Post# 1528467454

8-Jun-2018 8:17 pm


খবর (রহস্য) :

সবাই সাঁতার জানতো। তবুও পুকুরে গোসল করতে গিয়ে বাড়ীর দিঘিতে ভেসে উঠে চার কিশোরের মৃতদেহ। সোমবার বিকাল পর্যন্ত তাদের পুকুরে গোসল করতে দেখে স্থানীয় বাসিন্দারা। সন্ধ্যার পর বাসায় না ফেরায় একে একে চার পরিবার কিশোরদের খুঁজতে থাকে। রাতে মাইকিংও করা হয়েছে। ভোর রাতের সেহরি খাবারের পর পুকুরে ভেসে ওঠা চার কিশোর ওয়াসিমের ছেলে রাহুল (১২) ও শামীম (১৩), আহছানের ছেলে রায়হান (১৩) ও নজরুল ইসলামের ছেলে লিয়ন (১২)। চার কিশোরের পরিবারের সবাই দিনমজুর। পঞ্চম শ্রেণির ছাত্র।

চার কিশোরের মধ্যে তিন কিশোরের ডান হাতে একটি করে স্পট রয়েছে। নাকে মুখে রক্ত ঝরছে। প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, বৈষ্টের দিঘির পাড়ে বটগাছে কালনাগিনী সাপের দংশন। ওয়ার্ড কমিশনার মো. শুকু মিয়া বলেন ভোরে ওই পুকুরে নামাজের জন্য অজু করতে গিয়ে মৃতদেহগুলো ভাসতে দেখেন স্থানীয় এক বাসিন্দা। ঘটনাস্থলে গিয়ে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক জয়নাল আবেদীন মৃতদেহগুলোর সুরতাহাল রিপোর্ট তৈরি করেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহং জাবেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। চার কিশোরের মৃত্যু সম্পর্কে কোনো রহস্য খুঁজে না পাওয়ায় তাদের পারিবারিকভাবে দাফন করা হয়েছে।

8-Jun-2018 8:17 pm

Published
8-Jun-2018