভুবন"

    Truth be told, একজনের মৃত্যুর পর অনেকে কেদে বুক ভাসাচ্ছে।
    মনে হতে পারে তার মতো জীবন গঠন করা তাবে উত্তম।

    না ভুল।

    উনার এনার্জি থেকে শিক্ষা নেয়া যায়।
    পরিশ্রম আর লেগে থাকা থেকে।
    বিশাল দেহি শক্তিশালি মানুষ, কিন্তু শক্তি দেখাতেন না।
    নিজে পরিশ্রম করে কামাই করে খেতেন।
    রাজনীতি করতেন না।
    মানুষেরটা মেরে খেতেন না।
    ছাত্রলীগ করতেন না। চেতনা ব্যবসায়ি ছিলেন না।
    নাস্তিকদের পক্ষে কখনো বিবৃতি দেন নি।
    দুর্ব্যবহার করতেন না। অহংকার দেখাতেন না।
    কোনো কেলেংকারির খবর মিডিয়াতে আসে নি। -- এ থেকেও আমাদের শিক্ষা।

    কিন্তু উনার মূল পেশাটা আমাদের জন্য অনুসরনীয় না।

    19-Oct-2018 11:37 am

    19-Oct-2018 3:21 pm

      Comments:
    • ^ কুমিল্লা।
    • ^ এটা কাদেরের কথা।

    19-Oct-2018 3:21 pm

    19-Oct-2018 11:04 pm



    মিউজিক জিনিসটা এখন লাইম লাইটে।

    খাশোগি হত্যায় সবচেয়ে আলোচিত বিষয় ছিলো মিউজিক শোনা।
    এর পর পরই দেশে এক গায়কের মৃত্যু।


    কেউ আগেই মারা গিয়েছেন, তাই দেহ কাটলে সমস্যা নেই?

    কোনো লাশের হাড় যদি কেউ ভাঙ্গে তবে সে যেন কোনো জীবিত লোকের হাড় ভাঙ্গলো.... এরকম একটা হাদিস খুজলে পাবেন।


    "সামনে আওয়ামিলিগ চলবে হুজুরদের নিয়ে।
    বিএনপি নাস্তিকদের নিয়ে।"

    আমরা সমর্থন দেবো তাহলে কোন দলকে?


    ফিতনা সেটাই যখন তুমি বুঝতে পারবে না কোনটা হক কোনটা বাতিল।


    বলছিলাম এমবিএসের পক্ষে লিখবো :
    ১। আপনি যে দেশের যে সরকারের সমর্থক, সেই সরকার কি গুপ্ত হত্যা করে?
    ২। মুসলিমদের কোনো খলিফার জন্য কি গুপ্ত হত্যার হুকুম দেয়ার অনুমতি আছে?

    যদি উপরের দুটোর উত্তর আপনার জন্য "হ্যা" হয় তবে যারা এমবিএসকে নেতা মানেন তারা উনার পক্ষেই থাকবেন এর পরও।

    19-Oct-2018 11:04 pm

    20-Oct-2018 4:55 am



    কুমিল্লার এক ভাই মাও ইলিয়াস রাহি কে স্বপ্নে দেখেন যে উনি ওলামাদের পক্ষে। এটা ভাইরাল।

    মূল পোষ্টের লিংক। অন্যগুলো এর কপি।
    https://www.facebook.com/mufti.zilani/posts/2145753532419562


    কিছুক্ষন আগে সৌদি অফিসিয়ালি স্বিকার গিয়েছে যে খাসোগিকে তাদের কনসুল অফিসে হত্যা করা হয়েছে। কালপিটদের তারা গ্রেফতার করছে।

    উল্লেখ্য ১৫ জনের টিমের ১০ জন ছিলো সেনা অফিসার, ৪ জন এমবিএসের বডিগার্ড আর টিম লিডার ছিলেন সালমানের এডভাইজার-একজিকিউটর।

    20-Oct-2018 4:55 am

    20-Oct-2018 12:21 pm


    দুনিয়ার চারদিকে যা হয় এ দেখে হয় তালি বাজানো যায়: "উচিৎ শিক্ষা"।
    কিংবা নিজের জীবনের জন্য শিক্ষা নেয়া যায়।

    আমি দ্বিতীয়টা করতে পছন্দ করি। ইয়ং ছেলেপেলেরা প্রথমটাতে আকৃষ্ট হয়।


    বায়াতের বন্ধন গলায় না পড়ে যার মৃত্যু হলো তার জাহেলিয়াতের মৃত্যু হলো। এ রকম একটা হাদিস আছে। আমি বুঝি বায়াত বলতে এখানে সরকারের প্রতি বায়াত।

    "কিন্তু সরকার যদি পাপের হুকুম দেয়?"

    করা যাবে না। অন্য হাদিসে স্পষ্টতই বলা আছে বাইয়াত শুধু জায়েজ কাজের জন্য। হারামগুলো ইগনোর করতে হবে।

    কিন্তু সেনা বাহিনীতে থাকলে ইগনোর করার উপায় নেই। অথরিটি যদি কিছু হুকুম করে, তবে সেটা করতেই হবে। এই নিয়মে যে কোনো বাহিনী চলে। না করলে কোর্ট মার্শাল, মৃত্যু দন্ড।

    এখানেই ডিলেমা।

    প্লাস, অর্ডারটা ভালো কাজের জন্য নাকি খারাপ সেটা হাইয়ার অথরিটি জানে। সাধারন সেনা বুঝতে পারবে না। কারন তাকে "কেন করতে হবে" সেই ব্যখ্যা দেয়া হয় না।


    খাসোগি হত্যার ১৫ জনের মাঝে ১০ জন ছিলো সেনা অফিসার। বিষয়টা কেচিয়ে যাবার পরে দায়িত্ব ডিসওউন করার জন্য এনালিষ্টরা বলছিলো এদের এখন গুম করে ফেলা হবে।

    তাই হয়েছে। গতকাল এদের এক জন মারা গিয়েছে "সড়ক দুর্ঘটনায়"। হুট করে একটা গাড়ি এসে চাপা দেয়।

    এতে শিক্ষা কি? তাদের কি করা উচিৎ ছিলো?

    সেনা অফিসার যেহেতু। হুকুমে "না" বলার অনুমতি নেই।
    কিন্তু তামিল করার পর এখন তারাই পাপি। শাস্তি মৃত্যুদন্ড।


    "সেনাবাহিনীতে যোগ দিলো কেন? যোগ না দেয়া উচিৎ ছিলো!"

    এর কারন প্রথমে বলছিলাম - "বায়াতের শেকল গলায় পড়া ছাড়া যার মৃত্যু হলো..."

    উল্লেখ্য বায়াতের সময় নিজের চয়েসের সুযোগ নেই। ভালো লোক খুজে নিয়ে বায়াত করা যাবে না। যে কারনে আমাদের বাড়ির পাশের হাসান সাহেবেকে আমি বায়াত দিতে পারবো না, যদিও উনাকে সবসময় মসজিদে পড়ে থাকতে দেখি।

    এলাকায় যে ডিফেকটো রুলার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, তাকেই দিতে হবে।

    Dilemma.

