ভাইরে তাসাউফের উপর দুই চারটা পোষ্ট দিতে চাচ্ছিলাম। চারদিকে এতো ফতোয়া যে ত্রাহী ত্রাহী অবস্থা।
"আপনিও কেমন জানি!!! বিতর্কিত না এসব বিষয়ে পোষ্ট দিতে পারেন না?"
শুধু মাত্র কোরআন শরিফের আয়াত আরবীতে কোট করা ছাড়া আর কোনো পোষ্টই বিতর্ক ছাড়া না।
হাদিস পোষ্ট করেন -- বিতর্ক।
বুখারি শরিফ থেকে হাদিস পোষ্ট করেন -- তাও বিতর্ক।
কোরআনের বাংলা অনুবাদ পোষ্ট করেন -- বিতর্ক।
আয়াতের শুধু আরবী পোষ্ট করলেও সমস্যা আছে। কেউ আপত্তি জানাবে "স্ক্রল করার সময় আয়াতে ওজু ছাড়া আংগুল লেগে যায়। এই গুনার দ্বায়িত্ব নেবে কে?"