খেলার খবর :
১
মেসি ভক্তদের জন্য দুঃসংবাদ। মেসি পেনাল্টি মিস করে আইসলেন্ডের সাথে ড্র। আইসলেন্ডের জনসংখ্যা হলো মাত্র ৩ লাখ। গোলকিপার হলেন ফিল্ম ডিরেক্টর। আর মেনেজার ডেন্টিস্ট।
২
ব্রাজিল ভক্তদের জন্য দুঃসংবাদ। ব্রাজিল ড্র করেছে সুইজারল্যন্ডের সাথে।
৩
জার্মানি ভক্তদের জন্য দুঃসংবাদ। মেক্সিকোর কাছে হেরেছে। হারার মুহুর্তে মেক্সিকোর জনগন এত লাফিয়েছে মেশিনগুলো ঐ দেশে ভুমিকম্প হচ্ছে বলে রেকর্ড করেছে।
৪
সৌদি ভক্তদের জন্য দুঃসংবাদ। সৌদি ৫ গোলে হেরেছে রাশিয়ার কাছে। পরাজয়ের পর এখন দোষ চাপাচ্ছে কাতারের উপর। Literally.
৫
সালাহ ভক্তদের জন্য দুঃসংবাদ। সালাহ খেলছে না। আহতের কারনে সাইড ব্যঞ্চে।
- Comments:
- আমার এই প্রথম চালান যদি না আসে তবে আপনাকে দিয়ে ইমপোর্ট করাতে হবে। Get ready.
- হয়তো আমার দুইজন ভিন্ন দুইজনের কাছ থেকে রেট নিয়েছি। Whatever.
- "হিজামা" দিয়ে ফেসবুকে সার্চ দিন, অনেক পাবেন। এখানে কারো লিংক দিতে পারছি না কারন এটা সমালোচনা মূলক পোষ্ট। কারো লিংক দিলে মনে হবে তার সমালোচনা করে এই পোষ্ট দিয়েছি।