Facebook Posts - June 2018

1-Jun-2018 7:40 pm


"আশা করি বিপ্লবে শত ভাগ সফল হবো। সবার প্রতি শুভকামনা" এই ধরনের কথা মুসলিমরা বলে না। তারা "আশা করি" এর বদলে বলে ইনশাল্লাহ। "শুভকামনা" এর বদলে আল্লাহর কাছে হিফাজত চায়, দোয়া করে।

আমার প্রাথমিক মত হলো এগুলো এডিট করা। এবং চরমোনাইয়ের পক্ষে কেউ করেছে। বা দুই পক্ষের মাঝে ফাটল ধরাতে চাচ্ছে এমন কোনো তৃতীয় পক্ষ। But time will say.

এখন এমন একটা সময়, যে কে বিশ্বসস্ত আর কে অবিশ্বস্ত -- সেটাও আমি গুলিয়ে ফেলছি।

আল্লাহ তায়ালা আমাদের যেন এই ফিতনার জামানা নিরাপদে পার করেন।

    Comments:
  • Enjoying. Waiting for the next step... সবই এডিট including the following one। আমরা এর ফাদে পড়ছি, এটা হলো খবর।

    - চরমোনাই vs দেওবন্দি আলেম।

1-Jun-2018 7:40 pm

1-Jun-2018 10:33 pm



ফেসবুকের যে সার্কেলগুলো আমি এখন ফলো করছি তাদের মাঝে নতুন ট্রেন্ড : চ্যলেঞ্জ ছুড়া -- "আপনি যদি আপনার বাপের সন্তান হন, তবে <এই চ্যালেঞ্জের জবাব দেবেন বা এই কাজটা করবেন>"

এর পর যদি ঐ কাজ না করে বা চ্যলেঞ্জের জবাব না দেয় -- তবে সে তার বাপের সন্তান না।

এটা কে চালু করেছে জানি না, তবে এখন তীব্র বেগে চলছে দেখতে পারলাম।


Question: আমি যদি এখন একজনকে চ্যলেঞ্জ ছুড়ি "আপনি যদি আপনার বাপের সন্তান হয়ে থাকেন তবে <খারাপ কোনো কাজ> করে দেখাবেন"। যেমন "টয়লেটে গিয়ে হাগু খাবেন।"

তখন ঐ ভদ্রলোক কি করবে? এক দিকে না করলে "উনি উনার বাপের সন্তান না"। আবার করলে পুরাই বেক্কল। একেবারে শখের করাত, catch 22.


খারাপ লোকদের সাথে থাকতে থাকতে আমিও কেমন খারাপ হয়ে যাচ্ছি।
Note to self : watch who you befriend :-P

1-Jun-2018 10:33 pm

2-Jun-2018 10:30 am


এক পৃষ্ঠায় তিনটা দোয়া, এবং প্রতিটা দোয়ার পরই আল্লাহ তায়ালা বলছেন "আমি তার জবাব দিয়েছি।"

2-Jun-2018 10:30 am

2-Jun-2018 11:53 pm


I remember this signing ceremony from the 80s. Even though there was no internet. But this was such a great event, a sudden end to the cold war. No more confrontation, no more fight. Suddenly the world seemed to get upside down.

This picture of Gorbachev and Reagan was published in every newspapers at that time.

Now everything that has been dug underground is coming back up.

This post had an attachment, which is now missing

2-Jun-2018 11:53 pm

3-Jun-2018 6:18 pm


Fake it till you get it বলে একটা কথা আছে ইংরেজিতে। যাই হোক, অন্যের মুখোশ উন্মোচন করার সমস্যা হলো জনগন কিছু পরে যখন আমার মুখোশ উন্মোচন করতে আসবে তখন "কাইন্দা দিবো"।

এর পরও শেয়ার করলাম "পহেলা বৈশাখের উৎসব রাসুলুল্লাহ সা: এর সাথে লিংকড" আর্টিক্যলের রিফিউটেশন হিসাবে।

Technically যখনই দেখি net mob কারো মুখোশ উন্মোচন করছে তখন আমি mob এর সাথে join না করে বরং victim এর পক্ষে চলে আসি। যে কারনে আসিফ সিবগাত ভাইয়ের পক্ষে ছিলাম বহু দিন।

এর পর একটা টার্নিয় পয়েন্ট আসে। যখন এত কংক্লুসিভলি কিছু প্রমানিত হয়ে যায়, যে এর পর আর পক্ষে কিছু বলার থাকে না।

উসামা ইসলামের জন্য সেই টার্নিং পয়েন্ট ছিলো যখন দেখলাম উনি তারেক জামিল সাহেবের জীবনের একটা ঘটনা নিজের জীবনে ঘটেছে বলে চালিয়ে দিচ্ছেন তখন।।

আল্লাহ তায়ালা আমাকে ক্ষমা করুন।

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

3-Jun-2018 6:18 pm

3-Jun-2018 6:25 pm


ইদানিং প্রচুর "মুফতি" টাইটেল নেয়া মানুষের দেখা মিলছে মিডিয়ায়, দৈন্দিন জীবনে যারা সাধারন মাসলা গুলো পর্যন্ত জানে না, আরবী একটা লাইনও বুঝে না, এবং ব্যক্তি জীবনে অসৎ।

আমাদের আহসান হাবিব পিয়ার ভাইও নিজে ইউটুবে উনার শেষ ভিডিওগুলোকে "মুফতি আহসান হাবিব" নাম দিয়ে আপলোড করছিলো।

এর পর খবর নিলে বের হয় এরা "ঐ মাদ্রাসা থেকে বহিস্কৃত" "দাউরা পাশ করতে পারে নি" বা ইফতার ধারের কাছেও যায় নি।

মুফতি টাইটেল নিয়ে মশহুর যে লোক আপনার আশে পাশে ঘুরছে সে আসলেই মুফতি কিনা ঠিক মত না জানলে আপনি ঠকবেন। দুনিয়াতেও তার কাছে ঠকবেন কারন সে আসৎ, আখিরাতেও ঠকবেন।

সাধু সাবধান।

3-Jun-2018 6:25 pm

3-Jun-2018 11:15 pm


একটা সিসটেম করতে হবে বাসায় যেন কেউ কল ছেড়ে রাখলেও পানি সারাদিন ধরে পড়তে না থাকে। দুই বালতি পানি পড়ার পর তৃতীয় বালতির সময় পানি অটোমেটিক বন্ধ হয় যায়। কি ভাবে করবো?

পানির পাইপের প্রতিটা লাইনে একটা water flow sensor লাগাতে হবে। Sensor এর আউটপুট একটা arduino এর সাথে লাগাতে হবে। এর পর arduino হিসাব রাখবে প্রতি পাইপে ফ্লো কতো। যখন দেখবে পানির ফ্রো কোনো পাইপে অনেকক্ষন ধরে বেশি তখন ঐ পাইপটা বন্ধ করে দেবে।

"বন্ধ করবে কি করে?"

এর জন্য প্রতিটা পাইপে সেন্সরের সাথে সাথে একটা solenoid valve লাগাতে পারবে। NO-Solenoid valve সাধারন ভাবে পানি প্রবাহের জন্য খোলা থাকে। 12V কারেন্ট দিলে ভালভটা বন্ধ হয়ে যায়। যতক্ষন কারেন্ট থাকে ততক্ষন।

যারা জিজ্ঞাসা করছেন "এতগুলো water flow meter দিয়ে কি করবেন?" তার জবাব।

এর জন্য প্রথম ধাপে aliexpress থেকে water flow meter গুলো অর্ডার দিয়েছি। লাগবে ৩২টা। অর্ডার দিয়েছি ৮টা। প্রতিটা ২০০ টাকা করে। এই ব্যচ যদি আসে এর পর বাকিগুলো অর্ডার দেবার প্লেন। Lets see what happens.

FAQ : "এত কমপ্লেক্সলি করার দরকার কি? <এভাবে> করলেই তো হতো।"

আগে দেখেন আপনার plan দিয়ে system টা automate করা যাবে কিনা। এরপর দেখেন খরচ এর থেকে কম হবে কিনা।

"এই সব না করলেই তো হয়। সাবধানে পানি খরচ করবেন।"

পানি খরচ ভাড়াটিয়ারা করে। আমি করি না যেহেতু। তাই এই সব করলেও আমার ক্ষতি নেই।

"কারেন্টের শক খেয়ে যদি ভাড়াটিয়া মারা যায় তবে এর দায়িত্ব নেবে কে?"

পাইপগুলো প্লাসটিকের। সিসটেমটা চলবে ব্যটারির কারেন্টে 5 থেকে 12V DC তে.

"তার পরও ভাই, এগুলো শুনতেই আমার কেমন যেন লাগছে। পরে যদি কিছু হয় তবে আমি কিন্তু বলবো -- আমি আগেই কইছিলাম..."

আচ্ছা।

#HabibAutomation

    Comments:
  • 12V হলো ব্যটারির কারেন্ট।
  • ^ Current হলো একটা umbrella term যেটা volt, electricity, watt, ampere সব কিছু বুঝাতে ব্যবহৃত হয়, context অনুযায়ি।
    "এই মাসে বেশি কারেন্ট খরচ হয়েছে" : wattage.
    "কারেন্টের তার" : electricity
    "এই তারে কারেন্ট বেশি" : voltage.

3-Jun-2018 11:15 pm

4-Jun-2018 4:12 pm


সালাফি আলেমদের মত তো অনেক দিন ধরে শুনলাম। এবার মনসুর হাল্লাজের ব্যপারে হানাফি/দেওবন্দি উলামাদের মত :

ব্যসিক্যলি : সালাফিদের মতে কাফের। হানাফিদের মতে ওলি।

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

4-Jun-2018 4:12 pm

5-Jun-2018 12:36 am


স্টোরে দুইটা raspberry pi পড়ে ছিলো। বের করলাম। OS install করার পর এখন দুটোই চলছে ধুমারসে। অথচ আমার ধারনা ছিলো এগুলো নষ্ট।

এরপর water flow meter তৈরি করা যায় কিনা দেখছি। চাইনিজ মালপত্র এখনো আসে নি। ৪০ দিন লাগবে বলছে।

    Comments:
  • Apparently works. Success.

5-Jun-2018 12:36 am

5-Jun-2018 11:59 am


"বুম...."

এই শায়েখ : রেখে ঢেকে কথা বলছেন না। অপর পক্ষকে খুশি রাখার চেষ্টা করছেন না। বা নিজে তাকফিরের ভয় করছেন না।

অথচ এর আগে ইউটউবে এক পুরানো হানাফি আলেমের হাল্লাজের পক্ষের একটা কথা প্রকাশ হবার পরে সালাফিরা যখন চেপে ধরে -- উনি সংগে সংগে বেক গিয়ার করেন "এগুলো আমার নিজের কথা ছিলো না, ওমুক আলেমের উক্তি আমি রিপিট করেছিলাম।"

কে যায় মনসুর হাল্লাজের জন্য নিজে তাকফির খেতে?

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

5-Jun-2018 11:59 am

5-Jun-2018 12:32 pm


News : Microsoft acquires GitHub for $7.5B. Payment in MS stock.

