নেতা যদি খারাপ কাজ করে তবে কি করতে হবে?
১
তার বিরুদ্ধে আন্দোলন? তাকে সরাতে হবে? যে এই অবস্থায় চুপ থাকলো সেও জালেম?
নিচের হাদিসে বলা হয়েছে "তোমরা তাদেরকে তাদের হক দিয়ে দাও।
তোমার হক তুমি আল্লাহর কাছে চেয়ে নাও।"
এটা বুখারি শরিফের হাদিস।
আমি এটাই করি। এটাতেই বিশ্বাস করি।
এই রকম হাদিস শত শত আছে। কিন্তু এগুলো জনপ্রীয় হয় না। দু তিনটা হাদিস আছে যেগুলো দিয়ে ব্যখ্যা করার সুযোগ আছে যে এ অবস্থায় আন্দোলন করার অনুমতি আছে। সেগুলো জনপ্রীয় হয়। মানুষের মুখে মুখে প্রচার পায়।
২
সৌদি-সালাফি অবস্থান এটা যা আমি উপরে বললাম। সৌদি সরকারের পক্ষের আলেমগন যা প্রচার করেন।
সালাফিদের মাঝে আরেকটা ধারা আছে সালাফি-জিহাদি। তাদের মতে যুদ্ধ করা তখন সবার জন্য ফরজ।
আর ইখওয়ানিদের মতে যুদ্ধ না, বরং আন্দোলন করা সবার জন্য কর্তব্য।
৩
বস্তুত্ব এই বিষয়টা খুব সেন্সিটিভ।
এই এক মাসলার ব্যখ্যার উপর ভিত্তি করে বহু দল চলছে। যে সব দল হক নাকি বাতেল সেটা নির্ভর করে এর ব্যখ্যার উপর।
তাই দলগুলো একে আকিদার পর্যায়ে নিয়ে যায়। "যে আমার ব্যখ্যার উল্টো ব্যখ্যায় বিশ্বাস করবে সে এজেন্ট, সে ইসলামের বাইরে।"
এবং মুসলিমদের মাঝে অধিকাংশ ফিতনার আরম্ভ এই এক মাসলা থেকেই।
৪
এখন এটার গুরুত্ব আরো বাড়ছে কেন?
সৌদির বাদশাহর কথা বাদ দিলাম।
দেশের কথা বাদ দিলাম।
তবলিগের আমিরের কথা পছন্দ হচ্ছে না, কি করবেন?
হেফাজতের আমিরের কথা পছন্দ হচ্ছে না, কি করবেন?
আমার দৃষ্টিতে হকের উপর থাকার ফরমুলা এখানে।
যদিও নিজের অন্তরও এর বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহ করে।
- Comments:
- এদিকে আবার চলে আসলে খুশি হবো। কিন্তু আপনার কাষ্টমাররা সম্ভবত ঢাকার কেন্দ্রের কাছে থাকে বেশি।