Water flow sensor লাগবে অনেকগুলো।
দেশে techshop বা স্টেডিয়াম থেকে কিনলে প্রতিটা ৭০০/=।
আলি এক্সপ্রেস থেকে ৮ টা আনালাম। ৩ সপ্তাহ লাগলো। প্রতিটা পড়লো ২৫০/=। খরচ তিনভাগের একভাগ।
চাইলে এখন অনলাইনে এর ব্যবসা খুলে বসতে পারি। ২০০% প্রফিট মার্জিন। :-)
Anyway, এখন 3rd 4th batch order দিতে হবে। লাগবে মোট ৪০ টা।
এর পর solenoid water valve 40 টা।
এর পর 14 segment display ১৫-২০ টা।
Arduino mega 4 টা।
Raspberry Pi 2 টা।
3 pin wire connector.
water pressure sensor.
hall effect current sensor.
5v relay ২০-৩০ টা...
এর পর ....
লিষ্ট লম্বা হচ্ছে।
সব ইনশাল্লাহ আলী এক্সপ্রেস থেকে। :-)
- Comments:
- https://web.facebook.com/habib.dhaka/posts/10155547645608176
- এর পরও তারা আমাকে কি কমিশন দিবে, তার কোনো খবর নেই।
- ^ politically correct করে লিখলে লিখা লম্বা হয়, এবং এর পরও অস্পষ্ট হয়, বুঝতে কষ্ট হয়। তাই সংক্ষেপে লিখতে হয়। যেটা হয় ইমপার্ফেক্ট। যারা জানে তারা এর থেকে বেশি জানে। যারা জানে না এবং এত ডিটেলস জানা প্রয়োজন মনে করে না, তাদের জন্য এই পোষ্ট মূলতঃ। খুজলে এইরকম ভুল আমার প্রতি পোষ্টের প্রতি লাইনে পাবেন।