Post# 1540623082

27-Oct-2018 12:51 pm


"H2O কি?"

প্রথমতঃ আপনি সাইন্সে পড়েছেন বলে দেশের সবাইকে সাইন্সের স্টুদেন্ট মনে করবেন না। দেশের ৯০% কমার্সে পড়ে। এরা H2O এর অর্থ জীবনে শুনে নি।

দ্বিতীয়তঃ এটা কোনো জেনারেল নলেজ না। যে না পড়লেও সবাইকে জানতে হবে। বা প্রতিদিন এই জ্ঞান কোনো কাজে লাগবে।

তৃতীয়তঃ কনটেক্সট বলে একটা জিনিস আছে।
MSC মানে কি বলতে পারবেন?
খেলার মাঠে এর অর্থ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
ভার্সিটিতে মাসটার্স ইন সাইন্স।
কোনো প্রতিযোগিতায় অর্থ জানতে চাইলে কি বলতে হবে?
কনটেক্সট বা এর ফিল্ডটা না বলে দিলে কোনো ভাবেই উত্তর দিতে পারবে না।

চতুর্থতঃ কনটেক্সট যদি না বলে দেয় তবে যে কোনো ব্যখ্যাই ঠিক। H2O নামে ধানমন্ডিতে একটা রেস্টুরেন্ট আছে। গুগুল ম্যাপ সাক্ষি।

    Comments:
  • //সারকাজম।
  • //সারকাজম।
  • ^ বা এসিডিক এসিডের সংকেতও বলতে পারবে না।

27-Oct-2018 12:51 pm

Published
27-Oct-2018