5-Jun-2018 12:32 pm

6-Jun-2018 6:40 pm


মেইন রোডের উপর সকল মসজিদে খুব ছোট জায়গা নিয়ে হলেও মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা করা জরুরী :

"স্বামী মসজিদে গিয়ে নামাজ পড়েন আর স্ত্রী বাহিরে ঠায় দাঁড়িয়ে থাকেন এমন করুণ দৃশ্য আজ শহরগুলোতে সাধারণ। সন্দেহ নাই, মেয়েদের জন্য বাসায় সালাত উত্তম। সুতরাং শহরের পাবলিক প্লেসে অবস্থিত সকল মসজিদে মেয়েদের নামাজের ব্যবস্থা থাকা উচিত।"

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

6-Jun-2018 6:40 pm

6-Jun-2018 10:27 pm


Time partners with Intel. And flies 1000 drone in formation. To create their logo in mid air shown bellow. And used it in their cover page titled "the drone age".

Before the Internet, Time and Newsweek were the sources that we used to read for international news and science-tech coverage. That was till mid 90s.

Things started to go downwards for the magazines since then.

6-Jun-2018 10:27 pm

7-Jun-2018 6:23 am



ক্ষমতা অনেকটা নেশার মত। এরও withdrawal syndrome আছে। এরশাদ কাকু নাকি বার বার বলেন "আর একবার, আর একবার যদি মিস্টার প্রেসিডেন্ট ডাকটা শুনতে পেতাম! একটা দিনের জন্য হলেও যদি আমাকে প্রসিডেন্ট করা হতো।"


শাহবাগের সেই যৌলুস নেই। কিন্তু অস্থির মন পড়ে থাকে শাহবাগে। "আর একবার, আর একবার যদি সেই মঞ্চ চালু করা যেতো।"


চেতনা এখন আর খাড়ায় না। নতুন ইশুও পাওয়া যাচ্ছে না।

7-Jun-2018 6:23 am

7-Jun-2018 11:02 pm



আগেরকার দিনের সুফিরা পাট-চটের কাপড় পড়তো। কারন সবচেয়ে সস্তা এবং পড়লে সবচেয়ে কষ্ট লাগে বলে। "জুহুদ"। দুনিয়াতে কষ্ট করা, যেন আখিরাতে ভালো থাকে।

আর বড় লোকেরা পড়তো সিল্ক। সবচেয়ে পাতলা, সবচেয়ে আরামের। এবং সবচেয়ে দামি। একারনে পুরুষদের জন্য সিল্ক পড়া নিষেধ, ইসলামে।


যুগ বদলিয়েছে। এখন ঈদে "পাটের" পাঞ্জাবি কিনবেন? ৮ - ১৮ হাজারের ধাক্কা। শুধু গুলশান বনানি ধানমন্ডিতে পাওয়া যাবে। ঐখানকার বড়লোকরা কিনে।

আর দেশের বাড়ি থেকে গরিব যারা জাকাত-ফিতরার জন্য আসে। এরা পড়ে "সিল্কের" পাঞ্জাবি। দাম সবচেয়ে কম বলে, ৩০০-৪০০ টাকায় পাওয়া যায়। রেশমের সিল্ক না। কিন্তু নামে সিল্ক, দেখতে সিল্ক, পাতলায় সিল্ক, ঝলমলে সিল্কের মত।


"ছিলো আমার জরির জামা, কত ঝলমইল্যা!
মাওলা তুমি কাইরা নিয়া ছালা পিন্দাইলা।"

Not sure, সে কি বড়লোক হলো।
নাকি "জুহুদের" লাইনে আগে বাড়লো।

    Comments:
  • ^ ছোট বেলায় শুনা কোনো ফিল্মের গান। কবিতা না।

7-Jun-2018 11:02 pm

8-Jun-2018 2:33 pm


ROFL. pseudo-salafi, pseudo-dewbondi, pseudo-jihadi.

আমার ধারনা ছিলো এতদিন শুধু আমি নোটিস করতাম। এখন দেখি আরো কিছু আবেদ-আবদালের চোখে এই সব পড়ছে।

Anyway এখন সব ব্লক করে আমি জঙ্গলবাসি। pseudo-X দের আমার পেছনে লাগার কোনো কারন নেই। :-)

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

8-Jun-2018 2:33 pm

8-Jun-2018 2:53 pm



সব সাইডে একটা ব্যলেন্স করে চলতে পারলে আমি দেখেছি সবচেয়ে শান্তিতে চলতে পারি। একটা দলের দিকে বেশি ঝুকে পড়লে সমস্যা। কারন দল কোনোটাই খুব বেশি দিন থাকে না।


আশারি-আথারি তর্কে এক পক্ষের কথা বেশি শুনে ফেলেছি। এখন কোনো এক দিকে "সাবসক্রাইবড" না হয়ে যাবার জন্য অন্য দিকের কিছু তথ্য স্বরনে আনতে ইচ্ছে করছে। Just to balance myself.


শুধু fact দেবো ইনশাল্লাহ। পর্যালোচনা ছাড়া।

8-Jun-2018 2:53 pm

8-Jun-2018 4:56 pm


প্রতিটা ভালোর জন্য ক্রেডিট আল্লাহর।
মন্দের ডিসক্রেডিট আমার।।

___ paste.
আবূ যর আল-গিফারী রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর বরকতময় ও সুমহান রবের নিকট হতে বর্ণনা করেন যে, আল্লাহ্ বলেছেন:

"হে আমার বান্দাগণ! আমি যুলুমকে আমার জন্য হারাম করে দিয়েছি, আর তা তোমাদের মধ্যেও হারাম করে দিয়েছি; অতএব তোমরা একে অপরের উপর যুলুম করো না।
হে আমার বান্দাগণ! আমি যাকে হেদায়াত দিয়েছি সে ছাড়া তোমরা সকলেই পথভ্রষ্ট। সুতরাং আমার কাছে হেদায়াত চাও, আমি তোমাদের হেদায়াত দান করব।

হে আমার বান্দাগণ! আমি যাকে অন্ন দান করেছি, সে ছাড়া তোমরা সকলেই ক্ষুধার্ত। সুতরাং তোমরা আমার নিকট খাদ্য চাও, আমি তোমাদের খাদ্য দান করব।
হে আমার বান্দাগণ! তোমরা সবাই বিবস্ত্র, সে ব্যতীত যাকে আমি কাপড় পরিয়েছি। সুতরাং আমার কাছে বস্ত্র চাও, আমি তোমাদেরকে বস্ত্রদান করব।

হে আমার বান্দাগণ! তোমরা রাতদিন গোনাহ্ করছ, আর আমি তোমাদের গোনাহ্ ক্ষমা করে দেই। সুতরাং আমার কাছে ক্ষমা প্রার্থনা কর, আমি তোমাদের ক্ষমা করে দেব।
হে আমার বান্দাগণ! তোমরা কখনোই আমার ক্ষতি করার সামর্থ রাখ না যে আমার ক্ষতি করবে আর তোমরা কখনোই আমার ভালো করার ক্ষমতা রাখ না যে আমার ভালো করবে।
হে আমার বান্দাগণ! তোমরা পূর্বাপর সকল মানুষ ও জিন যদি তোমাদের মধ্যে সবচেয়ে বড় মোত্তাকী ও পরহেযগার ব্যক্তির হৃদয়ের মত হয়ে যায়, তবে তা আমার রাজত্বে কিছুই বৃদ্ধি করবে না।

আমার বান্দাগণ! তোমাদের পূর্বাপর সকল মানুষ ও জিন যদি তোমাদের মধ্যে সবচেয়ে পাপী ব্যক্তির হৃদয়ের মত হয়ে যায়, তবে তা আমার রাজত্বে কিছুই কমাতে পারবে না।
হে আমার বান্দাগণ! তোমাদের পূর্বের ও তোমাদের পরের সকলে, তোমাদের সমস্ত মানুষ ও তোমাদের সমস্ত জিন যদি সবাই একই ময়দানে দাঁড়িয়ে আমার কাছে চায় এবং আমি সকলের চাওয়া পূরণ করে দেই তবে আমার নিকট যা আছে তাতে সমুদ্রে এক সুঁই রাখলে যতটা কম হয়ে যায় তা ব্যতীত আর কিছু কম হতে পারে না।

হে আমার বান্দাগণ! আমি তোমাদের আমলকে (কাজকে) তোমাদের জন্য গণনা করে রাখি, আর আমি তার পুরোপুরি প্রতিফল দিয়ে দেব। সুতরাং যে ব্যক্তি উত্তম প্রতিফল পাবে তার আল্লাহর প্রশংসা করা উচিত, আর যে তার বিপরীত পাবে তার শুধু নিজেকেই ধিক্কার দেয়া উচিত।"

[মুসলিম: ২৫৭৭]

8-Jun-2018 4:56 pm

8-Jun-2018 8:17 pm


খবর (রহস্য) :

সবাই সাঁতার জানতো। তবুও পুকুরে গোসল করতে গিয়ে বাড়ীর দিঘিতে ভেসে উঠে চার কিশোরের মৃতদেহ। সোমবার বিকাল পর্যন্ত তাদের পুকুরে গোসল করতে দেখে স্থানীয় বাসিন্দারা। সন্ধ্যার পর বাসায় না ফেরায় একে একে চার পরিবার কিশোরদের খুঁজতে থাকে। রাতে মাইকিংও করা হয়েছে। ভোর রাতের সেহরি খাবারের পর পুকুরে ভেসে ওঠা চার কিশোর ওয়াসিমের ছেলে রাহুল (১২) ও শামীম (১৩), আহছানের ছেলে রায়হান (১৩) ও নজরুল ইসলামের ছেলে লিয়ন (১২)। চার কিশোরের পরিবারের সবাই দিনমজুর। পঞ্চম শ্রেণির ছাত্র।

চার কিশোরের মধ্যে তিন কিশোরের ডান হাতে একটি করে স্পট রয়েছে। নাকে মুখে রক্ত ঝরছে। প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, বৈষ্টের দিঘির পাড়ে বটগাছে কালনাগিনী সাপের দংশন। ওয়ার্ড কমিশনার মো. শুকু মিয়া বলেন ভোরে ওই পুকুরে নামাজের জন্য অজু করতে গিয়ে মৃতদেহগুলো ভাসতে দেখেন স্থানীয় এক বাসিন্দা। ঘটনাস্থলে গিয়ে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক জয়নাল আবেদীন মৃতদেহগুলোর সুরতাহাল রিপোর্ট তৈরি করেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহং জাবেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। চার কিশোরের মৃত্যু সম্পর্কে কোনো রহস্য খুঁজে না পাওয়ায় তাদের পারিবারিকভাবে দাফন করা হয়েছে।

8-Jun-2018 8:17 pm

8-Jun-2018 11:23 pm


শায়েখ বলছেন পত্রিকায় আবহাওয়া বিভাগ থেকে প্রকাশিত সূর্যাস্তের সময়ের তিন মিনিট পরের বদলে উল্টো বরং আধা থেকে এক মিনিট আগেই ইফতারি করা উচিৎ। কারন সতর্কতার ফোকাস দিতে হবে তাড়াতাড়ির দিকে। সূর্যডুবার নিশ্চয়তার দিকে না।

ব্যক্তিগত ভাবে এই ব্যপারে আমার মত নেই। এগুলো ফিকাহের ব্যপার। এটাই যদি সালাফিদের accepted rule হয় তবে তাই। আমি "মাজহাবগত পার্থক্যের" নোটে এটা টুকে রাখবো।

video:/img/photos_and_videos/videos/51160811_299823154934920_7245808762361697031_n_10155558516468176.mp4

    Comments:
  • FAQ : "...কি করবো?" "...আমি এই করি" "....এটা করা কি ঠিক?"
    উত্তর : এর উত্তর নির্ভর করে আপনার মাজহাব-মানহাজ কোন শায়েখের কথা ফলো করেন এই সবের উপর।

