Post# 1540659773

27-Oct-2018 11:02 pm


ছাত্র অবস্থায় গ্রাম গঞ্জে অনেক ঘুরা হয়েছে। তাই তরিকতের লাইনে অনেক গল্প, কাহিনি, গান শুনা হয়েছে।


তোফাজ্জল হোসেন ভৈরবী নামে একজন আছে ইউটুবে। কিচ্ছা বলার জন্য সমালোচিত। কিন্তু ইন্টারেস্টিংলি উনার বলা কাহিনীগুলোর কোনোটা আমার কাছে নতুন না। বহু বছর আগে থেকে শোনা। গ্রামে গঞ্জে।

সে কারনে উনার সমালোচনা আমার কছে কিছুটা অপাত্রে মনে হয়। যেহেতু এগুলো উনার নিজের বানানো না।


এসব কাহিনীর ব্যপারে আমার মত কি?

- এর কিছু আমি বিশ্বাস করি। বিশেষ করে যেগুলো বিভিন্ন কিতাবে আছে।

- কিছু বানোয়াট গল্প হিসাবে দেখি।

- কিছু শিক্ষামূলক গল্প হিসাবে দেখি। যেগুলো সত্য নাকি মিথ্যা সেটা প্রাসংগিক না।

তবে যেটা করি না, সেটা হলো এগুলোর সুক্ষ্ম বিশ্লেষন করে এর উপর আকিদা গত কোনো কংক্লুশন টানা। শ্রেফ কাহিনী হিসাবে দেখি।


কিন্তু আকিদার ব্যপারে আমি আর দশজন থকে অনেক বেশি রিলাক্সড। তাই আকিদার প্রশ্নে আমার মত আলেমদের মত না।

সে কারনে এই সকল বিষয়ে যে যার মাজহাব, মানহাজের শায়েখদের অনুসরন করলে ভালো। আমার থেকে না শিখে।

বলছি কারন, এর পর এধরনের কিছু গল্প পোষ্ট করবো ইনশাল্লাহ।

    Comments:
  • ^ প্রসংগ এত বেশি যে কোনটা ছেড়ে কোনটা নিয়ে লিখবো কনফিউজড হয়ে যাই।
    কিছু মিস করে থাকলে জানাবেন :-)

27-Oct-2018 11:02 pm

Published
27-Oct-2018