১
অন্যকে "আপনি দ্বিনের জন্য খরচ করুন" বলা -- এটা অবাঞ্জিত উপদেশ।
আর উনার সেই খরচ করা দিয়ে যদি আমি উপকৃত হই তবে এটা আমার ভিক্ষা।
আমাদের উচিৎ ভিক্ষা না করে নিজে দান করা।
২
"আপনি দ্বিনের জন্য যেহেতু বই ছাপাচ্ছেন, তাই ফ্রি তে দিন" -- এটা আমার ভিক্ষা, উপরের ১ নং পয়েন্ট অনুসারে।
নিজে ভিক্ষা না করে, নিজে দান করা হবে, যদি আমি ফ্রি না খুজে স্বাভাবিকের থেকে বেশি দামে দ্বিনি বই কিনি।
৩
যে হুজুর আমার বাচ্চাদের কোরআন পড়ায়, যে নামাজ পড়ায় -- এদের সবার জন্য এ কথা প্রযোজ্য। তাদেরকে ফ্রি করতে না বলে বরং উচিৎ বেশি টাকা দেয়া।
বেশি দেয়াটা আমার দান তাদের উপর। ফ্রি করাটা তাদের দান আমার জন্য।
৪
নিচের আর্টিক্যলের বক্তব্য মূলতঃ এই।
বিপরিত পক্ষেরও যুক্তি আছে। সেগুলো অন্য দিনের জন্য।
https://www.facebook.com/notes/sharif-abu-hayat-opu/%E0%A6%9D%E0%A6%BF%E0%A6%81%E0%A6%9D%E0%A6%BF%E0%A6%81-%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%95%E0%A6%BE/10156602235758319/