    "ফলো করবো কোরআন আর সুন্নাহ। সেক্ষেত্রে কি করবো?"
    তবে আমাকে জিজ্ঞাসা করছেন কেন? কোরআন আর সুন্নাহ থেকে নিজে জেনে নিন।

8-Jun-2018 11:23 pm

9-Jun-2018 4:55 am


আকিদা : আল আলা ওয়াল বারাআ।


৭০ এর দশকে আমার প্রাইমারি স্কুল জীবনের বেষ্ট ফ্রেন্ড ছিলো কলকাতার এক ছেলে। নাম কিংশুক কর্মকার। হিন্দু। এর পর হাই স্কুলে উঠার পর বেষ্ট ফ্রেন্ড হয় শেখর কুমার। পুরানো ঢাকার ছেলে। সেও হিন্দু।


ফাইভে উঠার পর আখিরাতের ব্যপারে সতর্ক হই। প্রশ্ন জাগে "হিন্দুদের সাথে বন্ধুত্ব করা কি জায়েজ?" ইন্টারনেট-ইউটুব নেই। দ্বিন শেখার উপায় হলো মাসলা মাসায়েলের বই। বেহেস্তি জেওর এবং এই ধরনের বই বেশ অনেকগুলো ছিলো। "বন্ধুত্ব করা নিষেধ" টাইপের কোনো কথা চোখে পড়ে নি। এর পরও একটা খুত খুত ছিলো। এর পর মসজিদে শুক্রুবারে ইমাম সাহেব স্পষ্ট করে বললেন "... তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না, তা না। নিষেধ নেই।"

এর পর আর প্রশ্ন তুলি নি।


মাসলার বই মানে এটাই ব্যখ্যার বই। তাই এই বইয়ের এক শব্দ নিয়ে সেটার উপর নিজের পক্ষ থেকে তিন হাত ব্যখ্যা করার সুযোগ নেই। নিষেধ হলে স্পষ্ট করেই বলা থাকবে নিষেধ। এর পর নিষেধের আপার লিমিট লোয়ার লিমিটও ডিফাইন করে দেয়া থাকবে।

"বন্ধুত্ব করা যাবে না" এই রকম নিষেধ না পেলেও, অন্য কিছু ছিলো। যেমন তারা দাওয়াত দিলে যদি আশংকা হয় হারাম কিছু সার্ভ করতে পারে তবে খাওয়া নিষেধ। মসজিদে দান করলে যদি অসৎ উদ্যেশ্য অনুমিত হয় তবে নেয়া নিষেধ। upper-lower limit define করা আছে। আমি বুঝে নেই।


সেটা ৮০ এর দশক। এর পর ৯০ এর দিকে "আল্লাহর জন্য বন্ধুত্ব ও আল্লাহর জন্য শত্রুতা" এর সাথে পরিচিত হই। এটা সুফিদের কিতাব থেকে। শত্রুতার ব্যখ্যা সেখানে নেই। কিন্তু বন্ধুত্বের আছে। আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব রাখতে হবে। পীর বুজুর্গ ওলি আউলিয়াদের সাথে। এটা সোয়াবের। "আল-আলা ওয়াল বারাআ" এর "আলা" এর ব্যখ্যা এখানে করা হয়েছে।


২০০০ পরবর্তি সময়ে দেশে এইচটি নামে একটা দল আসে। তাদের কাছে আমি আলা-ওয়াল-বারাআ নামে যে ইসলামে একটা আলাদা শাখা আছে সেটা শুনি। এর লম্বা ব্যখ্যা, অনেক লিমিট। আমি এ যাবৎকাল যা শুনে আসছি তার থেকে অনেক স্ট্রিক্ট। এবং এটা "আকিদার" অংশ। যে এরকম করবে না, সে কাফের।

cont...

#HabibAqida

9-Jun-2018 4:55 am

9-Jun-2018 2:01 pm


Summary :
সৌদি-মধ্যপ্রাচ্য : ২৯ দিন : শুক্রুবার ঈদ।
ভারত-পাকিস্তান : ৩০ দিন : শনিবার ঈদ।
বাংলাদেশ : ২৯ দিন : শনিবার ঈদ।

As usual, আরবী মাসের ২৯ তারিখে চাদ দেখার চেষ্টা করা হয়। দেখা গেলে ঈদ/রমজান/নতুন মাস। না গেলে ৩০ তারিখ রাতে চাদ দেখা যাক বা না যাক নতুন মাস আরম্ভ হবে। আরবী মাস কখনো ৩০ দিনের এর বেশি হয় না। কিংবা ২৯ এর কম হয় না।

সামনের বৃহস্পতিবার রাতে ঈদের চাদ দেখার চেষ্টা হবে। ইনশাল্লাহ।

সৌদিতে ২৯ রোজা হয়ে বৃহস্পতিবার রাতে চাদ দেখা যাবে এবং শুক্রুবার ঈদ।
ভারত-পাকিস্তানে বৃহস্পতিবার দেখা যাবে না। তাই ৩০ রোজা পূর্ন করে শনিবার ঈদ।
বাংলাদেশে ২৯ রোজা পূর্ন করে শুক্রুবার রাতে আকাশে বিশাল স্পষ্ট চাদ দেখা যাবে ঢাকা সহ সারা দেশ থেকে। তাই শনিবার ঈদ।


9-Jun-2018 2:01 pm

9-Jun-2018 3:40 pm


মানসিক শান্তির জন্য ব্লকের বিকল্প নেই।

তাকে বুঝিয়ে লাভ কি? পথে আনতে? কিন্তু সে তো পথেই আছে!

সমস্যা সে আমাকে বিপথগামি মনে করছে। কিন্তু তার তাথে তর্ক করে নিজেকে প্রমান করার দরকার নেই। সমাধান ব্লক। সমস্যা শেষ।

"ব্লক করতে পারেন, কিন্তু এই আকিদার উপর থাকলে আখিরাতে বুঝবেন..."

আখিরাতে আমি আরো বেশি সোয়াব পাবার নিয়তেই ব্লক করছি।

9-Jun-2018 3:40 pm

10-Jun-2018 1:05 pm


FAQ :

"চাদ দেখার উপর ম্যপ কোথা থেকে নিয়েছেন?"
habibur.com থেকে। নেটে আরো অনেক সাইটে এই ধরনের ম্যপ আছে। "moon sighting global scan" দিয়ে google images এ সার্চ দিয়ে সাইটগুলো বের করতে পারবেন।

"কিভাবে হিসাব করে?"
অনেক ফর্মুলা আছে। জনপ্রীয় হলো Yallop's যেটা এখানে ব্যবহার করা হয়েছে।

"এগুলো কতটুকু একুরেট?"
৮০% বলতে পারি।

আরো প্রশ্ন কমেন্টে পড়লে এখানে এড করা হবে ইনশাল্লাহ।

    Comments:
  • ^ চাদের অবস্থান বা আলো নির্ধারনের জন্য কৃত্তিম উপগ্রহ দরকার নেই।
  • প্রতিটা পয়েন্টে যে সময়ে evening তখন ঐ পয়েন্টে দেখার সম্ভাবনা। প্রতিটা পয়েন্টের জন্য আলাদা কেলকুলেশন বলে পুরো মেপটা করতে অনেক ক্যলকুলেশন করতে হয়।

10-Jun-2018 1:05 pm

11-Jun-2018 6:53 am


ফেসবুকে খেলা :


বাংলাদেশ কৃকেট মহিলা টিম জেতার ফাইনাল মুহুর্তে ছেলেদের কৃকেট টিমের উৎসব রিএকশন এক ভাই পোষ্ট করেন। এর পর এ দ্বারা মহিলা কৃকেট প্রমোট করা হচ্ছে বলে দ্বন্ধ ছড়িয়ে পড়ছে ফেসবুকে।


সৌদি আরব এবার বিশ্বকাপে চান্স পেয়েছে। তাই মেমোরিয়াল ফুটবলে সব দেশের পতাকার সাথে তাদের পতাকাও ছাপানো হয়েছে ফুটবলের গায়ে। সমস্যা: সৌদির পতাকাতে আরবীতে কালিমা লিখা আছে। এতে কি মানুষ লাথি দেবে?

আগেও কোনো এক বছর সৌদি বিশ্বকাপে গিয়েছিলো। তখনো একই সমস্যা হয়েছিলো।


এক ভাইয়ের পোষ্ট : বেকার ছেলেরা রাস্তায় নেমে নিজেদের চাকরির জন্য আন্দোলন করে। আবার এরাই ফেসবুকে গিয়ে আন্দোলন করে কৃকেটারদের বেতন বাড়ানোর জন্য। সবগুলোকে ধরে পিটানি দরকার।


সৌদি তার টিমের এনথেম বের করেছে। মূল থিম একজন সাপোর্টার গায়ে পতাকা জড়িয়ে দৌড়াচ্ছে। একই স্টাইল নকল করে স্টেডিয়ামে এক মেয়ে গায়ে পতাকা জড়িয়েছে। সমস্যা হলো মেয়েটা অর্ধ ন** এবং পতাকার গায়ে কালিমা লিখা। আরব বিশ্বের খবর।


গত কয়েক বছর আগে আমাদের এলাকায় বিশ্বকাপের পতাকা টাংগাতে গিয়ে কারেন্টের শক খেয়ে এক ছেলে মারা গিয়েছিলো। আজকে খবর অন্য এক জেলায় আরেকজন একই ভাবে মারা গিযেছে।

ভাড়াটিয়ার ছেলে এসে বলে পতাকা টাংগাবে অনুমতি আছে কিনা? বললাম আছে যদি কারেন্ট না লাগে। এর পর দেখি ৪৪০ ভোল্টের রাস্তার তারের সাথে লাগিয়ে টাংগাচ্ছে।


সাপোর্ট করবো কাকে? সৌদি ইসলামি বলে? এত সহজ না, আরব বিশ্ব থেকে এবার রেকর্ড ৪ টা দেশ বিশ্বকাপে। সৌদি, মিশর, মরক্কো, তিউনিশিয়া।

তবে আমি হলে জার্মানিকে সাপোর্ট করতাম। বাকি চার দেশের থেকে বেশি ইহুদি... বলে :-)


"কাধে ব্যথা পেয়েছি, হাতটা নাড়াতে পারছি না।"
"সালেহের কথা বলছো?"
"না নিজের কথা।"

    Comments:
  • না। ওয়েবসাইট। এখানে বলা হয়েছে :
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155562003338176
  • Technically, যে কোনো common noun এর আগে "তথাকথিত" বসানো যায়। Just saying. :-)

11-Jun-2018 6:53 am

11-Jun-2018 11:54 pm


Blast from the past.
// We had the exact same stereo shown in picture.
This post had an attachment, which is now missing

11-Jun-2018 11:54 pm

13-Jun-2018 10:36 pm


Here's what aircraft tire burst looks like. Anyone that thought airplane tires were solid rubber is wrong.

I am reading about a lot of 737 accidents in the last few months. Don't know if the model has aged off, or there are too many of these flying around and thus increasing the likehood of a failure.