    20-Oct-2018 12:21 pm

    20-Oct-2018 1:39 pm


    হাফল : حفل
    উৎসব, পার্টি, দল।

    20-Oct-2018 1:39 pm

    20-Oct-2018 5:10 pm


    Dexter? House of cards? Saw?
    Rather watch Saudi drama, as it unfolds.

    20-Oct-2018 5:10 pm

    20-Oct-2018 9:18 pm


    "আবু মিনশারি" - Fresh new কাসিদা।
    আরবি শেখার জন্য। No propaganda intended.
    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    20-Oct-2018 9:18 pm

    21-Oct-2018 12:29 am


    দুর্দান্ত এই নাস্তার ছবি দেখে বললাম -- ওয়াও! ইশ!! যদি পেতাম।

    এর পর পড়লাম এর টাইটেল আরবিতে ..."যদি হটাৎ গরিব হয়ে যাবার কারনে এই হয় আপনার নাস্তা... কি বলবেন?"

    আচ্ছা!
    কোন পরিস্থিতিতে আছি সেটা পরিষ্কার করে বলে দেয়ার জন্য জাজাকাল্লাহ :-)

    21-Oct-2018 12:29 am

    21-Oct-2018 1:33 am


    اذل العلماء فادله الله
    نهب أموال الشعب السعودي فحلبه ترامب
    أراد ضرب اقتصاد تركيا فأصبح الاقتصاد السعودي يعاني
    حول فرض عزلة دولية على قطر فنبده العالم
    صرف المليارات لتجميل صورته فحطمتها جريدة خاشقجي
    كان يحلم أن يصبح من العظماء فاثبت للعالم انه أغبى الأغبياء
    (collected)

    21-Oct-2018 1:33 am

    21-Oct-2018 1:10 pm


    Now every time I see pictures and videos of those scarfed kings I feel "Murderers".

    But worry not. This probably will soothe over time.

    21-Oct-2018 1:10 pm

    21-Oct-2018 2:41 pm


    কেউ বললো,
    "সৌদি রাজের সাথে আছি" -- সমস্যা নেই।
    "খাসোগিকে হত্যা করা হয় নি।" -- সমস্যা নেই।
    "আল-জাজিরা মিথ্যা বাদি, এজেন্ট।" -- সমস্যার আরম্ভ।

    এক পক্ষকে এত সমর্থন করছি
    যে অন্য পক্ষকে শত্রু মনে করছি।

    21-Oct-2018 2:41 pm

    21-Oct-2018 3:45 pm


    আমি সন্দেহজনক জিনিস থেকে পরহেজ করে চলি। এটা ভালো।

    অন্যরা যারা সন্দেহজনক জিনিস থেকে পরহেজ করে চলে না তাদেরকে হারামখোর মনে করি -- আমার খারাপের আরম্ভ।

      Comments:
    • অন্ধভক্তিতে সমস্যা নেই। অন্ধভক্তি শত্রুতা/ঘৃনার দিকে নিয়ে গেলে সমস্যা।
    • "যদিও সে এই ভুল কাজটা করেছে, এর পরও আমি তাকে ভালোবাসি" -- এই কথা সম্ভবতঃ কেউ বলছে না।
      যেটা বলছে সেটা হলো, "যেহেতু তাকে ভালোবাসি তাই সন্দেহজনক ব্যপারে তাকে আমি খারাপ বলবো না। কারন এটা সন্দেহ, ১০০% প্রমানিত না।"

    21-Oct-2018 3:45 pm

    21-Oct-2018 5:03 pm


    আমি দলবদ্ধ হয়ে দ্বিনের জন্য কাজ করি -- এটা ভালো।

    বাকি দলগুলোকে অর্থহীন ও আমার দ্বিনের কাজের বাধা মনে করি -- শত্রুতা আরম্ভ।

    21-Oct-2018 5:03 pm

    21-Oct-2018 6:00 pm


    আমি তাসাউফের লাইনে মেহনত করি -- এটা ভালো।

    গভীরে যাবার পরে এখন রাস্তায় "ওহাবিদের" সালাম দেই না -- আমার বিচ্ছিন্নতার আরম্ভ।

    21-Oct-2018 6:00 pm

    22-Oct-2018 1:02 pm


    "In the latest bombshell report ..."

    Khashoggi was detained inside the consulate building.

    Prince Mohammed contacted Khashoggi by phone and asked him to return.

    Khashoggi refused.

    The assassination team then killed Khashoggi after the conversation ended

    Reports ZeroHedge referencing Turkish newspaper.

    22-Oct-2018 1:02 pm

    22-Oct-2018 1:47 pm


    Herbal scam.

    ইনবক্সে সাধারনতঃ নইজেরিয়ান প্রিন্স এর স্কেম আসে।

    আজকে নতুন মেইল। এক প্রফেসরের হারবাল গাছ দরকার। আমি যদি আমার দেশ থেকে সাপ্লাই দিতে পারি।

    পজিটিভ। পারবো। স্কেম? সার্চ দিলাম।

    পেলাম, "কোন হারবাল লাগবে? নাম কি?"

    উত্তর, "এর সাপ্লাইয়ার আপনার দেশে অমুক। তার সাথে যোগাযোগ করেন।"

    সাপ্লাইয়ারকে ফোন দিলে, "আছে এই রেট।"

    প্রফেসর কিনবে বেশি রেইটে।

    ভালো বিজনেস। জীবনে আর কিছু করার দরকার নেই। সাপ্লাইয়ারের কাছে কিছু মালের অর্ডার দিয়ে টাকা পাঠিয়ে দিলেন।

    এর পর ধরা -- কারন বাকি সব স্কেমের মতো টাকাটা আপনি অলরেডি পাঠিয়ে দিয়েছেন :-)

    22-Oct-2018 1:47 pm

    22-Oct-2018 2:37 pm


    বাদশাহ? ... কুরাইশদের।
    কাসটোডিয়ান? ... বনু শায়বার।
    Self reminder.

    22-Oct-2018 2:37 pm

    22-Oct-2018 8:10 pm


    "... ইহুদিদের এজেন্ট।"

    চল্লিশ বছরে : মুসলিমদের কোনো দলকে দেখে আমার ইহুদিদের এজেন্ট সন্দেহ হয় নি।

    উক্তিটা কমন। সব দলকেই তাদের পাশের দল ইহুদিদের এজেন্ট বলে দাবি করে।

      Comments:
    • ^ RAND এর এজেন্ট বলে আমার কুখ্যাতি আছে নেটে :-P
    • ^ "কাফেরদের পক্ষ থেকে"।
      কিন্তু এটা যারা অলরেডি জানে তারা জানে কি বলা হয়। সংক্ষেপে লিখলেও।
    • বাসি খবর।
    • *rediscovering what our forefathers left.

