Post# 1528531275

9-Jun-2018 2:01 pm


Summary :
সৌদি-মধ্যপ্রাচ্য : ২৯ দিন : শুক্রুবার ঈদ।
ভারত-পাকিস্তান : ৩০ দিন : শনিবার ঈদ।
বাংলাদেশ : ২৯ দিন : শনিবার ঈদ।

As usual, আরবী মাসের ২৯ তারিখে চাদ দেখার চেষ্টা করা হয়। দেখা গেলে ঈদ/রমজান/নতুন মাস। না গেলে ৩০ তারিখ রাতে চাদ দেখা যাক বা না যাক নতুন মাস আরম্ভ হবে। আরবী মাস কখনো ৩০ দিনের এর বেশি হয় না। কিংবা ২৯ এর কম হয় না।

সামনের বৃহস্পতিবার রাতে ঈদের চাদ দেখার চেষ্টা হবে। ইনশাল্লাহ।

সৌদিতে ২৯ রোজা হয়ে বৃহস্পতিবার রাতে চাদ দেখা যাবে এবং শুক্রুবার ঈদ।
ভারত-পাকিস্তানে বৃহস্পতিবার দেখা যাবে না। তাই ৩০ রোজা পূর্ন করে শনিবার ঈদ।
বাংলাদেশে ২৯ রোজা পূর্ন করে শুক্রুবার রাতে আকাশে বিশাল স্পষ্ট চাদ দেখা যাবে ঢাকা সহ সারা দেশ থেকে। তাই শনিবার ঈদ।


9-Jun-2018 2:01 pm

Published
9-Jun-2018