"এমন জীবন তুমি করহে গঠন, মরনে হাসিবে তুমি কাদিবে ভুবন"
Truth be told, একজনের মৃত্যুর পর অনেকে কেদে বুক ভাসাচ্ছে।
মনে হতে পারে তার মতো জীবন গঠন করা তাবে উত্তম।
না ভুল।
উনার এনার্জি থেকে শিক্ষা নেয়া যায়।
পরিশ্রম আর লেগে থাকা থেকে।
বিশাল দেহি শক্তিশালি মানুষ, কিন্তু শক্তি দেখাতেন না।
নিজে পরিশ্রম করে কামাই করে খেতেন।
রাজনীতি করতেন না।
মানুষেরটা মেরে খেতেন না।
ছাত্রলীগ করতেন না। চেতনা ব্যবসায়ি ছিলেন না।
নাস্তিকদের পক্ষে কখনো বিবৃতি দেন নি।
দুর্ব্যবহার করতেন না। অহংকার দেখাতেন না।
কোনো কেলেংকারির খবর মিডিয়াতে আসে নি। -- এ থেকেও আমাদের শিক্ষা।
কিন্তু উনার মূল পেশাটা আমাদের জন্য অনুসরনীয় না।