This post had an attachment, which is now missing

13-Jun-2018 10:36 pm

13-Jun-2018 11:34 pm


আমি তোমাদের পরিক্ষা করবো ভয়, ক্ষুধা, মালের ক্ষতি, জানের ক্ষতি, ফসলের ক্ষতিতে। সবর কারীদের জন্য সুসংবাদ। যারা বিপদে পড়লে বলে "আমরা আল্লাহর জন্য। উনার দিকেই ফিরবো।"
  • সুরা বাকারা।

    পূর্ব-পশ্চিম দিকে মুখ করা সৎ কাজ না। সৎ কাজ হলো যারা ... ... ... ধর্য্য ধরে রোগে, শোকে, যুদ্ধে।

    - সুরা বাকারা।

    13-Jun-2018 11:34 pm

  • 14-Jun-2018 4:40 am


    খবর : শাহজাহান বাচ্চু হত্যার পর দ্বিতীয় আরেকজন প্রকাশক ব্লগার "জামাল উদ্দিন"-কে হত্যার হুমকি দেয়া হয়েছে। পুলিশ এই হুমকিকে গুরুত্ব দিয়ে মোবাইল ট্রেক করে বের করে কলটা কার? বেরিয়ে আসে হুমকি দাতার নাম "টিটু শীল জয়দেব"। সে ঐ এলাকার ছাত্রলীগ নেতা। এবং সুলাল চন্দ্র শীলের ছেলে। ধরা খাবার পর টিটু পুলিশের কাছে হুমকি দেয়ার কথা স্বিকার করেছে।

    14-Jun-2018 4:40 am

    14-Jun-2018 6:26 pm


    সৌদিতে চাদ দেখা গিয়েছে নাকি যায় নি এটা আমরা জানতে পারবো ইনশাল্লাহ আজকে রাত ১০ টায়।

    আমাদের সময়ে রাত ১০টায় কারন, ঐ সময়ে সৌদিতে মাগরিব-সন্ধা হয় এবং চাদ দেখার ডিকলেরেশন হয়। এর আগে যা নিউজ আছে সব ভুয়া।

    সম্ভাবনা সৌদিতে আজকে বৃহস্পতিবার রাতে চাদ দেখার এবং শুক্রুবার ঈদ হবার : ৯৮%।
    চাদ না দেখার : ২%।

    বাংলাদেশে আজকে শেষ তারাবী ইনশাল্লাহ।
    কালকে চাদ দেখা যাবার সম্ভাবনা ইনশাল্লাহ x% where Lim x -> 100.

      Comments:
    • এটা আজকে অস্ট্রেলিয়ায়। টেলিস্কোপ দিয়ে দেখেছে হয়তো। অষ্ট্রেলিয়ায় টেলিষ্কোপ দিয়ে দেখা যাবে।

    14-Jun-2018 6:26 pm

    14-Jun-2018 10:05 pm


    As predicted :

    Eid on Friday tomorrow in Saudi, UAE.
    And on Saturday in Pakistan & India.

    সৌদিতে চাদ দেখা গিয়েছে। কালকে শুক্রুবার ঈদ।
    ভারত ও পাকিস্তানে দেখা যায় নি। এই দুই দেশে শনিবার ঈদ।

      Comments:
    • ^ এখানে শুধু মাত্র সরকারী ভাবে বা কমুনিটির কর্তৃক গৃহিত ফাইনাল স্বদ্ধান্তের কথা বলা হয়েছে। বিচ্ছিন্ন ভাবে যেখানে দেখা গিয়েছে বলে যে রিপোর্ট আছে সেগুলো কভার করছি না এবং ইগনোর করেছি।
    • শনি (যদি ২৯ দিন হয়) বা রবি বার।

    14-Jun-2018 10:05 pm

    15-Jun-2018 12:26 pm


    খুলনা - দক্ষিন বঙ্গে যাওয়ার আগে ঘাট ছিলো দৌলদিয়া। সেটা এখন পাটুরিয়া।

    খবর : ঈদে শুধুমাত্র বাস-প্রাইভেট কারের লাইন ৫ কিলিমিটার লম্বা। ৮ ঘন্টা বসে থাকতে হচ্ছে। লঞ্জে পার হতে হলে ৬ কিলোমিটার হেটে আসতে হয়। ১৭ টা ফেরি পার করছে। এর মাঝে ১০ টা ছোটো সাইজের।

    15-Jun-2018 12:26 pm

    15-Jun-2018 4:46 pm


    কালকে ৫:১০ এ সূর্যোদয়। সে হিসাবে সকাল সাড়ে ৫ টায় ঈদের নামাজ পড়তে পারার কথা।


    মধ্যপ্রাচ্যে ফজরের পর পর ইশরাকের ওয়াক্ত হবার সাথে সাথে ঈদের নামাজ হয়। আমাদের দেশে হয় ৮ টার পর থেকে। মফস্বলে ১০ টার পর থেকে।

    আগে করলে সমস্যা কি? লোক আসবে না।
    এত লোক আনার ঠেকা কেন? দান হাদিয়ার টাকা বেশি উঠবে, তাই।


    এই দানের সমস্যা না থাকলে এই দেশেও আগে আগে ঈদের নামাজ হতো। ঢাকার বাস স্ট্যেন্ডে যেমন প্যসেঞ্জার তুলে বাসগুলো দেরি করতে থাকে আরো কিছু পেসেঞ্জার উঠলে এর পর ছাড়বে, সেরকম এই দেশের ঈদের নামাজ -- দেরির দিকে মনোযোগ বেশি।


    সকাল সকাল ঈদের নামাজ কোথায় হয়? রাজার বাগ পাক দরবার শরিফে। কয়েক বছর আগে এরা চালু করেছিলো এশরাক হবার সাথে সাথে ঈদের নামাজ, ৫:২৫ মিনিটে। এই বছর দেখি তারাও ঠেলে করেছে পৌনে ছয়টা। সামনে আরো ঠেলবে ধরে নেয়া যায়।

    এটা "পাক দরবার শরিফ" না হলে ওখানেই পড়তাম। বাইতুল মুকাররমেও ৬ টায় কোনো জামাত নেই। ৭ টা থেকে আরম্ভ।

      Comments:
    • ^ এজন্য ফজরের নামাজের পর পরই ঈদের নামাজ করতে হবে যেন ঈদের নামাজের তোড় জোড়ে মানুষ আগে উঠে ফজর পড়তে পারে।
    • হাদিয়ার জন্য তাদের ঈদের নামাজ লাগে না। সারা বছর আসে।
    • কারন,
    • রাসুলুল্লাহ সা: আগে আগে পড়তেন।
    • নামাজ মিস হলো কিনা সেই টেনশন থাকে না।
    • পড়ে নিলেই ওয়াজিবের দায়িত্ব শেষ।
    • পড়ে এসে টানা ঘুম দেয়া যায়।

    15-Jun-2018 4:46 pm

    15-Jun-2018 7:26 pm


    ঈদ মুবারক। চাদ দেখা গিয়েছে কালকে ঈদ।

      Comments:
    • http://www.rtvonline.com/bangladesh/44129/%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A6-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE-%E0%A6%97%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%88%E0%A6%A6
    • নিশ্চিৎ না। কারন ৭ টার জামাত পড়ে এলাকায় ফিরে আসতে আসতে এখানকার ৮টার জামাত শেষ হয়ে যাবে। তবে সকাল ৬ টায় বাইতুল মুকাররমে কোনো জামাত হলে চলে যেতাম।
    • ^ কারন একটা non-issue নিয়ে খুব সিরিয়াস অবস্থানে mob দাড়িয়ে গিয়েছে। তাই এর বিপক্ষ মত আছে নিজের স্বরনে রাখতে। একে হারাম ঘোষনা দিয়ে যেন অন্যদের আমি নিজে আক্রমন করা আরম্ভ না করি।

    15-Jun-2018 7:26 pm

    15-Jun-2018 11:22 pm



    উসামা ইসলাম বলেন পহেলা বৈশাখ উদ্বযাপনে সাথে রাসুলুল্লাহ সা: এর যোগ আছে। পত্রিকায় এটা ছাপায়।

    এটা ইসলামিষ্টদের জন্য শক। একজন মুফতির ফতোয়া! এত দিন কি তারা ভুল জানতো?

    https://www.facebook.com/habib.dhaka/posts/10155441695348176


    মুফতি মনসুরুর হক প্রতিবাদ করেন। বলেন পহেলা বৈশাখ উদ্বাযাপন হিন্দু কালচার। এবং উসামা ইসলাম মুফতি না।

    https://www.youtube.com/watch?v=UbV6CW3oEJY


    উসামা ইসলাম এর প্রতিবাদ করে মনসুরুল হক সাহেবকে ফোন করেন এবং নিজের সার্টিফিকেটগুলো পোষ্ট করেন।

    https://www.facebook.com/samousis/posts/1988503024555769


    এর পর মনসুরুল হক সাহেবের কথা :
    https://www.youtube.com/watch?v=yK_ZjhPPpxc

    বক্তব্য :

  • মনসুরুল হক সাহেব ক্ষমা চান নি।
  • উনার কথা প্রত্যাহার করেন নি।
  • দাউরা সার্টিফিকেটের যে কপি উসামা পোষ্ট করেছেন সেটা চরিত্র সার্টিফিকেট। দাউরার না।
  • ইফতাহ-এ উসামা ইসলাম যে উস্তাদের নাম বলেছেন উনার সাথে কথা বলে মনসুরুল হক সাহেব জেনেছেন উসামা ইফতায় ভর্তি হয় নি, এবং ভর্তির যোগ্যতাও তার নেই। বরং ক্লাসে বসার অনুমতি নিয়েছিলো তার বাপের রিকুয়েষ্টে। কিন্তু ১০ দিনও ক্লাস করে নি।
  • ইফতাহর সার্টিফিকেট জাল। যার সই দেয়া আছে উনি বলেছেন উনি সই দেন নি। বরং উনাকে উসামা বলেছেন "আমাকে সবাই মুফতি হিসাবে চিনে বলে একটা সার্টিফিকেট আমি বানিয়ে রেখেছি, আপনাকে জানিয়ে রাখলাম।"


    Keep watching.
    পরের movement টা উসামা ইসলামের।

    15-Jun-2018 11:22 pm

  • 16-Jun-2018 11:31 am


    ছোটকালে কোনো ঈদি পেতাম না। বড় হয়ে দিতে হয়।

      Comments:
    • ^ আমার লস নেই। আমি যা দেই আমার বাচ্চারা তার থেকে বেশি কামায়। তাই বিরুদ্ধ ফতোয়া দিতে পারি না। :-)

    16-Jun-2018 11:31 am

    17-Jun-2018 3:30 pm



    ছোটকালে যখন রোজা রাখতাম তখন রমজানের শেষে পাজরের হাড় সবগুলো চামড়ার উপর উচু হয়ে যেতো। সোমালিয়ার অনাহারিদের মতো। কোনো দিন সেহরি না খেয়ে রোজা রাখলে মনে হতো মৃত্যুর মুখ থেকে ফিরে আসছি।

    ৩৩ বছর ঘুরে এখন আবার সেই জুন মাসে রোজা। এখন শুধু ইফতারি খেয়ে রোজা রাখি। সেহরি বা রাতের খাবার বাদ। পাজরের হাড় বের হয় না। বরং ওজন বাড়ে।


    প্রচন্ড ক্ষুধার একটা আলাদা আনন্দ আছে। অটোমেটিক মুখে জিকির আসে। ক্ষুধার সময় জিকির হয় মু'মিনদের খাদ্য। সুফিরা ৩০-৪০ দিন না খেয়ে থাকতো কি করে? মনে মনে জিকির করে বলে। জিকির করলে ক্ষুধা কমে যায়।

    শেষ যুগে ঈসা আঃ এর সময়ে তুর পাহাড়ে যখন মু'মিনরা আশ্রয় নেবে তখনো তাদের খাদ্য হবে জিকির।


    এর কিছুই এখন আর আমার হয় না। কারন ক্ষুধা লাগে না।
    বয়স বাড়ার সাথে সাথে ক্ষুধার অনুভুতি চলে গিয়েছে।
    আনতে হলে, এক দিন না বরং টানা ৫-৭ দিন না খেয়ে থাকতে হবে।

    17-Jun-2018 3:30 pm

    17-Jun-2018 7:39 pm


    Prove "সবই ইহুদিদের চক্রান্ত"

    - সৌদি সরকার যে ইহুদিদের হুকুমে চলে এর জন্য প্রমান লাগে না। মাথা সুস্থ যে কেউ বুঝতে পারবে।

    - তবলিগের আলমী শুরা? ইহুদিদের চক্রান্ত। সাদ পন্থি যে কাউকে জিজ্ঞাসা করে দেখেন। পাকিস্তানের আব্দুল ওহাব সাহেবের খাদেমদের একজন ইহুদি.... লম্বা কাহিনী।

    - মাওলানা সাদ সাহেব যে ইহুদিদের এজেন্ট এটা অনেককে বেশ জোর গলায় পূর্ন বিশ্বাসের সাথে বলতে শুনেছি।

    - "জাকির নায়েক ইহুদিদের এজেন্ট" -- একথা কেউ না শুনে থাকলে হাত তুলেন!

