Post# 1530069020

27-Jun-2018 9:10 am



এত জার্সি নিয়ে জনগন কি করবে গত কয়েকদিন চিন্তায় পড়ে গিয়েছিলাম। সব তো ফার্সট রাউন্ডেই আউট। আজকে সকালে গুগুল সার্চ করে দেখি, না জার্সি আছে আরো কিছু দিন।

ফেসবুকে এত স্টেটাস খেলা নিয়ে। কিন্তু কোনোটাতে বলা নেই কে জিতলো কত গোলে। তাদের ইমোশন পড়ে আসল রেজাল্ট জানতে গুগুল করা লাগে।


আজকে সকালে রেষ্টুরেন্টে এক ছেলেকে দেখি ব্রাজিলের জার্সি পড়ে মায়ের সাথে বসে খাচ্ছে। বুঝলাম ব্রাজিলও আছে আরো কিছু দিন।

ইদানিং "সাত গোলের" ট্রল কমেন্ট দেখছি অনেক। এর কাহিনী কি? সার্চ করে পেলাম গত বছর সেমি ফাইনালে ব্রাজিল হেরেছিলো সাত গোলে।


ফোন। এক মেয়ের গলা : "ওমুক ডট কম থেকে বলছি। আপনি কি হাবিবুর রহমান স্যার বলছেন?"

আমার নাম হাবিবুর রহমান না, তবে মাঝে মাঝে হাবিবুর রহমান নামেও চালাই সহজ রাখার জন্য। বললাম : "হ্যা।"

বলে, "আপনি একটা আর্জেন্টিনার জার্সি অর্ডার করেছেন। এটা কি কনফার্ম করে দেবো?"

কে যেন আমার নাম লাগিয়ে ট্রল করছে।

    Comments:
  • FAQ : "লাষ্ট লাইনে কি আপনি গালি দিলেন?"
    কোন বোকায় যেন আমার নামে ট্রল করছে। কোন বাচ্চায় যেন...কোন খোকায়, কোন পাগলে। হাজার জিনিস হতে পারে।

    "আমি ভাবছিলাম কোন ***"
    এটা আপনার inner darkness এর জন্য. আগে নিজের অন্তর পরিষ্কার করেন। :-)

27-Jun-2018 9:10 am

Published
27-Jun-2018