Post# 1529358123

19-Jun-2018 3:42 am


তাসাউফের লাইনের একটা দিক হলো দুনিয়া বিমুখিতা।


দুনিয়া বিমুখিতার একটা দিক হলো সরকারী পদ বা ক্ষমতা পাবার চেষ্টা না করা। সরকারের দরবার থেকে দূরে থাকা।

তার অর্থ এই না যে এটা মাকরুহ বা হারাম। কারন তাসাউফের লাইনের সবকিছু হলো নফল।


সুফিরা হালাল কামাই খাওয়ার দিকে জোর দেয় বেশি। এবং হালাল কামাইয়ের মাঝে সেটা উত্তম যেটা নিজের হাতে পরিশ্রম করে কামায়। মানে হাতের কাজ। পোষ্টের কাজ না। বা ক্ষমতার কাজ না।


এর অর্থ এই না যে সরকারী চাকরিজিবিরা ওলি-আউলিয়া হতে পারবে না। তবে সব রুল কভার করার দায়িত্ব আমার না। মূল পয়েন্ট ঐটাই যেটা উপরে বললাম।

    Comments:
  • FAQ : "কেউ যদি...."
    উত্তর : জানা নেই।

19-Jun-2018 3:42 am

Published
19-Jun-2018