Post# 1529598341

21-Jun-2018 10:25 pm


মালিকি থেকে আমি যা শিখেছি - ২


মালেকি কেন?

কিছু ইশু আছে যেগুলোর উপর হানাফি-সালাফি দ্বন্ধ চিরন্তন।

যেমন কেউ বললো, "এই নিয়ম শুধু আমাদের এই উপমহাদেশে প্রচলিত। দুনিয়ার আর কোনো মুসলিমদের মাঝে নেই।"

যদি দেখি তুরষ্কে আছে। তবে প্রশ্ন জাগে, "তুরস্ক হানাফি। হয়তো এটা শুধু হানাফিদের মাঝে প্রচলিত।"

যদি দেখি শাফিদের মাঝেও আছে। তখন প্রশ্ন, "হয়তো আমাদের উপমহাদেশ থেকে এই শিক্ষা মালয়শিয়ার শাফিদের মাঝে গিয়েছে।"

সমাধান মালিকিদের মাঝে দেখা।


এই ধরনের কিছু ইশু :

তাসাউফ কি আগা গোড়া পুরোটাই বিদআত আর কুফর? যেটা আমাদের এই উপমহাদেশে হিন্দুদের থেকে এসেছে?

আশারি মাতুরিদি? হিন্দুদের থেকে?

মাজহাব? নামাজের নিয়ম? শবেবরাত? তারাবির রাকাত?

অনেক ইশু।


মালিকিরা থাকে আফ্রিকায়। এই উপমহাদেশের সাথে কোনো লিংক নেই। তাদের মাঝেও যদি দেখি একই শিক্ষা যেটা হানাফিদের মাঝে প্রচলিত তবে "এই উপমহাদেশের হিন্দুদের থেকে এই কালচার মুসলিমদের মাঝে ঢুকেছে " যুক্তি যারা দেখায় তাদের কথা আর গ্রহনযোগ্য না।


"রাফে ইয়াদাইন কি করবো?" "নামাজে হাত কোথায় বাধবো?" এগুলো নিয়ে দ্বন্ধ কেন? রাসুলুল্লাহ সা: এর যুগের ৫০ বছর পরে হলেও আমি যদি মসজিদে নববীতে গিয়ে উকি দিয়ে দেখতে পেতাম তারা কিভাবে নামাজ পড়ছে, তবে আমার মাঝে আর কোনো প্রশ্ন থাকতো না।

উনার ওফাতের ৫০ বছর পরে তো লক্ষ-লক্ষ মুসলিম ছিলো।

১০
ইমাম মালেক এই কাজটাই করেছেন। মদিনা শরিফে বসে দেখেছেন মসজিদে নববীতে কি করে নামাজ পড়ে। ৫০ বছর পরে না। কিন্তু ১০০ বছর পরে। এর উপর দলিল। তাই আমি এখন টাইম মেশিনে চড়ে উকি দিতে পারছি না। কিন্তু মালিকি মাজহাবের নিয়ম খুজে দেখতে পারি। সেখানে যা আছে সেটাই মসজিদে নববীতে প্রচলিত ছিলো।

একটা নতুন তথ্য। নতুন প্রাসপেকটিভ।

#HabibHanafi

    Comments:
  • পরের পোষ্ট :
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155587614243176

21-Jun-2018 10:25 pm

Published
21-Jun-2018