জান্নাতে যাবার পর সবাই তার নিজ নিজ বাড়ি চিনতে পারবে। এত আপন করে যেমন কিনা দুনিয়াতে নিজের বাড়ি চিনে। যদিও এই প্রথম দেখছে।
জান্নাতে ঢুকার দরজায় প্রচন্ড ভীড় হবে, চাপা চাপি। ঢুকার পরে একটু স্বস্তি পেয়ে মানুষ বলবে, হুপস! আমার কাধ যেন ছিড়ে যাচ্ছিলো।
"কিন্তু কি আমল নিয়ে যাচ্ছি? এটাই শংকা"
স্বস্তি হলো যা হওয়ার না, সেটা কখনোই হতো না।
যা হয়েছে সেটা না হয়ে যেতো না।
পূর্ন তৈরি মানুষ কখনোই হয় না।
যতটুকু তৈরি আছে অতটুকু নিয়েই রওনা দিতে হয়।
স্বস্তি, উনি দয়ালু, মাফ করেন।