    22-Oct-2018 8:10 pm

    23-Oct-2018 6:55 am


    আগে :
    তফসিরে ফোকাস দেয়া হতো "শানে নজুল" এ।

    এখন :
    ফোকাস দেয়া হয় শব্দের ব্যাখ্যায়।

    23-Oct-2018 6:55 am

    23-Oct-2018 7:21 am


    সৌদি রাজ পরিবার ছিলো সবচেয়ে প্রোটেকটেড যার ভেতরের খবর কেউ জানতো না। কিন্তু এই ঘটনায় ভেতরের ময়লা এখন বাইরে চলে আসছে।

    ট্রেন্ডটা দেশেও দেখছি। তবলিগ-উলামা বিভক্ত হচ্ছে আর ভেতরের কাহিনী বাইরে চলে আসছে। যেগুলো এতদিন ছিলো প্রোটেকটেড।

    হয়তো একটা সময় আমরা পার করছি যখন আল্লাহ তায়ালা প্রত্যেকের ভেতরের অন্ধকার বাইরে প্রকাশ করে দেবেন।

    নিজের পাপের হিসাব করার সময়। ফিরে আসার।

      Comments:
    • ^ বিষয় সেটাই।

    23-Oct-2018 7:21 am

    23-Oct-2018 6:06 pm


    Life.


    যে বয়স থেকে সে নামাজ আরম্ভ করছে।


    সেলফি তোলা খেলা।
    বড়রা যা করে।


    Thumbs Up.


    Child rearing tips.


    দাওয়াতে গেলেন। কেউ এলাকার পলিটিক্যল লোকজনদের নিয়ে হাই থটের আলোচনা জুড়ে দিলো,

    "করিম সাহেবকে চিনেন তো?"
    "না"
    "মজুমদার সাহেবকেও চিনেন না?"
    "না"
    "তবে জানেনটা কি?"

    তখন তাকে এই ছবিটা দেখিয়ে জিজ্ঞাসা করেন "আপনি এটা জানেন তো?"

      Comments:
    • সবগুলোকে ব্লক করে দিয়ে চিন্ত মুক্ত হোন।

    23-Oct-2018 6:06 pm

    24-Oct-2018 12:49 am


    আরবে খাসোগি আর আর দেশে সনদ-সংবর্ধনা।

    It's now about finding way between the corpses.

    24-Oct-2018 12:49 am

    24-Oct-2018 2:08 am



    "পায়ে ফোড়া। যদি ঔষধ না খাই?"

    বাড়তে থাকবে।

    "এর পর? মরে যাবো? সারা জীবন ফোড়াটা থাকবে?"

    আরে না। ১০০ বছর আগে এই সব ঔষধ ছিলো না, ফোড়া হলে তখনো কেউ মরতো না।

    বরং ফোড়া বাড়বে। এর পর নিজে নিজে সেরে যাবে।

    "এর পর?"

    শরিরে ইমিউনিটি গ্রো করবে। এই ফোড়ার বিরুদ্ধে রোগপ্রতিরোধক ক্ষমতা। এই ধরনের ফোড়া আর হবে না।


    একটা বিজনেস আইডিয়া করা যায় না?

    আমি ফোড়ার ঔষধ বিক্রি করবো। "এটা খেলে আপনার ফোড়া প্রথমে বাড়বে, এর পর একেবারে সেরে যাবে।"

    "ঔষধে কি থাকবে?"

    পানি। শুধু টেপের পানি।

    "মানুষ কিনবে?"

    কিছু মার্কেটিং স্পিচ যোগ করতে হবে। "আপনি বাজার থেকে মলম কিনে লাগাবেন। চামড়ার উপর থেকে রোগ সারবে। আমার ঔষধ খাবেন, ভেতর থেকে রোগ বের করে এনে একেবারে সারিয়ে দেবে।"


    এর পর হোমিউপেথিক ডাক্তারের কাছে গেলাম।

    24-Oct-2018 2:08 am

    24-Oct-2018 11:49 pm



    নিজের দেশ কেন বিদেশের কাছে বিক্রি হয়ে যাবে? ইমরান খান প্রেসিডেন্ট হলেন। হয়ে দেখে টাকা নেই। ফরেন কারেন্সি রিজার্ভ নেগেটিভ। মাইনাস সেভেন বিলিয়ন ডলার।

    আমদানির টাকা নেই। কারো কাছে বিক্রি হতে হবে। চীনের কাছে চেষ্টা করলো। হলো না। খাসোগি গিলে খেয়ে সৌদির কাছে হলো।

    বিটার ট্রুথ। বড় বড় বুলি ক্ষমতায় আসার আগে বলতে হয়।


    পাত্রের কামাই নেই। বাড়ি নেই। তবে যুক্তি আছে,

    "আল্লাহর উপর আপনার ভরসা নেই? কিসের দাওয়াত দেন?"
    "মেয়ের বাপেরা শুধু বুঝে টাকা। ঢাকা শহরে গাড়ি বাড়ি না থাকলে কেউ বিয়ে দিতে চায় না।"

    ভরসা করে যারা বিয়ে দিয়েছে সবাইকে এখনো দেখছি। এর পর স্বশুর মেয়েকে চালাচ্ছে, এর সাথে জামাইকে। কিছু দিন পর পর জামাই বাবুকে ব্যবসার জন্য টাকা। প্রতিটা সন্তানের জন্মের খরচ। তাদর দুধের খরচ। তাদের লিখা পড়ার খরচ।

    শেষ? না, এই সন্তানদের ভার্সিটির খরচ। বড় হবার পর তাদের বিয়ের খরচ... চলছে।

    জামাই বাবু এর জন্য আপনার উপর কৃতজ্ঞ?

    তাও না। হাসি মুখে বলবে "আল্লায় চালায়।"

    আর আপনি তো মালদার। এর পরও জামাই বাবুকে টাকা দিতে আপনি এত কৃপন কেন? সোয়াব পাবার ইচ্ছা নেই? আপনি মেকি দ্বিনদ্বার। শুধু মুখের বুলি।


    আপনার দেশ হোক বা আপনার পরিবার।
    যুক্তি আপনাকে প্রতারিত করবে।

    সাধু সাবধান।

    24-Oct-2018 11:49 pm

    25-Oct-2018 1:27 am


    [নিচের পোষ্টটা তবলিগওয়ালাদের জন্য না। তবলিগের বিপক্ষে যারা তাদের জন্যও না। এই দুই গ্রুপ স্কিপ করে যান]


    কাকরাইলের হাফেজ জুবায়ের সাহেবের তিনটা নসিহা পড়ছিলাম কোথাও। বর্তমান সময়ের জন্য। বললেন দোয়া করো, আর বেশি বেশি করে ওজাহাতি জোড় করো।

    উনি দাওয়াহর কথা বলেন নি? well, ঐ লিষ্টে নেই।

    আজকে মসিউল্লাহ ভাইয়ের স্টেটাস : "নিকট অতীতে এতো ভয়াবহ ফেতনা আর দেখা যায় নি। লক্ষ লক্ষ মানুষের আক্বিদা ও মানহাজের প্রশ্ন। অতীতে ফেতনা এসেছে, কিন্তু ঈমান ও আক্বিদার হুমকি এভাবে আর হয় নি।"


    কি বুঝলাম?

