১
"পায়ে ফোড়া। যদি ঔষধ না খাই?"
বাড়তে থাকবে।
"এর পর? মরে যাবো? সারা জীবন ফোড়াটা থাকবে?"
আরে না। ১০০ বছর আগে এই সব ঔষধ ছিলো না, ফোড়া হলে তখনো কেউ মরতো না।
বরং ফোড়া বাড়বে। এর পর নিজে নিজে সেরে যাবে।
"এর পর?"
শরিরে ইমিউনিটি গ্রো করবে। এই ফোড়ার বিরুদ্ধে রোগপ্রতিরোধক ক্ষমতা। এই ধরনের ফোড়া আর হবে না।
২
একটা বিজনেস আইডিয়া করা যায় না?
আমি ফোড়ার ঔষধ বিক্রি করবো। "এটা খেলে আপনার ফোড়া প্রথমে বাড়বে, এর পর একেবারে সেরে যাবে।"
"ঔষধে কি থাকবে?"
পানি। শুধু টেপের পানি।
"মানুষ কিনবে?"
কিছু মার্কেটিং স্পিচ যোগ করতে হবে। "আপনি বাজার থেকে মলম কিনে লাগাবেন। চামড়ার উপর থেকে রোগ সারবে। আমার ঔষধ খাবেন, ভেতর থেকে রোগ বের করে এনে একেবারে সারিয়ে দেবে।"
৩
এর পর হোমিউপেথিক ডাক্তারের কাছে গেলাম।