১
কিছু লোক এসে একজন আলেম-শায়েখকে বললেন, "হুজুর আমরা এক ফাতেমিকে ধরে হত্যা করে আগুনে পুড়াচ্ছিলাম। কিন্তু আগুনে তার শরির পুড়ছিলো না।"
বললেন, "খবর নিয়ে দেখো সে তিন বার হজ্জ করেছে কিনা।"
বললো, "হ্যা। করেছে।"
বললেন, "তিনবার যে মকবুল হজ্জ করবে আগুন তাকে স্পর্শ করবে না - এই বর্ননা আমি পেয়েছি"
২
ফাজায়েলে হজ্জে বর্নিত কাহিনী।
এতটুকু পর্যন্ত সব ঠিক আছে। আপত্তির কোনো কারন নেই।
কিন্তু ফাতেমিরা ছিলো ঐ যুগের শিয়া।
কি বুঝবো?
- Comments:
- খুজলে পাবেন। প্রথম দিকে। পৃষ্ঠার নম্বর এক ছাপার সাথে অন্য ছাপা মিলে না যেহেতু।
- //you are confusing people like Jafor Iqbal//
কনফিউশনের জন্য দুঃখিত। সিরিয়াসলি বলে থাকলে রিপিট করবেন। আমি নিজের ভুল সংশোধন করে নেবো, ইনশাল্লাহ। - এই এক কমেন্ট থেকে অনেক কিছু জানলাম। জাজাকাল্লাহ।