    এতায়েতিরাই এখন শুধু তবলিগ করছে। শুরা পন্থিরা বিশ্বাস করছে তবলিগের মূলধারা এখন বিপথগামি হয়ে গিয়েছে। তবলিগ করা থেকে বরং মানুষকে একটা আসন্ন ফিতনা থেকে বাচানো বেশি জরুরি।

    [নিজের পজিশন আবার ক্লিয়ার করে নিচ্ছি। আমি শুরা পন্থিদের পক্ষে। কিন্তু নিজের বিশ্বাসের পক্ষে সাফাই গাওয়ার জন্য এই পোষ্ট না।]


    তাই প্রথম দল এতায়েতি।
    তারা কোন ঠাসা। তবলিগের অধিকাংশ সাথি এরা, যার মাঝে পুরানো সাথিরা প্রায় সবাই। এরা না ইজতেমা করতে পারছে, না আমল। সরকারি বাধার মুখে।

    দ্বিতীয় দল শুরা।
    এরা তবলিগ করছে না। বরং এখন এর ক্ষতি থেকে সবাইকে বাচানোর জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছে।


    অর্থাৎ দেশে এখন তবলিগ বন্ধ। মোমেন্টাম দিয়ে যতদিন চলে। রুট লেভেলে ইফেক্ট কিছু দিন পরে দেখা যাবে।

    Me feels.

      Comments:
    • ^ শুধু ভার্সিটি না। সারা দেশেই চলছে।

    25-Oct-2018 1:27 am

    25-Oct-2018 6:50 am


    Here's what US Ambassador to Israel. Dan Shapiro said on Khashoggi's murder aftermath on Israel. In Haaretz :

    "The grisly hit-job on Khashoggi has implications far beyond its exposure of the Saudi Crown Prince as brutal and reckless. In Jerusalem and D.C., they’re mourning their whole strategic concept for the Mideast – not least, for countering Iran…

    "It raises fundamental questions for the United States and Israel about their whole strategic concept in the Middle East…the Khashoggi murder, beyond obliterating red lines of immorality, also points to the fundamental unreliability of Saudi Arabia under MBS as a strategic partner. What happened in the Saudi consulate in Istanbul echoes words once used to describe Napoleon’s elimination of an opponent: "It’s worse than a crime. It’s a mistake." One might add, a strategic mistake”.

    “It won’t be easy for Israel to navigate these waters, as the Washington foreign policy establishment has quickly splintered into anti-Iran and anti-Saudi camps … For Israelis, the biggest blow in the fallout of Khashoggi’s murder MBS, in his obsession with silencing his critics, has actually undermined the attempt to build an international consensus to pressure Iran.

    25-Oct-2018 6:50 am

    25-Oct-2018 2:48 pm


    এই মুহুর্তে আমি বসে আছি দেশে কওমি অঙ্গনের ভাঙ্গন দেখতে। আর বিদেশে সৌদি-সালাফিতে।

    এটা খেয়াল করতে হবে "সংগঠন" গুলো পড়ে যাচ্ছে। নেতারা অপদস্থ হচ্ছে। কিন্তু দ্বিনকে আল্লাহ তায়ালা কমাচ্ছেন না, বাড়াচ্ছেন।

    রাতা রাতি কিছু হবে না।
    কিন্তু যে পরিবর্তনে আগে ২ বছর লাগতো, এখন লাগছে ৬ মাস।

    25-Oct-2018 2:48 pm

    25-Oct-2018 3:44 pm


    ...فَلَمَّا كَفَرَ قَالَ إِنِّي بَرِيءٌ مِّنكَ إِنِّي أَخَافُ اللَّهَ رَبَّ الْعَالَمِينَ
      Comments:
    • Self reminder. জীবনে এটা বহুবার দেখেছি।
    • ^ দেশে হিজাবীদের সংখ্যা কমছে না, বাড়ছে। কলেজ ভার্সিটিতে নামাজিদের সংখ্যাও বাড়ছে।

    25-Oct-2018 3:44 pm

    25-Oct-2018 11:08 pm


    ফাতেমা জোহরা বিবি -- কহিবেন ওহে রাব্বি
    হাসানো-হোসেনের দাদ -- আমি নাহি চাই।
    বাবাজী উম্মত নিবে -- সেই দয়া মোরে দিবে
    ওহে রাব্বি এই দোয়া -- তোমার কাছে চাই।।

    #FeelingNostalgic

    25-Oct-2018 11:08 pm

    26-Oct-2018 6:46 pm


    "ধন্য ধন্য মোর সিলসিলা, এলো
    দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া।"

    //just fun post.

    video:/img/photos_and_videos/videos/10000000_751917721827329_8559470977379991552_n_10155880390333176.mp4

    26-Oct-2018 6:46 pm

    26-Oct-2018 7:40 pm


    মনে করেন বাসায় ৬ জন বাচ্চা কাচ্চা। এদের চিল্লা চিল্লিতে জীবন অতিষ্ট মনে হবে। একটু সময়ের জন্যও কি কোনো শান্তি নেই?

    ধরেন কয়েক দিনের জন্য এদের মাঝে শুধু একজন কোনো আত্মিয়ের বাসায় বেড়াতে গেলো।

    পরের রাতে মনে হবে -- হটাৎ করে বাসা কেমন যেন শান্ত হয়ে গিয়েছে। খালি খালি। কেমন বোরিং।

    সে ফিরে আসলে?
    আহ!! বাসাটা যেন জান ফিরে পেলো। :-)

    26-Oct-2018 7:40 pm

    26-Oct-2018 9:23 pm


    বিপদ নিজের উপর ডেকে আনার বিষয় না
    যে "হে আল্লাহ আমাকে বিপদ দাও।"
    বরং দিলে অভিযোগ না করে, অস্থির না হয়ে, ধর্য্য ধরার সময়।

    দারিদ্রতা ডেকে আনার বিষয় না।
    বরং দিলে ধর্য্য ধরার সময়।

    অসুস্থতা ডেকে আনার বিষয় না।
    বরং দিলে ধর্য্য ধরার সময়।

    সব অবস্থায় আমরা আল্লাহ তায়ালার কাছে নিরাপত্তা, সুস্থতা, সহজ জীবনের দোয়া করি।

    বিপদ আপদ দ্বারা আল্লাহ তায়ালা বান্দাকে এমন স্তরে পৌছে দেন,
    যে স্তরে সে আমল দ্বারা পৌছতে পারতো না।

    26-Oct-2018 9:23 pm

    27-Oct-2018 12:42 am


    তুরস্কে সিসি ক্যমেরা। ধরা পড়ে দুই জন বাচ্চা। নির্জন রাস্তা দিয়ে যাচ্ছে। পতাকা দেখে নিজে নিজে এসে চুমু খায় পতাকাতে। কোনো শো অফের ইচ্ছে নেই। কোনো আইনে আছে সে জন্য না।

    তারা কে? খুজে বের করে। তুরস্কের সামরিক জেনারেল তাদেরকে উপহার দিয়ে সম্মানিত করে।

    এজন্য, সম্পূর্ন নির্জনে যখন কেউ থাকে তখন শাহাদা পড়ার সোয়াবের কথা আছে। স্পনটেনিয়াস। কোনো নিয়মে আছে সে জন্য না।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    27-Oct-2018 12:42 am

    27-Oct-2018 12:38 pm


    "যুদ্ধের সময় উনি মামার বাড়ির পেছনে গর্তে লুকিয়ে ছিলেন"

    "ট্রেঞ্চ" নামে কিছু একটার নাম শুনেছেন ভাইজান? যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ওয়েস্টার্ন ফ্রন্ট? কোন সেনা তখন গর্তে ছিলো না? না জানলে জাইনা তার পর আইসেন।

    "কিন্তু উনি তো যুদ্ধ ক্ষেত্রে ছিলেন না।"
    সারা দেশ ছিলো যুদ্ধ ক্ষেত্র। আপনি কোন দেশের রাজাকার?

