Post# 1528478618

8-Jun-2018 11:23 pm


শায়েখ বলছেন পত্রিকায় আবহাওয়া বিভাগ থেকে প্রকাশিত সূর্যাস্তের সময়ের তিন মিনিট পরের বদলে উল্টো বরং আধা থেকে এক মিনিট আগেই ইফতারি করা উচিৎ। কারন সতর্কতার ফোকাস দিতে হবে তাড়াতাড়ির দিকে। সূর্যডুবার নিশ্চয়তার দিকে না।

ব্যক্তিগত ভাবে এই ব্যপারে আমার মত নেই। এগুলো ফিকাহের ব্যপার। এটাই যদি সালাফিদের accepted rule হয় তবে তাই। আমি "মাজহাবগত পার্থক্যের" নোটে এটা টুকে রাখবো।

video:/img/photos_and_videos/videos/51160811_299823154934920_7245808762361697031_n_10155558516468176.mp4

    Comments:
  • FAQ : "...কি করবো?" "...আমি এই করি" "....এটা করা কি ঠিক?"
    উত্তর : এর উত্তর নির্ভর করে আপনার মাজহাব-মানহাজ কোন শায়েখের কথা ফলো করেন এই সবের উপর।

    "ফলো করবো কোরআন আর সুন্নাহ। সেক্ষেত্রে কি করবো?"
    তবে আমাকে জিজ্ঞাসা করছেন কেন? কোরআন আর সুন্নাহ থেকে নিজে জেনে নিন।

8-Jun-2018 11:23 pm

Published
8-Jun-2018