সৌদিতে এক ডিসিডেন্ট ছিলো। সরকার সমালোচক।
প্রথমে সে সরকারি পদে ছিলো। তাকে সাবধান করার পরে, সে চাকরি ছেড়ে পলিয়ে যায় বিদেশে। সেখানে সালমান বিরোধি বেশ কড়া কথা বলে।
এক সময় সে আসে তুরস্কে। তুরস্কের সৌদি দূতাবাসে যায় কাগজ পত্রের কাজের জন্য। বৌ দাড়িয়ে থাকে বাইরে। ঐ লোক আর ফিরে আসে না।
এটা নিয়ে গন্ডোগোল। দাবি : সৌদি দূতাবাসের লোকেরা তাকে হত্যা করে সেখানে ফেলে রেখেছে। তুরস্ক বলছে সে সৌদি দূতাবাস রেইড করবে।
তুরস্ক-সৌদি সম্পর্কের আরো অবনতি।
- Comments:
- বৌকেই প্রেমিকা বলা যায়, যদি ঝগড়া না থাকে। :-)