    "যুদ্ধ করলে অস্ত্র কোথায়?"
    ছুরি বা লাঠি কিছু ছিলো না উনার সাথে?

    27-Oct-2018 12:38 pm

    27-Oct-2018 12:51 pm


    "H2O কি?"

    প্রথমতঃ আপনি সাইন্সে পড়েছেন বলে দেশের সবাইকে সাইন্সের স্টুদেন্ট মনে করবেন না। দেশের ৯০% কমার্সে পড়ে। এরা H2O এর অর্থ জীবনে শুনে নি।

    দ্বিতীয়তঃ এটা কোনো জেনারেল নলেজ না। যে না পড়লেও সবাইকে জানতে হবে। বা প্রতিদিন এই জ্ঞান কোনো কাজে লাগবে।

    তৃতীয়তঃ কনটেক্সট বলে একটা জিনিস আছে।
    MSC মানে কি বলতে পারবেন?
    খেলার মাঠে এর অর্থ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
    ভার্সিটিতে মাসটার্স ইন সাইন্স।
    কোনো প্রতিযোগিতায় অর্থ জানতে চাইলে কি বলতে হবে?
    কনটেক্সট বা এর ফিল্ডটা না বলে দিলে কোনো ভাবেই উত্তর দিতে পারবে না।

    চতুর্থতঃ কনটেক্সট যদি না বলে দেয় তবে যে কোনো ব্যখ্যাই ঠিক। H2O নামে ধানমন্ডিতে একটা রেস্টুরেন্ট আছে। গুগুল ম্যাপ সাক্ষি।

      Comments:
    • //সারকাজম।
    • //সারকাজম।
    • ^ বা এসিডিক এসিডের সংকেতও বলতে পারবে না।

    27-Oct-2018 12:51 pm

    27-Oct-2018 2:42 pm


    কাহিনী : "এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া"

    ভারতে এক সওদাগর ছিলেন। মানত করলেন নিজ হাতে বাগদাদে আব্দুল কাদের জিলানির মাজারে চাদর দেবেন।

    বাগদাদে যাবার জন্য একটা কাফেলা ঠিক করলেন।

    রাতে স্বপ্নে দেখেন এক বুজুর্গ এসে উনাকে বলছেন : রাস্তায় অনেক বিপদ। তুমি বরং দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে চাদর দাও।"

    সওদাগর বললেন, "কিন্তু আমি মানত করেছি বাগদাদে জিলানির মাজারে দেবো।"

    বুজুর্গ রেগে তাকে ধমক দিয়ে বললেন, "বাগদাদে আমি ছিলাম মাহবুবে সোবহানি! এখন দিল্লিতে মাহবুবে এলাহি!!"

    এই শুনে সওদাগর ভয়ে কেপে উঠেন। ফজরের আজানের সাথে সাথেই উঠে নিজামুদ্দিনের মাজারে গিয়ে নিজ হাতে চাদর বিছিয়ে দেন।

    এতটুকু বুঝেছি। শেষে বাকিটা "ইশারাতে বুঝে নেবার" কথা আছে।

      Comments:
    • প্রয়োজন ছাড়া এগুলো জানার কোনো দরকার নেই। আমিও জানি না।

    27-Oct-2018 2:42 pm

    27-Oct-2018 3:39 pm


    ক্লিয়ারেন্স : আমি সুন্দরি প্রতোযোগিতার বিপক্ষে।

    আপনি যদি প্রতিযোগি হন, এবং "মোল্লা মৌলভিদের কথা" না শুনেন, তবে এখানে যাওয়া দ্বারা আপনি অপমানিত হবেন, অপদস্থ হবেন।

    প্রসংশা পেতে চান তবে এর স্থান হলো জান্নাতে। যখন ঢুকার আগে এর গেটে দাড়াবেন। লক্ষ লক্ষ কন্ঠে আপনার জন্য প্রসংশা, উল্লাস, সংবর্ধনা জানাতে থাকবে। এটাই চরম পাওয়া। যে মুকুট আপনার মাথা থেকে কখনো সরানো হবে না।

    আর যারা দেখেন, এগুলো দেখা দ্বারা ইবাদতের স্বাধ আল্লাহ তায়ালা আপনার অন্তর থেকে তুলে নেবে।

      Comments:
    • ^ ডাকাত থেকে আউলিয়া কোনো এক নিজামুদ্দিন হয়েছিলেন। কিন্তু উনি না।
    • এগুলো জানায় কোনো লাভ নেই। যেহেতু স্পেশেলাইজড ফিল্ডে কাজ না করলে এগুলো লাগে না।

    27-Oct-2018 3:39 pm

    27-Oct-2018 11:02 pm


    ছাত্র অবস্থায় গ্রাম গঞ্জে অনেক ঘুরা হয়েছে। তাই তরিকতের লাইনে অনেক গল্প, কাহিনি, গান শুনা হয়েছে।


    তোফাজ্জল হোসেন ভৈরবী নামে একজন আছে ইউটুবে। কিচ্ছা বলার জন্য সমালোচিত। কিন্তু ইন্টারেস্টিংলি উনার বলা কাহিনীগুলোর কোনোটা আমার কাছে নতুন না। বহু বছর আগে থেকে শোনা। গ্রামে গঞ্জে।

    সে কারনে উনার সমালোচনা আমার কছে কিছুটা অপাত্রে মনে হয়। যেহেতু এগুলো উনার নিজের বানানো না।


    এসব কাহিনীর ব্যপারে আমার মত কি?

    - এর কিছু আমি বিশ্বাস করি। বিশেষ করে যেগুলো বিভিন্ন কিতাবে আছে।

    - কিছু বানোয়াট গল্প হিসাবে দেখি।

    - কিছু শিক্ষামূলক গল্প হিসাবে দেখি। যেগুলো সত্য নাকি মিথ্যা সেটা প্রাসংগিক না।

    তবে যেটা করি না, সেটা হলো এগুলোর সুক্ষ্ম বিশ্লেষন করে এর উপর আকিদা গত কোনো কংক্লুশন টানা। শ্রেফ কাহিনী হিসাবে দেখি।


    কিন্তু আকিদার ব্যপারে আমি আর দশজন থকে অনেক বেশি রিলাক্সড। তাই আকিদার প্রশ্নে আমার মত আলেমদের মত না।

    সে কারনে এই সকল বিষয়ে যে যার মাজহাব, মানহাজের শায়েখদের অনুসরন করলে ভালো। আমার থেকে না শিখে।

    বলছি কারন, এর পর এধরনের কিছু গল্প পোষ্ট করবো ইনশাল্লাহ।

      Comments:
    • ^ প্রসংগ এত বেশি যে কোনটা ছেড়ে কোনটা নিয়ে লিখবো কনফিউজড হয়ে যাই।
      কিছু মিস করে থাকলে জানাবেন :-)

    27-Oct-2018 11:02 pm

    28-Oct-2018 1:12 am



    Report :
  • রাতের অন্ধকারে হিন্দু পাড়ায় কাউকে না জানিয়ে এক দিনের ইজতেমা।
  • কেরানিগঞ্জের মন্দিরের জায়গা ও হিন্দুদের বসতবাড়ী পরিপূর্ন ব্যবহারের সুযোগ পেলেও কেরানিগঞ্জের একটা মসজিদেও থাকার সুযোগ মেলেনি তাদের।


    Bad sign. শক্ত আশংকা এই অংশের পরিনতি দেশে জামাতে ইসলামির মতো হতে যাচ্ছে।

    - প্রচন্ড বাধা।

  • এর পরও কর্মিরা লেগে থাকবে "আল্লাহর জন্য করছি" এখলাস নিয়ে।
  • "আল্লাহ সাহায্য আসবেই" বিশ্বাস -- যেটা বহু বছর গেলেও আসবে না।
  • সময়ের সাথে সাথে দেশবাসিদের সাথে তাদের সেপারেশন বাড়বে।


    Personal opinion. You can disagree.

