বিয়ের ক্ষেত্রে ছেলেদের জন্য দ্বিনদ্বার মেয়ে দেখে বিয়ে করা জরুরী।
এর অর্থ এই না যে মেয়ের বাপের জন্য জরুরী যে উনি সবেচেয়ে দ্বিনদ্বার পাত্রের কাছে নিজের মেয়েকে বিয়ে দেবেন।
এই দুইটা যেন গুলিয়ে না ফেলি।
মেয়ের বাপ দেখবে "কুফু"। বা সমতা। যে ছেলের কাছে বিয়ে দিচ্ছে সে অর্থনৈতিক, বংশ এর দিক থেকে মেয়ের কমপক্ষে সমান কিনা।
এই জিনিসটা অনেক ছেলেদের পছন্দ না। "আমার কাছে বিয়ে দেবে না কেন? অথচ আমি বেশি দ্বিনদ্বার! মেয়ের বাপও নিজেকে দ্বিনদ্বার দাবি করে! সে মেকি দ্বিনদ্বার।"
Well,
মেয়ের বাপে টাকাও দেখবে। এটা নিয়ম।
আপনি পাত্র হয়ে মেয়ের দ্বিনদ্বারি দেখবেন, টাকা দেখবেন না, এটা নিয়ম।
"তাহলে আমি দ্বিনদ্বার মেয়ে কোথায় পাবো?"
নিজের থেকে এক ধাপ গরিব ঘরে দ্বিনদ্বার মেয়ে খুজুন।
- Comments:
- ^ বিস্তারিত জানতে "বিয়ে কুফু" দিয়ে সার্চ দিন। মাসলা ফিকাহর বইগুলোতে আরো বিস্তারিত পাবেন। বেহেস্তি জেওর দেখতে পরেন।
- ছোটোখাটো পথ হলো নেটে সার্চ। কিওয়ার্ড দিয়ে দিয়েছি।
- ^ Fitna. Therefore there will be great variation in opinions. Nothing is conclusive. No opinion is definitive. Truth is somewhere, but not necessary where I strongly believe it is.
- ^ হানাফি/দেওবন্দি মত দেয়া হয়েছে পোষ্ট।