Post# 1529321604

18-Jun-2018 5:33 pm


হিজামা করানোর মাঝে অনেক উপকার আছে কিন্তু রেইট গলা কাটা। ৫-৬ হাজার টাকা লাগে নরমাল একটা সেশনে।

প্রথম কথা হলো এখনো এই দেশে ডাক্তাররা হিজামা করাচ্ছেন। স্পেশিয়ালি ডেন্টিস্ট রা। এবং উনারা সার্জারি করার যে রেইট সে রেইটে হিসাব করছেন সম্ভবতঃ।

কিন্তু হিজামা সার্জারি না। এবং এর জন্য এত এক্সপার্টিজ লাগে না। নরমাল মানুষ যখন হিজামা করানোতে এক্সপার্ট হয়ে উঠবে তখন রেইট কমবে আশা করা যায়।

FAQ:
"হিজামা কি?"

উত্তর : যারা এই প্রশ্নের উত্তর জানে শুধু তাদের জন্য এই পোষ্ট।

"৫-৬ হাজার লাগে না। আপনি যদি <এই এই> করান তবে ২-৩ হাজারই যথেষ্ট।"

উত্তর : ঐ একই কথা হলো।

"হাবি-জাবি জিনিসের পেছনে কত টাকা খরচ করেন। কিন্তু সুন্নাহ চিকিৎসার জন্য সামান্য টাকা খরচ করতে আপনাদের লাগে।"

উত্তর : রেট তার পরও বেশি।

"আমাদের এই <লিংক>-এ আসেন। আমরা কম রাখবো।"

উত্তর : বা বেশি রাখবেন। আগে থেকে বুঝার উপায় নেই। এই যুগে রেইট জানার জন্য দোকান ভিজিট করা শর্ত হওয়া উচিৎ না।

18-Jun-2018 5:33 pm

Published
18-Jun-2018