      Comments:
    • ^ আপনার উচিৎ SheikhSadi.com সাইটটা চালু করা।
    • ^ complement. "আপনার বেশির ভাগ পোষ্ট বুঝি না" এটা কমন উক্তি। যদিও কোনটা বুঝছে না সেই ব্যপারে আমার কোনো ধারনা নেই।

    28-Oct-2018 1:12 am

  • 28-Oct-2018 6:26 am


    Trump's border wall is here. I shall be eagerly waiting for it to complete within his two terms.

    It doesn't look much secure though. One can climb it like a tree, or dig beneath it. There are lots of tutorials on how to climb a straight tree without branches, in youtube.

    https://metro.co.uk/2018/10/27/donald-trumps-border-wall-unveiled-but-it-looks-suspiciously-like-a-fence-8080886/

    28-Oct-2018 6:26 am

    28-Oct-2018 1:49 pm


    গ্রাম গঞ্জের তরিকতের গল্প। সব চেয়ে কনট্রোভার্সিয়াল গল্পটা প্রথমে। [আমাদের আথারি পন্থিরা দূরে থাকেন। সহ্য করতে পারবেন না।]

    এটা শুনা কুমিল্লার এক তাসাউফ পন্থির কাছ থেকে।

    এক পীর ছিলেন। নাম বলেছিলেন, মনে নেই। মুরিদদের নিয়ে খানকায় জিকির করতেন। হাল উঠে যেতো। কি হতো কিছু মনে থাকতো না।

    খাদেম বললেন। হুজুর গতকাল আপনি জিকিরের হালে বলছিলেন "আনাল্লাহ" "আনাল্লাহ"। মানে "আমি আল্লাহ!"

    পীর প্রচন্ড শকড! এটা কুফরি কথা। হাল্লাজ বলেছিলেন শুধু "আনাল হক"। কিন্তু এই কথা তো এরও একধাপ বেশি। সরাসরি কুফরি!

    পীররা কিন্তু শরিয়ত মানে। বললেন, এই সময়ে অন্তরে কি আছে সেটার উপর ফায়সালা না। বরং মুখে কি বললো সেটার উপর ফায়সালা। যেরকম মনসুরের সময় হয়েছিলো। এবং এই কুফরির শাস্তি মৃত্যুদন্ড। খাদেমকে বললেন, কালকে তুমি একটা তলোয়ার নিয়ে বসে থাকবে। যদি আমি আবার এই কথা বলি তবে আমাকে কতল করে দেবে।

    খাদেম তলোয়ার নিয়ে জিকিরের হালকায় বসলেন। হাল উঠলো। এবং একই কথা আজও পীরের মুখে। উনি তলোয়ার নিয়ে কতল করতে যাবেন -- দেখেন পাশের মুরিদও বলছে একই কথা। তার পাশের জনও। ঐ জায়গার সবাই একই কথা বলছে। এবং সবার চেহারাই পীরের মতো হয়ে গিয়েছে। কে আসল পীর বুঝা যাচ্ছে না। উনি কাকে কতল করবেন?

      Comments:
    • It runs on battery power, not water. And it would have been more efficient if you take these water/hydrogen conversion out, and simply run it on battery.

    28-Oct-2018 1:49 pm

    28-Oct-2018 7:35 pm


    এত বাধার মুখে ইজতেমা না করে মসজিদে কাজ চালিয়ে গেলে ভালো হতো। কারন ইজতেমাটা উদ্দেশ্যে না। দাওয়াহ উদ্দেশ্য।

    "কিন্তু ইজতেমা দ্বারাই দাওয়ার মাকসাদ পূর্ন হয়।"

    এজন্য দেখছিলাম

  • নতুন সাথিরা এসেছে কিনা।
  • এমন কিছু বলা হয়েছে কিনা যেটা মসজিদে মসজিদে বলা যেতো না।
  • যথেষ্ট সময় ধরে হয়েছে কিনা যে সাথিরা কয়েকদিন থেকে না শুনলে এত কথা বলা যেতো না।

    এগুলো না হলে, দাওয়াহর সাহায্য বেশি হয় নি।

    "কিন্তু নিজেদের সাথিদের মোটিভেশনের জন্য ইজতেমার দরকার ছিলো।"

    এটা bad sign.
    বুঝায় ফোকাসটা চলে যাচ্ছে দ্বন্ধে বিজয়ের দিকে।
    পরিশ্রমগুলো যাচ্ছে ফিতনা সংক্রান্ত ইশুগুলো কাউন্টার করার দিকে।

    28-Oct-2018 7:35 pm

  • 28-Oct-2018 11:38 pm


    "মন্ত্রী মহোদয় নিজে আইন বদলাইলেই তো পারে। রাস্তায় নেমে মানুষের মুখে আলকাতরা মাখার কি দরকার?"

    ভাইরে সবই আমাদের পাপের কামাই। এই খান সেনারা পাকিস্তান থেকে আসে নি। আমরা আমরাই। আমাদের পাপের শাস্তি আমরা ভোগ করছি।

    "করনীয় কি?"

    সাবধানে হাটেন রাস্তায়। নিজের আগের গুনাহর জন্য এস্তেগফার।

    28-Oct-2018 11:38 pm

    29-Oct-2018 11:50 am


    News,
    IBM purchased Redhat. Likely it will be called IBM-Linux from now on.

    And another 737 crashed today in mid sea, in Jakarta. Casualty report pending.

    29-Oct-2018 11:50 am

    29-Oct-2018 1:01 pm


    গতকাল এক ভাই বললেন : নতুন তবলিগ ওয়ালারা শুরা পন্থি। যারা ইয়ং। পুরানোরা সবাই এতায়েতি।

    আজকে স্টেটাস : ভারসিটিগুলোতে শিক্ষকেরা এতায়েতি। ছাত্ররা শুরাপন্থি।

    Supports.
    Trend.

