১
তুরষ্কের নির্বাচন যে এই দেশে ইসলামিষ্টদের মাঝে ওয়ার্ড কাপের মত টান টান উত্তেজনা সৃষ্টি করবে সেটা আগে ধারনা করি নি। সার্প্রাইজ ছিলো।
Anyway, option ছিলো :
- এরদোগান প্রেসিডেন্ট নির্বাচনে জিতবে, পাশে তার দলও জিতবে সংসদে : islamist দের পূর্ন বিজয়।
- একটায় হারবে অন্যটায় জিতবে : অন্তর্দন্ধ। ঝুলন্ত অচল পরিস্থিতি।
- দুটোতেই হারবে : revolution. তুরষ্কে ইসলামিষ্টদের শেষ।
প্রথমটা হয়েছে।
২
তবলিগে chess এর মত চলছে অনেকটা :
- দেওবন্দ মাওলানা সাদ এর বিরুদ্ধে ফতোয়া দিয়েছে।
- দেওবন্দের কিছু উলামা সাদ এর পক্ষে প্রচার চালাতে বাংলাদেশে এসেছে। এর মাঝে একজন দেওবন্দের ঐ ফতোয়ায় সাক্ষরকারীও আছেন।
- সাক্ষরকারী ঐ আলেম দেওবন্দ থেকে বহিষ্কৃত। উনার বিরুদ্ধে অবস্থান নিয়ে এখন উনার বড় ভাই যিনি আরো বড় আলেম এখন দেশে।
অথবা,
- নিজামুদ্দিনের শ্রদ্ধেয় মুরুব্বি মারা যাবার পর সাদ সাহেবকেই জানাজার ইমাম করা হয়েছে। উনি বাতিল ফেরকার হলে উনাকে ইমাম করা হতো না।
- জানাজায় সাদ সাহেবের ইমামতি না মেনে একজন বারান্দায় দাড়িয়ে জানাজার ভিডিও করে পোষ্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে সাদ সাহেব হানাফি মাজহাবের অবস্থান ছেড়ে দিয়ে জানাজার প্রতি তকবিরে হাত উঠাচ্ছেন। পেছনে যারা আছেন তারা কেউ এরকম করছে না।
Waiting for next.
- Comments:
- FAQ : "এরদোগান ইসলামিষ্ট না। যারা তাকে ইসলামিষ্ট বলে তারা রেন্ড ইহুদিদের দালাল।"
"ঐটা সাদ সাহেবের ভিডিও না। অপপ্রচার করবেন না। জেনে কথা বলবেন। না জানলে চুপ থাকবেন।"... এই ধরনের নারসিস্ট কমেন্টস।