গ্রাম গঞ্জের তরিকতের গল্প। সব চেয়ে কনট্রোভার্সিয়াল গল্পটা প্রথমে। [আমাদের আথারি পন্থিরা দূরে থাকেন। সহ্য করতে পারবেন না।]
এটা শুনা কুমিল্লার এক তাসাউফ পন্থির কাছ থেকে।
এক পীর ছিলেন। নাম বলেছিলেন, মনে নেই। মুরিদদের নিয়ে খানকায় জিকির করতেন। হাল উঠে যেতো। কি হতো কিছু মনে থাকতো না।
খাদেম বললেন। হুজুর গতকাল আপনি জিকিরের হালে বলছিলেন "আনাল্লাহ" "আনাল্লাহ"। মানে "আমি আল্লাহ!"
পীর প্রচন্ড শকড! এটা কুফরি কথা। হাল্লাজ বলেছিলেন শুধু "আনাল হক"। কিন্তু এই কথা তো এরও একধাপ বেশি। সরাসরি কুফরি!
পীররা কিন্তু শরিয়ত মানে। বললেন, এই সময়ে অন্তরে কি আছে সেটার উপর ফায়সালা না। বরং মুখে কি বললো সেটার উপর ফায়সালা। যেরকম মনসুরের সময় হয়েছিলো। এবং এই কুফরির শাস্তি মৃত্যুদন্ড। খাদেমকে বললেন, কালকে তুমি একটা তলোয়ার নিয়ে বসে থাকবে। যদি আমি আবার এই কথা বলি তবে আমাকে কতল করে দেবে।
খাদেম তলোয়ার নিয়ে জিকিরের হালকায় বসলেন। হাল উঠলো। এবং একই কথা আজও পীরের মুখে। উনি তলোয়ার নিয়ে কতল করতে যাবেন -- দেখেন পাশের মুরিদও বলছে একই কথা। তার পাশের জনও। ঐ জায়গার সবাই একই কথা বলছে। এবং সবার চেহারাই পীরের মতো হয়ে গিয়েছে। কে আসল পীর বুঝা যাচ্ছে না। উনি কাকে কতল করবেন?
- Comments:
- It runs on battery power, not water. And it would have been more efficient if you take these water/hydrogen conversion out, and simply run it on battery.