বিপদ নিজের উপর ডেকে আনার বিষয় না
যে "হে আল্লাহ আমাকে বিপদ দাও।"
বরং দিলে অভিযোগ না করে, অস্থির না হয়ে, ধর্য্য ধরার সময়।
দারিদ্রতা ডেকে আনার বিষয় না।
বরং দিলে ধর্য্য ধরার সময়।
অসুস্থতা ডেকে আনার বিষয় না।
বরং দিলে ধর্য্য ধরার সময়।
সব অবস্থায় আমরা আল্লাহ তায়ালার কাছে নিরাপত্তা, সুস্থতা, সহজ জীবনের দোয়া করি।
বিপদ আপদ দ্বারা আল্লাহ তায়ালা বান্দাকে এমন স্তরে পৌছে দেন,
যে স্তরে সে আমল দ্বারা পৌছতে পারতো না।