Post# 1539376283

13-Oct-2018 2:31 am


তিউনিশিয়ান।

এই আরবীটা বুঝা যায় যদিও এটা নর্থ আফ্রিকায়।
কেবল মাত্র ইজিপশিয়ান আরবির কিছুই বুঝা যায় না।

তাই মিশরের আরবী একরকম, বাকি দুনিয়ার আরবী ভিন্ন রকম।

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
    Comments:
  • এক সন্তান থাকলে এরকম হয়। ৫-৭ সন্তান থাকলে হিসাব ভিন্ন। বাপ যদি চায় ছেলে বিদেশে গিয়ে কামাই করুক তবে ভিন্ন। বাপ-মাকে সংগে নিয়ে একেবারে চলে গেলে ভিন্ন। এরকম অনেক সিচুয়েশন প্রত্যেকের জন্য। পরিবারের মাঝে পার্থক্য বিশাল বলে।

13-Oct-2018 2:31 am

Published
13-Oct-2018