    - শিয়াদের উৎপত্তি হলো ইবনে সাবা থেকে -- ইহুদি কনভার্টেড মুসলিম। মানে এজেন্ট। ঐতিহাসিক প্রমানিত।

    -

    17-Jun-2018 7:39 pm

    18-Jun-2018 6:54 am


    "তোমাদের মত মানুষেরা সাধারন জিনিসকে জটিল করে চিন্তা করে শেষে এ এ করতে থাকে..." ~ জনৈকের স্ত্রী।

    maybe she wasn't wrong.

      Comments:
    • //এই পাপের শাস্তিও এই শহরবাসীরা পাবে।//
      পাচ্ছে পঙ্গুত্ব আর অসুস্থাতা দিয়ে। এই শহর ফিক্স করা যাবে না। সমাধান এই শহর ছেড়ে পলানোর সুযোগ খুজা।

    18-Jun-2018 6:54 am

    18-Jun-2018 4:40 pm


    This isn't time lapse. Rather real time video. Huge flow of high speed lava stream in Hawaii. Like a river.

    The volcano is expected to blast off any time soon. Like historic volcanoes.

    This post had an attachment, which is now missing

    18-Jun-2018 4:40 pm

    18-Jun-2018 5:33 pm


    হিজামা করানোর মাঝে অনেক উপকার আছে কিন্তু রেইট গলা কাটা। ৫-৬ হাজার টাকা লাগে নরমাল একটা সেশনে।

    প্রথম কথা হলো এখনো এই দেশে ডাক্তাররা হিজামা করাচ্ছেন। স্পেশিয়ালি ডেন্টিস্ট রা। এবং উনারা সার্জারি করার যে রেইট সে রেইটে হিসাব করছেন সম্ভবতঃ।

    কিন্তু হিজামা সার্জারি না। এবং এর জন্য এত এক্সপার্টিজ লাগে না। নরমাল মানুষ যখন হিজামা করানোতে এক্সপার্ট হয়ে উঠবে তখন রেইট কমবে আশা করা যায়।

    FAQ:
    "হিজামা কি?"

    উত্তর : যারা এই প্রশ্নের উত্তর জানে শুধু তাদের জন্য এই পোষ্ট।

    "৫-৬ হাজার লাগে না। আপনি যদি <এই এই> করান তবে ২-৩ হাজারই যথেষ্ট।"

    উত্তর : ঐ একই কথা হলো।

    "হাবি-জাবি জিনিসের পেছনে কত টাকা খরচ করেন। কিন্তু সুন্নাহ চিকিৎসার জন্য সামান্য টাকা খরচ করতে আপনাদের লাগে।"

    উত্তর : রেট তার পরও বেশি।

    "আমাদের এই <লিংক>-এ আসেন। আমরা কম রাখবো।"

    উত্তর : বা বেশি রাখবেন। আগে থেকে বুঝার উপায় নেই। এই যুগে রেইট জানার জন্য দোকান ভিজিট করা শর্ত হওয়া উচিৎ না।

    18-Jun-2018 5:33 pm

    18-Jun-2018 8:04 pm


    জোসেফের কাহিনী বুঝে আসছিলো না।
    আজকে এসেছে।
      Comments:
    • যারা বুঝেন নি তাদের জন্য : এটা পলিটিক্যল পোষ্ট ভাই। যেগুলো সোজাসাপটা বলার উপায় নেই। :-)
    • FAQ:
      "বুঝি নাই।"
      বাংলায় "জোসেফ" লিখে গুগুল সার্চ দিন। পাবেন।

      "বুঝলাম। কিন্তু কাহিনী কি?"
      এখনো কাহিনী না জানলে বিএনপি পন্থিদের স্টেটাসে নজর রাখেন। সামনের কয়েক দিনের মাঝে জানতে পারবেন হয়তো।

      "এত তেনা না পেচিয়ে সরাসরি বলতে পারেন না?"
      চিন্তাকে মুক্ত করে দিলে জেল। তাই তেনা পেচিয়ে বদ্ধ রাখতে হয়। :-)

    • ^ আমি শেষ যখন রেট দেখছিলাম তখন ৬ টা সাকশন কাপের শুধু কাপের দাম চাচ্ছিলো ৩ হাজারের বেশি।

    18-Jun-2018 8:04 pm

    18-Jun-2018 9:19 pm


    খেলার খবর :


    মেসি ভক্তদের জন্য দুঃসংবাদ। মেসি পেনাল্টি মিস করে আইসলেন্ডের সাথে ড্র। আইসলেন্ডের জনসংখ্যা হলো মাত্র ৩ লাখ। গোলকিপার হলেন ফিল্ম ডিরেক্টর। আর মেনেজার ডেন্টিস্ট।


    ব্রাজিল ভক্তদের জন্য দুঃসংবাদ। ব্রাজিল ড্র করেছে সুইজারল্যন্ডের সাথে।


    জার্মানি ভক্তদের জন্য দুঃসংবাদ। মেক্সিকোর কাছে হেরেছে। হারার মুহুর্তে মেক্সিকোর জনগন এত লাফিয়েছে মেশিনগুলো ঐ দেশে ভুমিকম্প হচ্ছে বলে রেকর্ড করেছে।


    সৌদি ভক্তদের জন্য দুঃসংবাদ। সৌদি ৫ গোলে হেরেছে রাশিয়ার কাছে। পরাজয়ের পর এখন দোষ চাপাচ্ছে কাতারের উপর। Literally.


    সালাহ ভক্তদের জন্য দুঃসংবাদ। সালাহ খেলছে না। আহতের কারনে সাইড ব্যঞ্চে।

      Comments:
    • আমার এই প্রথম চালান যদি না আসে তবে আপনাকে দিয়ে ইমপোর্ট করাতে হবে। Get ready.
    • হয়তো আমার দুইজন ভিন্ন দুইজনের কাছ থেকে রেট নিয়েছি। Whatever.
    • "হিজামা" দিয়ে ফেসবুকে সার্চ দিন, অনেক পাবেন। এখানে কারো লিংক দিতে পারছি না কারন এটা সমালোচনা মূলক পোষ্ট। কারো লিংক দিলে মনে হবে তার সমালোচনা করে এই পোষ্ট দিয়েছি।

    18-Jun-2018 9:19 pm

    19-Jun-2018 2:42 am


    পক্ষে-বিপক্ষে, মুখোশ উন্মোচন, সঠিক-ভুল পড়তে পড়তে টায়ার্ড।

    এখন যতটুকু জানি ততটুকুর উপর আমল যথেষ্ট মনে করি।

    কিন্তু কিছুক্ষন পরে যখন আরেকজন এসে আরেকবার বলবে "তোমার সারা জীবনের আমল বৃথা যদি না তুমি আমাদের মতো <আকিদা/মেহনত/দল/আমল/আন্দোলন/জিহাদ/জিকির/তবলিগ> করো?"

    এর পর যখন বলবে "আমাদের কথার দলিল <এই এই এই>। হয় তুমি এই দলিল মানো, নয়তো তুমি কোরআন অস্বিকারকারী কাফের!"

    19-Jun-2018 2:42 am

    19-Jun-2018 3:42 am


    তাসাউফের লাইনের একটা দিক হলো দুনিয়া বিমুখিতা।


    দুনিয়া বিমুখিতার একটা দিক হলো সরকারী পদ বা ক্ষমতা পাবার চেষ্টা না করা। সরকারের দরবার থেকে দূরে থাকা।

    তার অর্থ এই না যে এটা মাকরুহ বা হারাম। কারন তাসাউফের লাইনের সবকিছু হলো নফল।


    সুফিরা হালাল কামাই খাওয়ার দিকে জোর দেয় বেশি। এবং হালাল কামাইয়ের মাঝে সেটা উত্তম যেটা নিজের হাতে পরিশ্রম করে কামায়। মানে হাতের কাজ। পোষ্টের কাজ না। বা ক্ষমতার কাজ না।


    এর অর্থ এই না যে সরকারী চাকরিজিবিরা ওলি-আউলিয়া হতে পারবে না। তবে সব রুল কভার করার দায়িত্ব আমার না। মূল পয়েন্ট ঐটাই যেটা উপরে বললাম।

      Comments:
    • FAQ : "কেউ যদি...."
      উত্তর : জানা নেই।

    19-Jun-2018 3:42 am

    19-Jun-2018 9:33 pm


    Mizan Harun vai's take on Tasauf.
    হযরতের এর উপর আগের পোষ্টগুলো উনার টাইমলাইনে আছে।
    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    19-Jun-2018 9:33 pm

    20-Jun-2018 10:58 am


    কোনো arduino একবার প্রোগ্রাম করে বসিয়ে দিলাম এবং চলতে থাকলো এরকম করার উপায় নেই

    প্রথমতঃ arduino তে স্টোরেজ নেই। তাই কারেন্ট চলে গিয়ে আসলে আগের state জানবে কি করে?

    দ্বিতীয়তঃ clock নেই। "সকাল এতটায় এই, বিকাল অতটায় সেই" বলার উপায় নেই।

    তৃতীয়তঃ Feedback দেবার জন্য কোনো নেট কানেকশন নেই।

    সমাধান : Arduino এর সাথে একটা Raspberry PI সবসময় লাগিয়ে রাখা। Raspberry PI আরডুইনোকে কমান্ড পাঠাবে। আরডুইনো অনেকটা dumb IO port এর কাজ করবে।

      Comments:
    • pi এর gpio 2V. আরডুইনোর 5V. বাজারের সব ইকুইপমেন্ট 5V এ চলে। এটাই প্রধান কারন।

    20-Jun-2018 10:58 am

    20-Jun-2018 8:01 pm



    অন্যকে "আপনি দ্বিনের জন্য খরচ করুন" বলা -- এটা অবাঞ্জিত উপদেশ।
    আর উনার সেই খরচ করা দিয়ে যদি আমি উপকৃত হই তবে এটা আমার ভিক্ষা।

    আমাদের উচিৎ ভিক্ষা না করে নিজে দান করা।


    "আপনি দ্বিনের জন্য যেহেতু বই ছাপাচ্ছেন, তাই ফ্রি তে দিন" -- এটা আমার ভিক্ষা, উপরের ১ নং পয়েন্ট অনুসারে।

    নিজে ভিক্ষা না করে, নিজে দান করা হবে, যদি আমি ফ্রি না খুজে স্বাভাবিকের থেকে বেশি দামে দ্বিনি বই কিনি।


    যে হুজুর আমার বাচ্চাদের কোরআন পড়ায়, যে নামাজ পড়ায় -- এদের সবার জন্য এ কথা প্রযোজ্য। তাদেরকে ফ্রি করতে না বলে বরং উচিৎ বেশি টাকা দেয়া।

    বেশি দেয়াটা আমার দান তাদের উপর। ফ্রি করাটা তাদের দান আমার জন্য।


    নিচের আর্টিক্যলের বক্তব্য মূলতঃ এই।

    বিপরিত পক্ষেরও যুক্তি আছে। সেগুলো অন্য দিনের জন্য।

    https://www.facebook.com/notes/sharif-abu-hayat-opu/%E0%A6%9D%E0%A6%BF%E0%A6%81%E0%A6%9D%E0%A6%BF%E0%A6%81-%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%95%E0%A6%BE/10156602235758319/

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    20-Jun-2018 8:01 pm

    20-Jun-2018 10:02 pm


    Living in a time when the world is run like how we used to read in Science Fictions in the 70s and 80s.