    29-Oct-2018 1:01 pm

    29-Oct-2018 4:32 pm


    Not to be out done by the elders.
    This post had an attachment, which is now missing

    29-Oct-2018 4:32 pm

    29-Oct-2018 6:37 pm


    জান্নাতে যাবার পর সবাই তার নিজ নিজ বাড়ি চিনতে পারবে। এত আপন করে যেমন কিনা দুনিয়াতে নিজের বাড়ি চিনে। যদিও এই প্রথম দেখছে।

    জান্নাতে ঢুকার দরজায় প্রচন্ড ভীড় হবে, চাপা চাপি। ঢুকার পরে একটু স্বস্তি পেয়ে মানুষ বলবে, হুপস! আমার কাধ যেন ছিড়ে যাচ্ছিলো।

    "কিন্তু কি আমল নিয়ে যাচ্ছি? এটাই শংকা"

    স্বস্তি হলো যা হওয়ার না, সেটা কখনোই হতো না।
    যা হয়েছে সেটা না হয়ে যেতো না।

    পূর্ন তৈরি মানুষ কখনোই হয় না।
    যতটুকু তৈরি আছে অতটুকু নিয়েই রওনা দিতে হয়।

    স্বস্তি, উনি দয়ালু, মাফ করেন।

    29-Oct-2018 6:37 pm

    30-Oct-2018 2:08 am



    ডঃ খন্দকার জাহাঙ্গির স্যারের একটা লেকচার আছে। বলছিলেন এটা একটা কমন কাহিনি যে কেউ পীরের কাছে পানি নিয়ে যায়। পীর দূর থেকে ফু দেয়। লোকেরা বলে পীর সাহেব বোধহয় আমাদের পছন্দ করেন না।

    পীর বললেন "না, বরং এটা আল্লাহর কালাম। কাছ থেকে ফু দিলে তোমরা সহ্য করতে পারবে না।"।

    এর পর একদিন জোরাজোরির মুখে কাছে নিয়ে ফু দেয়। কাচের গ্লাস ভেঙ্গে চৌচির হয়ে যায়।


    বাংগালি এক ভদ্রলোগের সাথে দেখা। ৭০ এর দিকে উনি বাগদাদ থাকতেন। বড়পীর জীলানি সাহবের মাজারে যাতায়াত ছিলো। সেখানে এক তুরস্কের পীর বসে থাকতেন বারান্দায়। মাথায় বড় পাগড়ি পড়া। মানুষ পানি নিয়ে যেতো। পীর সাহেব দূর থেকে ফু দিতেন।

    লোকেরা বলতো "আমরা বাংগালি বলে মনে হয় উনি আমাদের পছন্দ করেন না।"

    পীর বললেন, "না বরং এটা আল্লাহর কালাম। কাছ থেকে ফু দিলে সহ্য করতে পারবে না।"

    তারা দাবি করলো, "না এর পরও দিতে হবে।"

    উনি একদিন কাছে নিয়েই ফু দিলেন, কাচের গ্লাস ভেঙ্গে চুরমার হয়ে গেলো।

    উনার ফার্সট হ্যন্ড এক্সপেরিয়েন্স।


    গল্পটা আমি বিশ্বাস করি। অবিশ্বাস করার মতো কিছু নেই। কিন্তু জাহাঙ্গির স্যার বলছেন এটা কমন কাহিনী। হুবহু একই কথায় অন্য জায়গায় প্রচলিত।

    কি ধরবো?

    30-Oct-2018 2:08 am

    30-Oct-2018 11:31 am



    ইংরেজ সেনাপতি ক্লাইভ। পলাশী প্রান্তরে। নবাব সিরাজের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে।

    নৌবহর নিয়ে ভাগীরথীর উপর। পলতা নামক জায়গায় পৌচ্ছলো। সেখানে বিখ্যাত অলি শাহ্ যোবায়েরের (রহ.)। উনার কাছে গিয়ে বললেন, "হুজুর দোয়া করে দেন বিজয়ের জন্য।"

    শাহ্ সাহেবও তাঁর জন্য দোয়া করলেন। উপস্থিত মুসলমানরা হায় হায় করে উঠলো, "হুজুর দোয়া কেন করলেন?"।

    শাহ সাহেব বললেন, "দোয়া না করে কী করব? দেখলাম, খিজির (আ.) ক্লাইভের নৌবহরের আগে আগে পতাকা ধারণ করে যাচ্ছেন।"


    উপরের কাহিনিটা কপি পেষ্ট। প্রথম পড়েছিলাম ক্লাস ভাইভে থাকতে। লোকের নাম জায়গার নাম এগুলো কিছুই মনে ছিলো না। গুগুল সার্চ দিয়ে বের করলাম কাহিনীটা।

    এটার পক্ষে-বিপক্ষে বহু আলোচনা-সমালোচনা আছে-শুনেছি-চলছে।

    30-Oct-2018 11:31 am

    30-Oct-2018 11:50 am


    Repellent Post. মানে বিমুখ করার জন্য পোষ্ট। নয়তো কিছু দিন পর অনেক সরল মনা মাজারি জুটে যাবে যারা ধারনা করবে আমি তাদের পক্ষে। এর পর যখন বুঝবে "পক্ষে না" তখন চলবে আমার "মুখোশ উন্মোচন"।

    প্রথম কমেন্টের ছবি collected from a recent post by someone in some forum.

      Comments:

    30-Oct-2018 11:50 am

    30-Oct-2018 1:51 pm



    কিছু লোক এসে একজন আলেম-শায়েখকে বললেন, "হুজুর আমরা এক ফাতেমিকে ধরে হত্যা করে আগুনে পুড়াচ্ছিলাম। কিন্তু আগুনে তার শরির পুড়ছিলো না।"

    বললেন, "খবর নিয়ে দেখো সে তিন বার হজ্জ করেছে কিনা।"

    বললো, "হ্যা। করেছে।"

    বললেন, "তিনবার যে মকবুল হজ্জ করবে আগুন তাকে স্পর্শ করবে না - এই বর্ননা আমি পেয়েছি"


    ফাজায়েলে হজ্জে বর্নিত কাহিনী।
    এতটুকু পর্যন্ত সব ঠিক আছে। আপত্তির কোনো কারন নেই।

    কিন্তু ফাতেমিরা ছিলো ঐ যুগের শিয়া।
    কি বুঝবো?

      Comments:
    • খুজলে পাবেন। প্রথম দিকে। পৃষ্ঠার নম্বর এক ছাপার সাথে অন্য ছাপা মিলে না যেহেতু।
    • //you are confusing people like Jafor Iqbal//
      কনফিউশনের জন্য দুঃখিত। সিরিয়াসলি বলে থাকলে রিপিট করবেন। আমি নিজের ভুল সংশোধন করে নেবো, ইনশাল্লাহ।
    • এই এক কমেন্ট থেকে অনেক কিছু জানলাম। জাজাকাল্লাহ।

    30-Oct-2018 1:51 pm

    30-Oct-2018 3:50 pm



    কিছু মাস আগের ভিডিও। মাওলানা সা'দ সাহেব নিজামুদ্দিনে জানাজার নামাজ পড়াচ্ছেন। এবং প্রতি তকবিরে উনি হাত তুলছেন।


    আজকে এক ভাইয়ের কমেন্ট : "... আমি কি মানুষকে ফাজায়েলে আমালের দাওয়াত দিবো নাকি আল্লাহর কালাম ও রাসূলের হাদিসের দাওয়াত দিবো? দাওয়াত এর মেহনত অনেক আগেই দেওবন্দএর গন্ডি পেরিয়ে সারা বিশ্বে পৌঁছে গেছে।"


    দুটো সাক্ষি পেলে আমি সাধারনতঃ ধরে নেই একটা হাইপোথিসিস ঠিক।

    //ট্রেন এগিয়ে যায়।
    আমি পড়ে থাকি।
    Trend.

