জীবনে একটা ফোড়া সব সময় থাকে। এটা নিয়েই চলতে হয়। এটা নিয়েই বাচতে হয়।
"ইশ এটা যদি না হতো! তবে কত ভালো হতো!!!"
কিন্তু আল্লাহ তায়ালা তখন অন্য কিছু একটা কষ্ট দিয়ে দিতেন। যেটা হয়তো আরো খারাপ।
এজন্য mute থাকতে হয়। কষ্টগুলোর পেছনে পরিশ্রম করবো। কোন অসন্তুষ্টি বা আভিযোগ ছাড়া।
ভালো গুলোর জন্য আনন্দিত হবো, আল্লাহর শুকরিয়ার সাথে।
এটাই লাইফ। এগিয়ে চলে।
- Comments:
- উত্তর :
১। ব্লক লিষ্টে ২৮০ জন। এটা ১০ বছর ধরে যতজনকে করেছি।২। তারা সরবে না কারন তাদের দৃষ্টিতে তারা "দ্বিনকে রক্ষা করছে" আমার বিকৃতির হাত থেকে। এবং এটা তাদের অনলাইনে দাওয়াত বা জিহাদের একটা অংশ। এই ধরনের। সোয়াবের কারন।