    The machine fired someone in a company and no one could do anything about it, as the machine had the highest authority in everything.

    Can't say I am unhappy on this progress. Cause I am part of it. Rather would say kudos to the developers of the system.

    https://idiallo.com/blog/when-a-machine-fired-me

    https://idiallo.com/blog/when-a-machine-fired-me

    20-Jun-2018 10:02 pm

    21-Jun-2018 11:33 am



    আগে কার দিনে রাজার পুত্ররা যদি মানুষ হত্যা করতো তবে এর কোনো বিচার করা হতো না। রাজার ছেলে বলে কথা। কিচ্ছা কাহিনিতে "কাজির বিচার" নামে যে সকল কাহিনি পড়া যায় এগুলো ছিলো এক্সেপশন, বিচ্ছিন্ন ঘটনা। যে কারনে গল্প।


    এখনো মধ্যপ্রাচ্যের প্রিন্সরা যদি হত্যা খুন মার দেয় তবে কারো ভিডিও করে সেটা প্রকাশ করার অনুমতি নেই। বিচার তো দূরের কথা।


    অজ্ঞ লোকেরা ধারনা করে আমাদের দেশে রাজা-বাদশাহ নেই। সে থেকে সমস্যা।

    https://m.bdnews24.com/bn/detail/bangladesh/1508824

    https://m.bdnews24.com/bn/detail/bangladesh/1508824

    21-Jun-2018 11:33 am

    21-Jun-2018 1:41 pm


    You don't learn by following rules. You learn from breaking them.


    Easily getting the ground wire connected to ground.


    Every time I try to fix something, instead of patching it.


    Doesn't hurt running a second time.

      Comments:
    • ^ No, doesn't.

    21-Jun-2018 1:41 pm

    21-Jun-2018 9:46 pm


    মালেকি মাজহাব থেকে আমি যা শিখেছি - ১


    জন্মের পর থেকে গতানুগতিক মানুষদের বা আলেমদের অন্ধ অনুসরন কাম্য নয়। কারন কে জানে আমার জন্মের আগে হয়তো বিশাল কোনো পরিবর্তন হয়েছে যেটা আমি জানি না। তাই প্রচলিত সবাই ভুল ও ভ্রান্তিত। ছোট কোনো গ্রুপ আছে যারা সঠিক।

    যেমন খৃষ্টানদের ক্ষেত্রে হয়েছে। ছোট এক দল ছিলো ঈমানের উপর বাকি মেজরিটি পথভ্রষ্ট হয়েছে।


    এই প্রশ্ন আমি ছোটকালে চিন্তা করেছি। যারা এখন ইয়ং তারাও করে। এর উপর আমি কি পেয়েছি সেটার আলোচনা এই সিরিজে। এটা "আমি কেন হানাফি" টাইটেলে লিখা আরম্ভ করেছিলাম গতবছর কিন্তু এত বেশি ট্রল... থুক্কু... মানে প্রতিবাদি ইয়ং জেনারেশন জুটে গিয়েছিলো যে বন্ধ করে দিতে হয়েছিলো ২ টা পোষ্ট দেবার পরে। :-)


    এটার কন্টিনিউয়েশন। টাইটেলটা বদলিয়ে দিয়েছি। যেন মানুষ পড়ে মনে করে "ও মালিকি?, Next post!" এই টাইটেলে আমাদের প্রতিবাদি জনগোষ্ঠি এখানে কম জুটবে। প্লাস, এদের অধিকাংশ এখন ব্লকড। শান্তিতে কথা বলা যাবে, hopefully :-)


    প্রথমেই বলে নেই। আমি হানাফি সালাফি কোনো পক্ষের বিরোধি না। কিন্তু তাদের মাঝে যারা বলে "আমাদের দলের বাইরে সবাই ভ্রান্ত কাফের" -- তাদের শিক্ষার বিরোধি। এই শিক্ষার আলোকে আমিও কাফের। কিন্তু এটা নিয়ে আমি বিচলিত না। কুফর ফতোয়া আমার উপর অলরেডি হয়তো ৮ টা আছে।


    এই সিরিজের উদ্যেশ্য হবে হক পথ খুজার জন্য মালিকি মাজহাব আমার কতটুকু উপকারে এসেছে সেটার আলোচনা। টার্গেট অডিয়েন্স হলো মূলতঃ আমার আত্মিয় পরিচিতরা। এর পর ফ্রেন্ড লিষ্টে কেউ যদি উপকার পায় তারা।

    তথ্যগত ভুল থাকলে আমি শুধরিয়ে নিবো ইনশাল্লাহ। কিন্তু যদি দেখি দৃষ্টিভঙ্গির পার্থক্যকে তথ্যগত ভুল হিসাবে কেউ প্রেজেন্ট করছে তবে তাকে ব্লক করে দেবো। পরের পোষ্টগুলো পড়ে সে যেন আরো উত্তেজিত না হয় সে জন্য।

    #HabibHanafi

    21-Jun-2018 9:46 pm

    21-Jun-2018 10:25 pm


    মালিকি থেকে আমি যা শিখেছি - ২


    মালেকি কেন?

    কিছু ইশু আছে যেগুলোর উপর হানাফি-সালাফি দ্বন্ধ চিরন্তন।

    যেমন কেউ বললো, "এই নিয়ম শুধু আমাদের এই উপমহাদেশে প্রচলিত। দুনিয়ার আর কোনো মুসলিমদের মাঝে নেই।"

    যদি দেখি তুরষ্কে আছে। তবে প্রশ্ন জাগে, "তুরস্ক হানাফি। হয়তো এটা শুধু হানাফিদের মাঝে প্রচলিত।"

    যদি দেখি শাফিদের মাঝেও আছে। তখন প্রশ্ন, "হয়তো আমাদের উপমহাদেশ থেকে এই শিক্ষা মালয়শিয়ার শাফিদের মাঝে গিয়েছে।"

    সমাধান মালিকিদের মাঝে দেখা।


    এই ধরনের কিছু ইশু :

    তাসাউফ কি আগা গোড়া পুরোটাই বিদআত আর কুফর? যেটা আমাদের এই উপমহাদেশে হিন্দুদের থেকে এসেছে?

    আশারি মাতুরিদি? হিন্দুদের থেকে?

    মাজহাব? নামাজের নিয়ম? শবেবরাত? তারাবির রাকাত?

    অনেক ইশু।


    মালিকিরা থাকে আফ্রিকায়। এই উপমহাদেশের সাথে কোনো লিংক নেই। তাদের মাঝেও যদি দেখি একই শিক্ষা যেটা হানাফিদের মাঝে প্রচলিত তবে "এই উপমহাদেশের হিন্দুদের থেকে এই কালচার মুসলিমদের মাঝে ঢুকেছে " যুক্তি যারা দেখায় তাদের কথা আর গ্রহনযোগ্য না।


    "রাফে ইয়াদাইন কি করবো?" "নামাজে হাত কোথায় বাধবো?" এগুলো নিয়ে দ্বন্ধ কেন? রাসুলুল্লাহ সা: এর যুগের ৫০ বছর পরে হলেও আমি যদি মসজিদে নববীতে গিয়ে উকি দিয়ে দেখতে পেতাম তারা কিভাবে নামাজ পড়ছে, তবে আমার মাঝে আর কোনো প্রশ্ন থাকতো না।

    উনার ওফাতের ৫০ বছর পরে তো লক্ষ-লক্ষ মুসলিম ছিলো।

    ১০
    ইমাম মালেক এই কাজটাই করেছেন। মদিনা শরিফে বসে দেখেছেন মসজিদে নববীতে কি করে নামাজ পড়ে। ৫০ বছর পরে না। কিন্তু ১০০ বছর পরে। এর উপর দলিল। তাই আমি এখন টাইম মেশিনে চড়ে উকি দিতে পারছি না। কিন্তু মালিকি মাজহাবের নিয়ম খুজে দেখতে পারি। সেখানে যা আছে সেটাই মসজিদে নববীতে প্রচলিত ছিলো।

    একটা নতুন তথ্য। নতুন প্রাসপেকটিভ।

    #HabibHanafi

      Comments:
    • পরের পোষ্ট :
      https://www.facebook.com/habib.dhaka/posts/10155587614243176

    21-Jun-2018 10:25 pm

    22-Jun-2018 12:14 pm


    মালিকি থেকে যা শিখেছি - ৩

    ১১
    এটা বুঝতে হবে যে কাউকে সত্যবাদি বিশ্বাস করার জন্য তার প্রতিদিনের প্রতিটা কথা সত্য কিনা যাচাই করা দরকার নেই। বরং সবচেয়ে বিতর্কিত বা অবিশ্বাস্য বা এ ধরনের কিছু সিলেকটেড কথা যাচাই করে দেখি। যদি দেখি যাচাই করাগুলো ঠিক তবে ধরে নেই অন্য কথাও ঠিক। সে বিশ্বাসি।

    ১২
    ৮০ থেকে ৯০ পর্যন্ত ১০-১২ বছর ধরে আমি শুধু হানাফি মাজহাবের মাসলা মাসায়েল শিখেছি। ৯০ এর পরে থেকে সালাফিদের যুক্তি আসা আরম্ভ করে যেগুলো আমাকে কনফিউজ করে।

    এ জন্য হানাফিদের প্রতিটা মাসলা আমাকে যাচাই করা দরকার নেই। বরং সবচেয়ে বিতর্কিতগুলো করলে হলো। ওগুলো ঠিক থাকলে বাকিগুলোও ঠিক।

    ১৩
    কেউ যদি কোনো বিরুদ্ধ যুক্তি নিয়ে আমার কাছে আসে। তবে দুটো হতে পারে।

    প্রথমতঃ তার কিছু কথা আমাকে কনফিউজড করতে পারে। ঐ কথাগুলো যাচাই করবো।

    দ্বিতীয়তঃ এগুলো আমাকে কনফিউজড করে না। সে ক্ষেত্রে আমি তাকে তার কথার জবাব শুনিয়ে তর্কে যাবো না। সে তার বিশ্বাস নিয়ে থাকতে পারে।

    ১৪
    কিছু লোকের মাঝে bully ট্রেন্ড বেশি। আপনার কাছে এসে জোর করতে থাকবে আপনার আমল আকিদার কোনো কিছু ঠিক নেই। আপনাকে এটা-ওটা করতে হবে। নয়তো আপনি পথভ্রষ্ট বা কাফের।

    এর কিছু যাচাই করতে হবে। এর পর যদি দেখি আমার বর্তমান পজিশন ঠিক আছে, তবে তাকে আমার উত্তর শুনিয়ে দিয়ে লাভ নেই। সে তর্ক যাবে, push করতে থাকবে, আপনাকে একুইজ করবে, বলবে আপনি কিছু জানেন না, emotional manipulation এর সব টেকনিক প্রয়োগ করবে।

    উত্তম হলো তার কথাগুলো যাচাই করে যদি দেখি ভুল তবে তাকে ব্লক করে দেয়া।

    ১৫
    দুইটা সঠিকের পার্থক্য যদি আকাশ পাতাল না হয় তবে সবচেয়ে সঠিকটা বের করার পেছনে আমি পড়বো না। প্রচলিত বা যেটা জানি বা যেটায় আমি কমফোর্টেবল সেটা নিয়েই চলবো।

    তাই "এটা আরো বেশি ঠিক" আমার জন্য দলিল না।
    "ওটা সম্পর্ন ভুল, এবং এটা ঠিক" -- এটা দলিল।

    #HabibHanafi

    22-Jun-2018 12:14 pm

    22-Jun-2018 6:34 pm


    খবর : "গতকাল রাতে ক্রোয়েশিয়ার কাছে আর্জেন্টিনার হারের পর রাজধানীর কাফরুলে গলায় দড়ি দিয়ে জাহিদুল ইসলাম জালাল (৩৫) নামে এক আর্জেন্টিনা সমর্থক আত্মহত্যা করেছে বলে জানা গেছে।"
      Comments:
    • ^ more likely. কারন এই বয়সে শুধু ইমোশনের উপর মানুষ আত্মহত্যা করে না।

    22-Jun-2018 6:34 pm

    23-Jun-2018 7:13 pm


    Cox-bazar. After sun-set.

