Post# 1529470691

20-Jun-2018 10:58 am


কোনো arduino একবার প্রোগ্রাম করে বসিয়ে দিলাম এবং চলতে থাকলো এরকম করার উপায় নেই

প্রথমতঃ arduino তে স্টোরেজ নেই। তাই কারেন্ট চলে গিয়ে আসলে আগের state জানবে কি করে?

দ্বিতীয়তঃ clock নেই। "সকাল এতটায় এই, বিকাল অতটায় সেই" বলার উপায় নেই।

তৃতীয়তঃ Feedback দেবার জন্য কোনো নেট কানেকশন নেই।

সমাধান : Arduino এর সাথে একটা Raspberry PI সবসময় লাগিয়ে রাখা। Raspberry PI আরডুইনোকে কমান্ড পাঠাবে। আরডুইনো অনেকটা dumb IO port এর কাজ করবে।

    Comments:
  • pi এর gpio 2V. আরডুইনোর 5V. বাজারের সব ইকুইপমেন্ট 5V এ চলে। এটাই প্রধান কারন।

20-Jun-2018 10:58 am

Published
20-Jun-2018