১
প্রতিদিন কোনো পীর, শায়েখ, মজমা, ওয়াজ, জলসা, বয়ান, লেকচারে বসতে পারি। কিন্তু কিছু দিন পরেই দেখবো সবই আগের শুনা নতুন কিছু নেই। ইসলামে কথা খুব বেশি নেই। নতুন কিছু আবিষ্কারের উপায় নেই।
২
যেমন : রমজানের ফজিলত কি?
কোরআনে যা আছে সেটা বহুবার শোনা। হাদিসে যা আছে সেগুলো প্রতিবছর বলা হচ্ছে। ধরি সামনে রমজান আসছে। ৩০ মিনিটের একটা লেকচার-খুতবা-বয়ান ফিল আপ করার উপায় কি?
ওয়াজিররা এর পর ফোকাস দেয় কিচ্ছা কাহিনীতে। ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ননা। শিক্ষামূলক ঘটনা। ১০ মিনিটের কথার লম্বা লম্বা ব্যখ্যা টেনে ঘন্টা করা।
৩
নিয়ম হলো নতুন কিছু না বানিয়ে, পুরানো কথা গুলোকে পূনরাবৃত্তি করা। স্বরন করিয়ে দেয়ার জন্য।
এজন্য কথা খুব বেশি বলা নিষেধ আছে। বয়ান প্রতিদিন করাও নিরুৎসাহিত করা হয়েছে।
অতিরিক্তি কথার প্রয়োজন মানুষকে নতুন কথা আবিষ্করের দিকে নিয়ে যায়।
৪
তাই কথা খুব বেশি শুনার দরকার নেই। অধিকাংশ সময় দিতে হয় আমলে।
আমলও খুব কম। কিন্তু রেগুলার। রিপিটেটিভ।
এখানেও নতুন নতুন কিছু আনার প্রয়োজন নেই।
- Comments:
- ওয়াজির সম্ভবতঃ উর্দুতে বা প্রচলিত বাংলায়।