Post# 1540919221

30-Oct-2018 11:07 pm



"তর্ক করছি না। কিন্তু ডিসকাশনে সমস্যা কোথায়?"

প্রথম কথা হলো ডিসকাশন করার মতো মেচুউরিটি ইয়ং বাংগালিদের নেই। উত্তেজিত হয়ে যায়। এটা আমার এক্সপেরিয়েন্স।

দ্বিতীয়তঃ তবলিগের আইডিগুলো দেখেন। সবগুলোতে দুপক্ষের গালাগালি চলছে। আপনি এখানে কমেন্ট করেছেন টের পেলে, সব তর্গবাগিশরা এখানে ছুটে আসবে, "সবাই আয় -- আরেক আইডিতে তর্ক চলতাছে!!!"

তৃতীয়তঃ কারো পক্ষে লিখলেও আমি কারো অত পক্ষে না। বিপক্ষে লিখলেও কারো অত বেশি বিপক্ষে না। কিন্তু আপনার কমেন্ট হবে এক্সট্রিম। আমাকে সমর্থন করেই বলেন বা বিরোধিতা।

চতুর্থতঃ ব্যস্ত থাকি। কমেন্টের জবাব দেবার সময় নেই।


"তবে কি করতে হবে?"

প্রথম কথা হলোঃ আমাকে উপদেশ দিয়ে লাভ নেই। আপনাকে আমি গুরু না মানলে, বা আপনাকে আমার আমীর না মানলে, আপনার উপদেশ আমি গ্রহন করবো না।

দ্বিতীয়তঃ আপানর দল-মতের পক্ষে এখানে প্রোপাগান্ডা-ডিফেন্ড করা অর্থহীন। আপনার কথা আমি আপনার আইডিতে আগে পড়েছি। এবং এর পর এই স্বিদ্ধান্তে উপনিত হয়েছি যেটা লিখেছি।

তৃতীয়তঃ "এই সব বলবেন না" "এই পোষ্ট মুছে দিন" টাইপের কমেন্ট করলে আমি স্টেটাস মুছবো না। কিন্তু আপনাকে ব্লক করে দেবো যেহেতু সমস্যাটা আপনার।

30-Oct-2018 11:07 pm

Published
30-Oct-2018