কাহিনী : "এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া"
ভারতে এক সওদাগর ছিলেন। মানত করলেন নিজ হাতে বাগদাদে আব্দুল কাদের জিলানির মাজারে চাদর দেবেন।
বাগদাদে যাবার জন্য একটা কাফেলা ঠিক করলেন।
রাতে স্বপ্নে দেখেন এক বুজুর্গ এসে উনাকে বলছেন : রাস্তায় অনেক বিপদ। তুমি বরং দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে চাদর দাও।"
সওদাগর বললেন, "কিন্তু আমি মানত করেছি বাগদাদে জিলানির মাজারে দেবো।"
বুজুর্গ রেগে তাকে ধমক দিয়ে বললেন, "বাগদাদে আমি ছিলাম মাহবুবে সোবহানি! এখন দিল্লিতে মাহবুবে এলাহি!!"
এই শুনে সওদাগর ভয়ে কেপে উঠেন। ফজরের আজানের সাথে সাথেই উঠে নিজামুদ্দিনের মাজারে গিয়ে নিজ হাতে চাদর বিছিয়ে দেন।
এতটুকু বুঝেছি। শেষে বাকিটা "ইশারাতে বুঝে নেবার" কথা আছে।
- Comments:
- প্রয়োজন ছাড়া এগুলো জানার কোনো দরকার নেই। আমিও জানি না।