    30-Oct-2018 3:50 pm

    30-Oct-2018 7:37 pm


    ভাইরে তাসাউফের উপর দুই চারটা পোষ্ট দিতে চাচ্ছিলাম। চারদিকে এতো ফতোয়া যে ত্রাহী ত্রাহী অবস্থা।

    "আপনিও কেমন জানি!!! বিতর্কিত না এসব বিষয়ে পোষ্ট দিতে পারেন না?"

    শুধু মাত্র কোরআন শরিফের আয়াত আরবীতে কোট করা ছাড়া আর কোনো পোষ্টই বিতর্ক ছাড়া না।

    হাদিস পোষ্ট করেন -- বিতর্ক।
    বুখারি শরিফ থেকে হাদিস পোষ্ট করেন -- তাও বিতর্ক।
    কোরআনের বাংলা অনুবাদ পোষ্ট করেন -- বিতর্ক।

    আয়াতের শুধু আরবী পোষ্ট করলেও সমস্যা আছে। কেউ আপত্তি জানাবে "স্ক্রল করার সময় আয়াতে ওজু ছাড়া আংগুল লেগে যায়। এই গুনার দ্বায়িত্ব নেবে কে?"

    30-Oct-2018 7:37 pm

    30-Oct-2018 8:19 pm


    Most likely this is acted on, and not real.

    But good message nevertheless.

    You probably will understand it without translation.

    In Yemen.

    This post had an attachment, which is now missing

    30-Oct-2018 8:19 pm

    30-Oct-2018 11:07 pm



    "তর্ক করছি না। কিন্তু ডিসকাশনে সমস্যা কোথায়?"

    প্রথম কথা হলো ডিসকাশন করার মতো মেচুউরিটি ইয়ং বাংগালিদের নেই। উত্তেজিত হয়ে যায়। এটা আমার এক্সপেরিয়েন্স।

    দ্বিতীয়তঃ তবলিগের আইডিগুলো দেখেন। সবগুলোতে দুপক্ষের গালাগালি চলছে। আপনি এখানে কমেন্ট করেছেন টের পেলে, সব তর্গবাগিশরা এখানে ছুটে আসবে, "সবাই আয় -- আরেক আইডিতে তর্ক চলতাছে!!!"

    তৃতীয়তঃ কারো পক্ষে লিখলেও আমি কারো অত পক্ষে না। বিপক্ষে লিখলেও কারো অত বেশি বিপক্ষে না। কিন্তু আপনার কমেন্ট হবে এক্সট্রিম। আমাকে সমর্থন করেই বলেন বা বিরোধিতা।

    চতুর্থতঃ ব্যস্ত থাকি। কমেন্টের জবাব দেবার সময় নেই।


    "তবে কি করতে হবে?"

    প্রথম কথা হলোঃ আমাকে উপদেশ দিয়ে লাভ নেই। আপনাকে আমি গুরু না মানলে, বা আপনাকে আমার আমীর না মানলে, আপনার উপদেশ আমি গ্রহন করবো না।

    দ্বিতীয়তঃ আপানর দল-মতের পক্ষে এখানে প্রোপাগান্ডা-ডিফেন্ড করা অর্থহীন। আপনার কথা আমি আপনার আইডিতে আগে পড়েছি। এবং এর পর এই স্বিদ্ধান্তে উপনিত হয়েছি যেটা লিখেছি।

    তৃতীয়তঃ "এই সব বলবেন না" "এই পোষ্ট মুছে দিন" টাইপের কমেন্ট করলে আমি স্টেটাস মুছবো না। কিন্তু আপনাকে ব্লক করে দেবো যেহেতু সমস্যাটা আপনার।

    30-Oct-2018 11:07 pm

    30-Oct-2018 11:43 pm


    জীবনে একটা ফোড়া সব সময় থাকে। এটা নিয়েই চলতে হয়। এটা নিয়েই বাচতে হয়।

    "ইশ এটা যদি না হতো! তবে কত ভালো হতো!!!"

    কিন্তু আল্লাহ তায়ালা তখন অন্য কিছু একটা কষ্ট দিয়ে দিতেন। যেটা হয়তো আরো খারাপ।

    এজন্য mute থাকতে হয়। কষ্টগুলোর পেছনে পরিশ্রম করবো। কোন অসন্তুষ্টি বা আভিযোগ ছাড়া।

    ভালো গুলোর জন্য আনন্দিত হবো, আল্লাহর শুকরিয়ার সাথে।

    এটাই লাইফ। এগিয়ে চলে।

      Comments:
    • উত্তর :
      ১। ব্লক লিষ্টে ২৮০ জন। এটা ১০ বছর ধরে যতজনকে করেছি।

      ২। তারা সরবে না কারন তাদের দৃষ্টিতে তারা "দ্বিনকে রক্ষা করছে" আমার বিকৃতির হাত থেকে। এবং এটা তাদের অনলাইনে দাওয়াত বা জিহাদের একটা অংশ। এই ধরনের। সোয়াবের কারন।

    30-Oct-2018 11:43 pm

    31-Oct-2018 1:44 pm


    "অনেক আপদ। এদিকে নামাজের সময়।"

    সব প্রয়োজন আল্লাহর কাছে পেশ করবো।
    হে আল্লাহ এই এই আপদ, আপনার কাছে হাজির করলাম।
    এর পর নামাজে দাড়াবো। উনি দেখবেন, যেটা ভালো।

    "অনেক দায়িত্ব। এ দিকে মৃত্যুর ডাক।"

    সব দায়িত্ব আল্লাহর কাছে সোপার্দ করবো।
    হে আল্লাহ, আপনি তাদের দায়িত্ব নেন।
    এর পর শুধু সামনে ফোকাস।

      Comments:
    • একলা থাকার অংশ হলো ব্লক করে দেয়া। আপনি একা হয়ে যাবেন।

    31-Oct-2018 1:44 pm

    31-Oct-2018 11:34 pm


    সৌদিতে সালমানের স্কেন্ডেলের পর যেটা হয়েছে :

    - প্রথম দুই সপ্তাহ ধরে উলামারা ছিলেন সালমানের পক্ষে। ডিটেলস আসার পর উনারা কোনঠাসা হয়ে পড়েছেন।

    - উলামাদের বিরুদ্ধে ক্ষোভ বেড়েছে জনগনের। জনগন উলামাদেরও দায়ি করছে।

    - উলামারা এখন শাসকদের হক, শাসকদের সমর্থন করার হাদিসগুলো হাইলাইট করছেন। শাসকরা যেমন হোক।

    - জনগনের মাঝে যারা সালমানের পক্ষে ছিলো, তারা বিপক্ষ হয়ে যায় নি। বরং শক্তভাবে পক্ষে চলে এসেছে। যারা বিপক্ষে ছিলো তারা আরো বেশি বিপক্ষে।

      Comments:
    • "সব উলামারা না" "ভয়ে তারা কিছু বলতে পারে না" "বলতে বাধ্য হয়" এই ধরনের হাজার কথা এর সাথে এড করা যায়। কিন্তু এগুলো এমন লেভেলেের ডিটেলস-তর্ক যেগুলো এখানে কভার করা হয় নি।

    31-Oct-2018 11:34 pm