Post# 1528028325

3-Jun-2018 6:18 pm


Fake it till you get it বলে একটা কথা আছে ইংরেজিতে। যাই হোক, অন্যের মুখোশ উন্মোচন করার সমস্যা হলো জনগন কিছু পরে যখন আমার মুখোশ উন্মোচন করতে আসবে তখন "কাইন্দা দিবো"।

এর পরও শেয়ার করলাম "পহেলা বৈশাখের উৎসব রাসুলুল্লাহ সা: এর সাথে লিংকড" আর্টিক্যলের রিফিউটেশন হিসাবে।

Technically যখনই দেখি net mob কারো মুখোশ উন্মোচন করছে তখন আমি mob এর সাথে join না করে বরং victim এর পক্ষে চলে আসি। যে কারনে আসিফ সিবগাত ভাইয়ের পক্ষে ছিলাম বহু দিন।

এর পর একটা টার্নিয় পয়েন্ট আসে। যখন এত কংক্লুসিভলি কিছু প্রমানিত হয়ে যায়, যে এর পর আর পক্ষে কিছু বলার থাকে না।

উসামা ইসলামের জন্য সেই টার্নিং পয়েন্ট ছিলো যখন দেখলাম উনি তারেক জামিল সাহেবের জীবনের একটা ঘটনা নিজের জীবনে ঘটেছে বলে চালিয়ে দিচ্ছেন তখন।।

আল্লাহ তায়ালা আমাকে ক্ষমা করুন।

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

3-Jun-2018 6:18 pm

Published
3-Jun-2018