মনে করি একটা দল তৈরি হলো ভালো কোনো কাজ করার জন্য।
দলের কর্মিরা বহু নেতার মাঝে ঐ নেতাকে বেশি পছন্দ করবে যে নেতা দলের কাজটার সোয়াব ও গুরুত্ব অন্যান্য নেতাদের থেকে অনেক বড় করে বলবে।
কাজটা ভালো। কিন্তু নেতাদের মাঝে কম্পিটিশন পড়ে যাবে কাজটার সোয়াব অন্যদের থেকে আরো বাড়িয়ে বলার জন্য।
এক সময় এক নেতা এত বাড়িয়ে বলবেন যে সব কথা দলিলে নেই।
এই অবস্থায় উলামারা এর বিরোধিতা করবেন।
কর্মিরা নেতার ভক্ত থাকবেন।