Post# 1528046118

3-Jun-2018 11:15 pm


একটা সিসটেম করতে হবে বাসায় যেন কেউ কল ছেড়ে রাখলেও পানি সারাদিন ধরে পড়তে না থাকে। দুই বালতি পানি পড়ার পর তৃতীয় বালতির সময় পানি অটোমেটিক বন্ধ হয় যায়। কি ভাবে করবো?

পানির পাইপের প্রতিটা লাইনে একটা water flow sensor লাগাতে হবে। Sensor এর আউটপুট একটা arduino এর সাথে লাগাতে হবে। এর পর arduino হিসাব রাখবে প্রতি পাইপে ফ্লো কতো। যখন দেখবে পানির ফ্রো কোনো পাইপে অনেকক্ষন ধরে বেশি তখন ঐ পাইপটা বন্ধ করে দেবে।

"বন্ধ করবে কি করে?"

এর জন্য প্রতিটা পাইপে সেন্সরের সাথে সাথে একটা solenoid valve লাগাতে পারবে। NO-Solenoid valve সাধারন ভাবে পানি প্রবাহের জন্য খোলা থাকে। 12V কারেন্ট দিলে ভালভটা বন্ধ হয়ে যায়। যতক্ষন কারেন্ট থাকে ততক্ষন।

যারা জিজ্ঞাসা করছেন "এতগুলো water flow meter দিয়ে কি করবেন?" তার জবাব।

এর জন্য প্রথম ধাপে aliexpress থেকে water flow meter গুলো অর্ডার দিয়েছি। লাগবে ৩২টা। অর্ডার দিয়েছি ৮টা। প্রতিটা ২০০ টাকা করে। এই ব্যচ যদি আসে এর পর বাকিগুলো অর্ডার দেবার প্লেন। Lets see what happens.

FAQ : "এত কমপ্লেক্সলি করার দরকার কি? <এভাবে> করলেই তো হতো।"

আগে দেখেন আপনার plan দিয়ে system টা automate করা যাবে কিনা। এরপর দেখেন খরচ এর থেকে কম হবে কিনা।

"এই সব না করলেই তো হয়। সাবধানে পানি খরচ করবেন।"

পানি খরচ ভাড়াটিয়ারা করে। আমি করি না যেহেতু। তাই এই সব করলেও আমার ক্ষতি নেই।

"কারেন্টের শক খেয়ে যদি ভাড়াটিয়া মারা যায় তবে এর দায়িত্ব নেবে কে?"

পাইপগুলো প্লাসটিকের। সিসটেমটা চলবে ব্যটারির কারেন্টে 5 থেকে 12V DC তে.

"তার পরও ভাই, এগুলো শুনতেই আমার কেমন যেন লাগছে। পরে যদি কিছু হয় তবে আমি কিন্তু বলবো -- আমি আগেই কইছিলাম..."

আচ্ছা।

#HabibAutomation

    Comments:
  • 12V হলো ব্যটারির কারেন্ট।
  • ^ Current হলো একটা umbrella term যেটা volt, electricity, watt, ampere সব কিছু বুঝাতে ব্যবহৃত হয়, context অনুযায়ি।
    "এই মাসে বেশি কারেন্ট খরচ হয়েছে" : wattage.
    "কারেন্টের তার" : electricity
    "এই তারে কারেন্ট বেশি" : voltage.

3-Jun-2018 11:15 pm

Published
3-Jun-2018