Post# 1538409916

1-Oct-2018 10:05 pm


গনতন্ত্র হালাল নাকি কুফর এটা নিয়ে কে কি বিশ্বাস করলো তাতে আমার আপত্তি নেই।


সমস্যা হয় যখন "গনতন্ত্র কুফর" ঘোষনাকে করা হয় : মাত্র প্রথম ধাপ।
এর পর বলা হয় যারাই গনতন্ত্রের সাথে আছে সবাই কাফের।
তৃতীয়ত ধাপে, এরা সবাই "কতলযোগ্য অপরাধি" - মানে তাদের হত্যা করলে পাপ নেই।
চতুর্থ ধাপে : এদের সবাইকে কতল করা ফরজ।
শেষে : যাদের ভোটার আইডি আছে তারা সবাই তাগুতের দালাল, তাদের হত্যা করা জায়েজ।


আমাদের কওমি উলামা যারা গনতন্ত্র কুফর ফতোয়া দিচ্ছেন উনারাও হয়তো জানেন না তাদের কথাগুলোকে নিয়ে কোট করে কিছু লোক এই ভাবে পঞ্চম ধাপ পর্যন্ত ফতোয়া দিচ্ছেন।


ফেসবুকে যাদের দেখি সারাদিন গনতন্ত্র কুফর নিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন রং দিয়ে স্টেটাস দিচ্ছে, আমার শুধু মনে হয় তাদের গন্তব্য উপরের পঞ্চম ধাপের দিকে। এখন বলুক বা না বলুক।

এজন্য এই ইশুতে ছাড় দেই না। একটা শক্ত পজিশন নিয়ে থাকি।
এতে তাদের দৃষ্টিতে আমরা সবাই "মুরজিয়া"।

আমার দৃষ্টিতে এটা আমার নিজে খাওয়ারিজদের পথ থেকে বেচে থাকা।

1-Oct-2018 10:05 pm

Published
1-Oct-2018