    23-Jun-2018 7:13 pm

    24-Jun-2018 10:49 am


    মালেকি থেকে যা শিখেছি - ৪

    ১৬
    একটা কমন দাবি আছে যে ইমাম আবু হানিফা হাদিস অনুসরন করতেন না বরং উনার মন মতো ফয়সালা দিতেন। যে কারনে সহি হাদিসের সাথে হানাফি মাজহাবের রায়গুলোর বৈপরিত্য দেখা যায়।

    হানাফি আলেমদের জিজ্ঞাসা করলে বলবে "আবু হানিফা হাদিস অনুসারেই দিতেন। সহি হাদিস বলতে শুধু বুখারি মুসলিম বুঝায় না।"

    ১৭
    যুক্তি তো সব পক্ষেরই আছে। কি করে বুঝবো কোনটা norm? কোনটা সঠিকের গন্ডির ভেতর?

    উল্লেখ্য Judgement এর এই লেভেলে "এটা আলেমের কথা তাই conclusive" ধরবো না। কারন আমি আলেমদের কথাকেই judge করছি।

    ১৮
    এখানে tie-breaker আমি ধরি মালিকি মাজহাবকে। উমাম মালিক কি করেছেন?

    ইমাম মালিক মদিনা শরিফে বসে ওখানকার মুসলিমদের মাঝে প্রচলিত নিয়মগুলোকে প্রাধান্য দিয়ে ফিকাহের রায় দিয়েছেন। এবং সব ক্ষেত্রে উনার সংকলিত হাদিসের কিতাব মুয়াত্তার সাথে উনার রায় মিলে না। এটা পড়েছি, নিজে ভেরিফাই করে দেখি নি।

    উনি ছিলেন ইমাম আবু হানিফার সমসাময়িক। আবু হানিফা কুফায় বসে রায় দিতেন। ইমাম মালিক দিতেন মদিনায় বসে। তবে ইমাম মালিক আবু হানিফার কিছু জুনিয়র ছিলেন। এবং দুজনই ছিলেন ইন্ডিপেন্ডেন্ট। একজন অন্যজনের শিক্ষক না।

    ১৯
    ছোটবেলায় যখন বুখারি শরিফ পড়ছিলাম তখন হাদিস পেয়েছিলাম রাসুলুল্লাহ ﷺ খুতবা দিচ্ছিলেন। এক সাহাবি মসজিদে ঢুকে বসে পড়ছিলো। উনি ﷺ বললেন বসার আগে ২ রাকাত নামাজ পড়ে নাও। মানে খুতবা চলাকালিন মসজিদে ঢুকলে ২ রাকাত নামাজ পড়তে হবে।

    কিন্তু জানতাম হানাফি মাজহাবের রায় এর উল্টো। খুতবা চলাকালিন নামাজ পড়া যাবে না। বসে পড়তে হবে।

    মালিকি মাজহাবের রায় কি? পেলাম হানাফিদের মতো। খুতবা চলাকালিন নামাজ পড়া যাবে না। বসে পড়তে হবে।

    কেন? সহি হাদিসে তো এর বিপরিত কথা আছে। মালিকিদের কথা হলো খলিফাদের আমলে উনারা নামাজ পড়া পছন্দ করতেন না। তখন থেকে চালু হয়েছে। প্লাস ঐ সাহাবি যখন নামাজ পড়ছিলেন তখন রাসুলুল্লাহ সা: নিজের খুতবা বন্ধ রেখেছিলেন নামাজ শেষ হওয়া পর্যন্ত।

    ২০
    এই যুক্তিগুলো যদি আমি কোনো হানাফি আলেম থেকে শুনতাম, তবে এগুলো আমার কাছে গ্রহনযোগ্য মনে হতো না। তারা তো তাদের পক্ষে বলবেই।

    মালিকিদের কাছে যখন একই যুক্তি শুনলাম -- তখন বুঝলাম এটাই norm. আপত্তির কিছু দেখি না।

    #HabibHanafi

      Comments:
    • পরের পোষ্ট :
      https://www.facebook.com/habib.dhaka/posts/10155593408348176

    24-Jun-2018 10:49 am

    25-Jun-2018 10:57 am



    তুরষ্কের নির্বাচন যে এই দেশে ইসলামিষ্টদের মাঝে ওয়ার্ড কাপের মত টান টান উত্তেজনা সৃষ্টি করবে সেটা আগে ধারনা করি নি। সার্প্রাইজ ছিলো।

    Anyway, option ছিলো :

    - এরদোগান প্রেসিডেন্ট নির্বাচনে জিতবে, পাশে তার দলও জিতবে সংসদে : islamist দের পূর্ন বিজয়।

    - একটায় হারবে অন্যটায় জিতবে : অন্তর্দন্ধ। ঝুলন্ত অচল পরিস্থিতি।

    - দুটোতেই হারবে : revolution. তুরষ্কে ইসলামিষ্টদের শেষ।

    প্রথমটা হয়েছে।


    তবলিগে chess এর মত চলছে অনেকটা :

    - দেওবন্দ মাওলানা সাদ এর বিরুদ্ধে ফতোয়া দিয়েছে।

    - দেওবন্দের কিছু উলামা সাদ এর পক্ষে প্রচার চালাতে বাংলাদেশে এসেছে। এর মাঝে একজন দেওবন্দের ঐ ফতোয়ায় সাক্ষরকারীও আছেন।

    - সাক্ষরকারী ঐ আলেম দেওবন্দ থেকে বহিষ্কৃত। উনার বিরুদ্ধে অবস্থান নিয়ে এখন উনার বড় ভাই যিনি আরো বড় আলেম এখন দেশে।

    অথবা,

    - নিজামুদ্দিনের শ্রদ্ধেয় মুরুব্বি মারা যাবার পর সাদ সাহেবকেই জানাজার ইমাম করা হয়েছে। উনি বাতিল ফেরকার হলে উনাকে ইমাম করা হতো না।

    - জানাজায় সাদ সাহেবের ইমামতি না মেনে একজন বারান্দায় দাড়িয়ে জানাজার ভিডিও করে পোষ্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে সাদ সাহেব হানাফি মাজহাবের অবস্থান ছেড়ে দিয়ে জানাজার প্রতি তকবিরে হাত উঠাচ্ছেন। পেছনে যারা আছেন তারা কেউ এরকম করছে না।

    Waiting for next.

      Comments:
    • FAQ : "এরদোগান ইসলামিষ্ট না। যারা তাকে ইসলামিষ্ট বলে তারা রেন্ড ইহুদিদের দালাল।"
      "ঐটা সাদ সাহেবের ভিডিও না। অপপ্রচার করবেন না। জেনে কথা বলবেন। না জানলে চুপ থাকবেন।"

      ... এই ধরনের নারসিস্ট কমেন্টস।

    25-Jun-2018 10:57 am

    25-Jun-2018 9:04 pm


    Water flow sensor লাগবে অনেকগুলো।

    দেশে techshop বা স্টেডিয়াম থেকে কিনলে প্রতিটা ৭০০/=।

    আলি এক্সপ্রেস থেকে ৮ টা আনালাম। ৩ সপ্তাহ লাগলো। প্রতিটা পড়লো ২৫০/=। খরচ তিনভাগের একভাগ।

    চাইলে এখন অনলাইনে এর ব্যবসা খুলে বসতে পারি। ২০০% প্রফিট মার্জিন। :-)

    Anyway, এখন 3rd 4th batch order দিতে হবে। লাগবে মোট ৪০ টা।

    এর পর solenoid water valve 40 টা।
    এর পর 14 segment display ১৫-২০ টা।
    Arduino mega 4 টা।
    Raspberry Pi 2 টা।
    3 pin wire connector.
    water pressure sensor.
    hall effect current sensor.
    5v relay ২০-৩০ টা...
    এর পর ....

    লিষ্ট লম্বা হচ্ছে।
    সব ইনশাল্লাহ আলী এক্সপ্রেস থেকে। :-)

      Comments:
    • https://web.facebook.com/habib.dhaka/posts/10155547645608176
    • এর পরও তারা আমাকে কি কমিশন দিবে, তার কোনো খবর নেই।
    • ^ politically correct করে লিখলে লিখা লম্বা হয়, এবং এর পরও অস্পষ্ট হয়, বুঝতে কষ্ট হয়। তাই সংক্ষেপে লিখতে হয়। যেটা হয় ইমপার্ফেক্ট। যারা জানে তারা এর থেকে বেশি জানে। যারা জানে না এবং এত ডিটেলস জানা প্রয়োজন মনে করে না, তাদের জন্য এই পোষ্ট মূলতঃ। খুজলে এইরকম ভুল আমার প্রতি পোষ্টের প্রতি লাইনে পাবেন।

    25-Jun-2018 9:04 pm

    26-Jun-2018 6:03 am

    26-Jun-2018 7:54 pm


    মালেকি থেকে যা শিখেছি - ৫


    "রাফে ইয়াদাইন"

    বুখারি শরিফে আছে করতে হবে।
    তিরমিজি শরিফে করতে হবে না।
    হানাফিতে করতে হবে না।
    সালাফি করতে হবে।

    এতটুকু হলে সমস্যা ছিলো না।

    কিন্তু সালাফি মতে এক্সট্রা : রাফে ইয়াদাইন না করাটা ভুল। এবং যে করলো না সে রাসুলুল্লাহ সা: এর নামাজ পড়লো না।

    হানাফিদের মতে রাসুলুল্লাহ সা: আগে করতেন শেষে করা ছেড়ে দিয়েছিলেন তারা সেটা অনুসরন করে। সালাফিদের মতে পরে ছেড়ে দেন নি, মিথ্যা কথা।


    মালিকি মাজহাবের মত কি? ইমাম আবু হানিফার প্রভাব মুক্ত হয়ে মদিনা শরিফে মসজিদে নববীতে ১০০ বছর পর মুসুল্লিরা কি রাফে ইয়াদাইন করতো?

