[নিচের পোষ্টটা তবলিগওয়ালাদের জন্য না। তবলিগের বিপক্ষে যারা তাদের জন্যও না। এই দুই গ্রুপ স্কিপ করে যান]
১
কাকরাইলের হাফেজ জুবায়ের সাহেবের তিনটা নসিহা পড়ছিলাম কোথাও। বর্তমান সময়ের জন্য। বললেন দোয়া করো, আর বেশি বেশি করে ওজাহাতি জোড় করো।
উনি দাওয়াহর কথা বলেন নি? well, ঐ লিষ্টে নেই।
আজকে মসিউল্লাহ ভাইয়ের স্টেটাস : "নিকট অতীতে এতো ভয়াবহ ফেতনা আর দেখা যায় নি। লক্ষ লক্ষ মানুষের আক্বিদা ও মানহাজের প্রশ্ন। অতীতে ফেতনা এসেছে, কিন্তু ঈমান ও আক্বিদার হুমকি এভাবে আর হয় নি।"
২
কি বুঝলাম?
এতায়েতিরাই এখন শুধু তবলিগ করছে। শুরা পন্থিরা বিশ্বাস করছে তবলিগের মূলধারা এখন বিপথগামি হয়ে গিয়েছে। তবলিগ করা থেকে বরং মানুষকে একটা আসন্ন ফিতনা থেকে বাচানো বেশি জরুরি।
[নিজের পজিশন আবার ক্লিয়ার করে নিচ্ছি। আমি শুরা পন্থিদের পক্ষে। কিন্তু নিজের বিশ্বাসের পক্ষে সাফাই গাওয়ার জন্য এই পোষ্ট না।]
৩
তাই প্রথম দল এতায়েতি।
তারা কোন ঠাসা। তবলিগের অধিকাংশ সাথি এরা, যার মাঝে পুরানো সাথিরা প্রায় সবাই। এরা না ইজতেমা করতে পারছে, না আমল। সরকারি বাধার মুখে।
দ্বিতীয় দল শুরা।
এরা তবলিগ করছে না। বরং এখন এর ক্ষতি থেকে সবাইকে বাচানোর জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছে।
৪
অর্থাৎ দেশে এখন তবলিগ বন্ধ। মোমেন্টাম দিয়ে যতদিন চলে। রুট লেভেলে ইফেক্ট কিছু দিন পরে দেখা যাবে।
Me feels.
- Comments:
- ^ শুধু ভার্সিটি না। সারা দেশেই চলছে।