১
ইংরেজ সেনাপতি ক্লাইভ। পলাশী প্রান্তরে। নবাব সিরাজের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে।
নৌবহর নিয়ে ভাগীরথীর উপর। পলতা নামক জায়গায় পৌচ্ছলো। সেখানে বিখ্যাত অলি শাহ্ যোবায়েরের (রহ.)। উনার কাছে গিয়ে বললেন, "হুজুর দোয়া করে দেন বিজয়ের জন্য।"
শাহ্ সাহেবও তাঁর জন্য দোয়া করলেন। উপস্থিত মুসলমানরা হায় হায় করে উঠলো, "হুজুর দোয়া কেন করলেন?"।
শাহ সাহেব বললেন, "দোয়া না করে কী করব? দেখলাম, খিজির (আ.) ক্লাইভের নৌবহরের আগে আগে পতাকা ধারণ করে যাচ্ছেন।"
২
উপরের কাহিনিটা কপি পেষ্ট। প্রথম পড়েছিলাম ক্লাস ভাইভে থাকতে। লোকের নাম জায়গার নাম এগুলো কিছুই মনে ছিলো না। গুগুল সার্চ দিয়ে বের করলাম কাহিনীটা।
এটার পক্ষে-বিপক্ষে বহু আলোচনা-সমালোচনা আছে-শুনেছি-চলছে।