Post# 1540733744

28-Oct-2018 7:35 pm


এত বাধার মুখে ইজতেমা না করে মসজিদে কাজ চালিয়ে গেলে ভালো হতো। কারন ইজতেমাটা উদ্দেশ্যে না। দাওয়াহ উদ্দেশ্য।

"কিন্তু ইজতেমা দ্বারাই দাওয়ার মাকসাদ পূর্ন হয়।"

এজন্য দেখছিলাম

  • নতুন সাথিরা এসেছে কিনা।
  • এমন কিছু বলা হয়েছে কিনা যেটা মসজিদে মসজিদে বলা যেতো না।
  • যথেষ্ট সময় ধরে হয়েছে কিনা যে সাথিরা কয়েকদিন থেকে না শুনলে এত কথা বলা যেতো না।

    এগুলো না হলে, দাওয়াহর সাহায্য বেশি হয় নি।

    "কিন্তু নিজেদের সাথিদের মোটিভেশনের জন্য ইজতেমার দরকার ছিলো।"

    এটা bad sign.
    বুঝায় ফোকাসটা চলে যাচ্ছে দ্বন্ধে বিজয়ের দিকে।
    পরিশ্রমগুলো যাচ্ছে ফিতনা সংক্রান্ত ইশুগুলো কাউন্টার করার দিকে।

    28-Oct-2018 7:35 pm

  • Published
    28-Oct-2018