১
আগেরকার দিনের সুফিরা পাট-চটের কাপড় পড়তো। কারন সবচেয়ে সস্তা এবং পড়লে সবচেয়ে কষ্ট লাগে বলে। "জুহুদ"। দুনিয়াতে কষ্ট করা, যেন আখিরাতে ভালো থাকে।
আর বড় লোকেরা পড়তো সিল্ক। সবচেয়ে পাতলা, সবচেয়ে আরামের। এবং সবচেয়ে দামি। একারনে পুরুষদের জন্য সিল্ক পড়া নিষেধ, ইসলামে।
২
যুগ বদলিয়েছে। এখন ঈদে "পাটের" পাঞ্জাবি কিনবেন? ৮ - ১৮ হাজারের ধাক্কা। শুধু গুলশান বনানি ধানমন্ডিতে পাওয়া যাবে। ঐখানকার বড়লোকরা কিনে।
আর দেশের বাড়ি থেকে গরিব যারা জাকাত-ফিতরার জন্য আসে। এরা পড়ে "সিল্কের" পাঞ্জাবি। দাম সবচেয়ে কম বলে, ৩০০-৪০০ টাকায় পাওয়া যায়। রেশমের সিল্ক না। কিন্তু নামে সিল্ক, দেখতে সিল্ক, পাতলায় সিল্ক, ঝলমলে সিল্কের মত।
৩
"ছিলো আমার জরির জামা, কত ঝলমইল্যা!
মাওলা তুমি কাইরা নিয়া ছালা পিন্দাইলা।"
Not sure, সে কি বড়লোক হলো।
নাকি "জুহুদের" লাইনে আগে বাড়লো।
- Comments:
- ^ ছোট বেলায় শুনা কোনো ফিল্মের গান। কবিতা না।