Post# 1530231241

29-Jun-2018 6:14 am


কতগুলো IoT আছে। Internet of things. যেমন fingerprint device বা CCTV DVR বা GPS tracker.

এগুলো নেটওয়ার্ক দিয়ে চলে। কিন্তু configure-monitor এর জন্য নিজস্ব apps আছে। এগুলো automate করতে হবে।

কি করে করবো?

- এপ এ device এর IP সেট করার ব্যবস্থা আছে। এখানে ডিভাইসের বদলে নিজের server এর IP বসাতে হবে।

- সার্ভারে একটা TCP proxy run করতে হবে। এর কাজ হবে মোবাইল থেকে যে ডাটা পাচ্ছে সেগুলো পড়ে ডিভাইসে পাঠিয়ে দেয়া, এবং ডিভাইসের ডাটা মোবাইলে।

- এর পর এপটা চালিয়ে দেখতে হবে ডাটা পায় কিনা। সব ঠিক মত চলার কথা।

- Traffic টা যেহেতু সার্ভারে ভেতর দিয়ে যাচ্ছে তাই ট্রাফিক লগ করে প্রোটোকোল বের করে ফেলা সহজ।

Reverse engineering.

FAQ :

"Sniffer, TCP dump এগুলো দিয়েও করা যায়।"

ঠিক। কিন্তু এগুলোতে ঝামেলা বেশি। সুবিধামত হার্ডওয়ার লাগে।

#HabibAutomation

    Comments:
  • ^ অর্থ নেই। আমার সব পোষ্টে অর্থ থাকে না।

29-Jun-2018 6:14 am

Published
29-Jun-2018