    উত্তর হলো : মালিকি মাজহাবেও রাফে ইয়াদাইন নেই। এমন কি জানাজার নামাজে বা ঈদের নামাজের তকবিরেও হাত তোলা নেই।


    সালাফিদের একটা নোট দেখছিলাম নেটে। লিখা ইমাম মালিক প্রথম জীবনে জানতেন না রাফে ইয়াদাইনের হাদিসগুলোর কথা। শেষ জীবনে যখন জেনেছেন তখন উনি অবস্থান পরিবর্তন করেন। এবং এটাই মালিকিদের মূলধারার ফতোয়া।


    কিন্তু সালাফিদের নিজেদের শিক্ষাকে "একমাত্র সঠিক শিক্ষা" প্রমান করার জন্য অনেক দাবিকে এক্সাগ্রেট করে প্রেজেন্ট করতে দেখেছি। এর একটা উধাহরন হলো "দাড়ি রাখা ফরজ"। সালাফিদের মতে ফরজ। তাই কিতাবে প্রমান দেখিয়েছে "চার মাজহাবের মতেও ফরজ"। কিন্তু আমি জানি চার মাজহাবে ফরজ না। শাফিতে সুন্নাহ। হানাফিতে ওয়াজিব।

    তাদের মাঝে cherry pick করার প্রবনতা বেশি। কোনো মাজহাবের মূল ধারার কথা ছেড়ে পছন্দমত কোনো আলেমের কথা তুলে নিয়ে দাবি করা "X মাজহাবের মত এই, কারন X মাজহাবের এই ইমাম এই কথা বলেছে।"

    নারে ভাই। প্রতি মাজহাবে শত শত ইমাম আছে। এর মাঝে কোনো এক বিষয়ে কোনো ইমামের কথা যদি ঐ মাজহাবের মূলধারার অন্য ইমামদের কথার বিপরতি হয় তবে মূলধারার মতের উপর মাজহাবের অবস্থান হয়। এক ইমামের কথায় না।


    তাই মালিকি মাজহাবের ব্যপারে শেষ কথা আসবে মালিকি মাজহাবের আলেমদের থেকে। সালাফিদের থেকে না। কারন এই সব বিষয়ে সালাফিদের দাবির উপর অন্ধ বিশ্বাস আমার কাছে উপরোক্ত কারনে কম।

    #HabibHanafi

    26-Jun-2018 7:54 pm

    27-Jun-2018 9:10 am



    এত জার্সি নিয়ে জনগন কি করবে গত কয়েকদিন চিন্তায় পড়ে গিয়েছিলাম। সব তো ফার্সট রাউন্ডেই আউট। আজকে সকালে গুগুল সার্চ করে দেখি, না জার্সি আছে আরো কিছু দিন।

    ফেসবুকে এত স্টেটাস খেলা নিয়ে। কিন্তু কোনোটাতে বলা নেই কে জিতলো কত গোলে। তাদের ইমোশন পড়ে আসল রেজাল্ট জানতে গুগুল করা লাগে।


    আজকে সকালে রেষ্টুরেন্টে এক ছেলেকে দেখি ব্রাজিলের জার্সি পড়ে মায়ের সাথে বসে খাচ্ছে। বুঝলাম ব্রাজিলও আছে আরো কিছু দিন।

    ইদানিং "সাত গোলের" ট্রল কমেন্ট দেখছি অনেক। এর কাহিনী কি? সার্চ করে পেলাম গত বছর সেমি ফাইনালে ব্রাজিল হেরেছিলো সাত গোলে।


    ফোন। এক মেয়ের গলা : "ওমুক ডট কম থেকে বলছি। আপনি কি হাবিবুর রহমান স্যার বলছেন?"

    আমার নাম হাবিবুর রহমান না, তবে মাঝে মাঝে হাবিবুর রহমান নামেও চালাই সহজ রাখার জন্য। বললাম : "হ্যা।"

    বলে, "আপনি একটা আর্জেন্টিনার জার্সি অর্ডার করেছেন। এটা কি কনফার্ম করে দেবো?"

    কে যেন আমার নাম লাগিয়ে ট্রল করছে।

      Comments:
    • FAQ : "লাষ্ট লাইনে কি আপনি গালি দিলেন?"
      কোন বোকায় যেন আমার নামে ট্রল করছে। কোন বাচ্চায় যেন...কোন খোকায়, কোন পাগলে। হাজার জিনিস হতে পারে।

      "আমি ভাবছিলাম কোন ***"
      এটা আপনার inner darkness এর জন্য. আগে নিজের অন্তর পরিষ্কার করেন। :-)

    27-Jun-2018 9:10 am

    27-Jun-2018 8:18 pm


    মালেকি থেকে যা শিখেছি - ৫

    ২১
    আগের পোষ্টের উদাহরন থেকে প্রশ্ন আসে :

    ১। মদিনা শরিফে মুসলিমদের মাঝে যা চর্চা ছিলো, সেটা শরিয়তের দলিল হতে পারে কিনা? কারন দলিল হবে "শুধু মাত্র কোরআন হাদিস।"

    ২। মনে করি রাসুলুল্লাহ ﷺ একটা জিনিস বলে গিয়েছেন। এর পর খলিফাদের সময়ে সেটা পরিবর্তিত হয়েছে। হাদিসের অনুসরন বলতে কোনটা বুঝাবে? রাসুলুল্লাহ ﷺ যেটা করে গিয়েছেন শুধু সেটা? নাকি উনার পরে খলিফাদের আমলের স্বিদ্ধান্ত?

    ২২
    সালাফিদের মাঝে "তারাবি ৮ রাকাত", "তারাবি নামে আলাদা নামাজ নেই", "তাহাজ্জুদই তারাবি" -- এই বিশ্বাসগুলো প্রচলিত কেন?

    কারন তারাবি মূলতঃ আরম্ভ হয়েছে ওমর রাঃ এর যুগ থেকে। তবে সহি হাদিস বলতে কি বুঝায়? শুধুমাত্র রাসুলুল্লাহ ﷺ এর আমলের কথা কাজ? তাহলে বলতে হবে সালাফিদের অবস্থানই ঠিক। এবং তারাবি নামে আলাদা নামাজ নেই।

    ২৩
    বস্তুতঃ এই প্রশ্নগুলোর উত্তরের ভিন্নতার উপর ভিন্ন ভিন্ন মাজহাব প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে।

    - মালিকি : কোরআন হাদিসের সাথে মদিনা শরিফে যা প্রচলিত ছিলো সেটাকে গুরুত্ব দেয়া হয়েছে।

  • হানাফি : কোরআন হাদিসের সাথে কুফায় যা প্রচলিত ছিলো।
  • শাফি : মূলতঃ হাদিস।
  • হাম্বলি : যে হাদিস যত বেশি সহি সেটাকে।

    ২৪
    প্রথম শতাব্দির দুজন ইমাম আবু হানিফা ও ইমাম মালিক প্রচলিতগুলোকে গুরুত্ব দিয়েছেন। দুজনই ১০০ বছর সময়কার। তখনো যার যার এলাকায় সাহাবাদের শিক্ষা এবং ছাত্ররা রয়ে গিয়েছিলো।

    পরবর্তি দুই ইমাম শাফি ও বিন হাম্বল এসেছে আগের দুজনের আরো ১০০ বছর পরে। তখন প্রচলিত গুলোকে অত গুরুত্ব দেয়া হয় নি। উনারা বেশি গুরত্ব দিয়েছেন সহি হাদিসের উপর।

    আমি এভাবে দেখেছি।

    ২৫
    কোন এপ্রোচটা সবচেয়ে বেশি সঠিক? এটা বিচার করার দায়িত্ব আমার না। কিন্তু এখান থেকে আমি দেখতে পারি ইমাম মালিক আর আবু হানিফার এপ্রোচ মোটামুটি একরকম। পার্থক্য একজন মদিনায় অন্যজন কুফায়।

    অর্থাৎ ইমাম আবু হানিফার এপ্রোচটা এলিয়েন কিছু না। মূল ধারার বাইরে না। দুজনের এই ব্যপারে এক ধারা হওয়া বুঝায় এর পর দ্বিমত থাকলেও এই ধারাটা সঠিকের গন্ডির ভেতরে।

    তাই হাই লেভেলের তর্কে না যেতে চাইলে, আমার জন্য এতটুকু দেখাই যথেষ্ট।

    কারন আধিক সঠিক বাহির করার পেছনে আমি পড়ছি না। যথেষ্ট সঠিক প্রমান পেলেই হলো।

    #HabibHanafi

      Comments:
    • ^ rounding error, approximation এই ধরনের ভুল এই পোষ্টে আরো আছে। সঠিক সংখ্যাটা বসিয়ে দেখতে পারেন পোষ্টের মূল কথা সে কারনে উল্টে যায় কিনা। আমার মতে যায় না।

    27-Jun-2018 8:18 pm

  • 28-Jun-2018 6:16 am


    খবর :

    আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এখন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে কাতরাচ্ছেন অনেকে। এর মাঝে, সুমন : কাটা পড়েছে হাঁটুর নিচ থেকে দুই পা। মাহিন : কাটা পড়েছে দুটি আঙুল। খিলগাঁওয়ের কিশোর আজহার : দুই হাত ও হাঁটু পুড়ে গেছে। আব্দুল্লাহ : গলা ও মুখ ঝলসে গেছে। রোকন : গলা ও মুখ ঝলসে গেছে।

    28-Jun-2018 6:16 am

    28-Jun-2018 7:25 pm


    ব্রাজিলের টপ নিউজপেপারের লোকাল প্রিন্টের গত তিন দিনের ফ্রন্ট পেইজের ছবি। তাদের সাইট থেকে কালেক্ট করা। সব খেলার খবর।

    ইন্টারনেশনাল ইংরেজি ভার্শনে খেলার খবর নেই -- but that's understandable.

    // যুক্তি-পাল্টাযুক্তি :-)



    28-Jun-2018 7:25 pm

    29-Jun-2018 6:14 am


    কতগুলো IoT আছে। Internet of things. যেমন fingerprint device বা CCTV DVR বা GPS tracker.

    এগুলো নেটওয়ার্ক দিয়ে চলে। কিন্তু configure-monitor এর জন্য নিজস্ব apps আছে। এগুলো automate করতে হবে।

    কি করে করবো?

    - এপ এ device এর IP সেট করার ব্যবস্থা আছে। এখানে ডিভাইসের বদলে নিজের server এর IP বসাতে হবে।

    - সার্ভারে একটা TCP proxy run করতে হবে। এর কাজ হবে মোবাইল থেকে যে ডাটা পাচ্ছে সেগুলো পড়ে ডিভাইসে পাঠিয়ে দেয়া, এবং ডিভাইসের ডাটা মোবাইলে।

    - এর পর এপটা চালিয়ে দেখতে হবে ডাটা পায় কিনা। সব ঠিক মত চলার কথা।

    - Traffic টা যেহেতু সার্ভারে ভেতর দিয়ে যাচ্ছে তাই ট্রাফিক লগ করে প্রোটোকোল বের করে ফেলা সহজ।

    Reverse engineering.

    FAQ :

    "Sniffer, TCP dump এগুলো দিয়েও করা যায়।"

    ঠিক। কিন্তু এগুলোতে ঝামেলা বেশি। সুবিধামত হার্ডওয়ার লাগে।

    #HabibAutomation

      Comments:
    • ^ অর্থ নেই। আমার সব পোষ্টে অর্থ থাকে না।

    29-Jun-2018 6:14 am