FAQ :
"চাদ দেখার উপর ম্যপ কোথা থেকে নিয়েছেন?"
habibur.com থেকে। নেটে আরো অনেক সাইটে এই ধরনের ম্যপ আছে। "moon sighting global scan" দিয়ে google images এ সার্চ দিয়ে সাইটগুলো বের করতে পারবেন।
"কিভাবে হিসাব করে?"
অনেক ফর্মুলা আছে। জনপ্রীয় হলো Yallop's যেটা এখানে ব্যবহার করা হয়েছে।
"এগুলো কতটুকু একুরেট?"
৮০% বলতে পারি।
আরো প্রশ্ন কমেন্টে পড়লে এখানে এড করা হবে ইনশাল্লাহ।
- Comments:
- ^ চাদের অবস্থান বা আলো নির্ধারনের জন্য কৃত্তিম উপগ্রহ দরকার নেই।
- প্রতিটা পয়েন্টে যে সময়ে evening তখন ঐ পয়েন্টে দেখার সম্ভাবনা। প্রতিটা পয়েন্টের জন্য আলাদা কেলকুলেশন বলে পুরো মেপটা করতে অনেক ক্যলকুলেশন করতে হয়।