Post# 1540843690

30-Oct-2018 2:08 am



ডঃ খন্দকার জাহাঙ্গির স্যারের একটা লেকচার আছে। বলছিলেন এটা একটা কমন কাহিনি যে কেউ পীরের কাছে পানি নিয়ে যায়। পীর দূর থেকে ফু দেয়। লোকেরা বলে পীর সাহেব বোধহয় আমাদের পছন্দ করেন না।

পীর বললেন "না, বরং এটা আল্লাহর কালাম। কাছ থেকে ফু দিলে তোমরা সহ্য করতে পারবে না।"।

এর পর একদিন জোরাজোরির মুখে কাছে নিয়ে ফু দেয়। কাচের গ্লাস ভেঙ্গে চৌচির হয়ে যায়।


বাংগালি এক ভদ্রলোগের সাথে দেখা। ৭০ এর দিকে উনি বাগদাদ থাকতেন। বড়পীর জীলানি সাহবের মাজারে যাতায়াত ছিলো। সেখানে এক তুরস্কের পীর বসে থাকতেন বারান্দায়। মাথায় বড় পাগড়ি পড়া। মানুষ পানি নিয়ে যেতো। পীর সাহেব দূর থেকে ফু দিতেন।

লোকেরা বলতো "আমরা বাংগালি বলে মনে হয় উনি আমাদের পছন্দ করেন না।"

পীর বললেন, "না বরং এটা আল্লাহর কালাম। কাছ থেকে ফু দিলে সহ্য করতে পারবে না।"

তারা দাবি করলো, "না এর পরও দিতে হবে।"

উনি একদিন কাছে নিয়েই ফু দিলেন, কাচের গ্লাস ভেঙ্গে চুরমার হয়ে গেলো।

উনার ফার্সট হ্যন্ড এক্সপেরিয়েন্স।


গল্পটা আমি বিশ্বাস করি। অবিশ্বাস করার মতো কিছু নেই। কিন্তু জাহাঙ্গির স্যার বলছেন এটা কমন কাহিনী। হুবহু একই কথায় অন্য জায়গায় প্রচলিত।

কি ধরবো?

30-Oct-2018 2:08 am

Published
30-Oct-2018