Facebook Posts - April 2018

2-Apr-2018 2:16 pm


আমেরিকা

- আমেরিকাতে বাপ মার সম্মতিতে বিয়ে করলে বিয়ের জন্য কোনো মিনিমাম বয়স নেই। ১২ বছর বয়সেও বিয়ে হয়। বাংলাদেশে সব বিয়ে হয় বাপ মার সম্মতিতে।

- বাংলাদেশে বিয়ের জন্য হাজার হাজর টাকা বাধ্যতামূলক সরকারকে ট্যাক্স ফি দিতে হয়। এর পর রেজিস্ট্রেশন করতে হয়। কাজি কোনো কারনে বিয়ে না পড়াতে চাইলে বিয়ে করতে পারবেন না। আমেরিকাতে বিয়েতে কোনো ট্যক্স ফি নেই। বাধ্যতামূলক রেজিস্ট্রেশন নেই।

2-Apr-2018 2:16 pm

2-Apr-2018 4:42 pm


সরকার আপনাকে তিন তলাক দেবার জন্য সব দিক থেকে প্ররোচিত করবে। বুঝাবে "তিন তালাক না দিলে তালাক হয় না" "তালাক মানে তিন তালাক" "তালাক দিতে হলে তিন তালাক দিতে হবে" আপনার কাছ থেকে তিন তালাকের সই নেবে। -- এই সবগুলো আপনার সাথে প্রতারনা।

তালাক দিতে চাইলে এক তালাক দিন। এর পর তিন মাস আর কিছু করবেন না। তিন মাস পর বিয়ে ভেঙ্গে যাবে। আপনার বৌ অন্য জায়গায় বিয়ে করতে পারবে।

এই একটা জনিস আমি বার বার করে পোষ্ট করছি।

ইনবক্সে আমার কাছে তালাকের ব্যপারে কোনো সমাধান চেয়ে লাভ নেই। আমি তালাকের ব্যপারে কোনো সমাধান দেই না [আরবীতে ফতোয়া]। আলেমদের জিজ্ঞাসা করেন।

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
    Comments:
  • FAQ : "এরকম এরকম করলে কি ওরকম হবে?"
    উত্তর : জানা নেই। আলেমদের জিজ্ঞাসা করেন।

2-Apr-2018 4:42 pm

3-Apr-2018 6:51 pm


বিসমিল্লাহ ভাই। কারন সৃষ্টির মাঝে করার ক্ষমতা শুধু আল্লাহর আছে। যোগিনী সাধকদের তন্ত্র মন্ত্র শক্তি দিয়ে যা কিছু করতে দেখি এগুলো আল্লাহই করেন। কিন্তু কার নাম নিয়ে আমি কাজটা করলাম সেটা আসল। কার উপর খুশি হলাম। কার প্রশংসা করলাম।

আল্লাহর নাম নিয়ে করলে আল্লাহ তায়ালা খুশি হন। কাজটা যে করলেন উনাকে ধন্যবাদ দেয়া হয়। শয়তানের নাম নিয়ে কাজ আরম্ভ করলেও আল্লাহ তায়ালাই কাজটা করে দেন। কারন শয়তানের কোনো শক্তি নেই। কিন্তু কাজের ক্রেডিটটা তখন দেয়া হয় অন্ধকারকে।

বিসমিল্লাহ ভাই। তাই সব কাজের আগে বিসমিল্লাহ।
কারন শক্তি উনার। সামর্থ উনার। ক্ষমতা উনার।
উনিই করেন।

আর কাজের শেষে আলহামদুলিল্লাহ।

3-Apr-2018 6:51 pm

3-Apr-2018 9:55 pm


Great article. Un censored insight into world politics, ideologies and motivations.

Skip the intro and jump right into the interview. There's where the meat is, if you are aware of the ideologies.

https://www.theatlantic.com/international/archive/2018/04/mohammed-bin-salman-iran-israel/557036/

3-Apr-2018 9:55 pm

3-Apr-2018 11:53 pm


Data Science Questions Asked in Microsoft :

1. How best to select a representative sample of search queries from 5 million?

2. Three friends in Seattle told you it’s rainy. Each has a probability of 1/3 of lying. What’s the probability of Seattle is rainy?

3. Can you explain the fundamentals of Naive Bayes? How do you set the threshold?

4. Can you explain what MapReduce is and how it works?

5. Can you explain SVM?

6. How do you detect if a new observation is outlier? What is a bias-variance trade off ?

7. Discuss how to randomly select a sample from a product user population.

8. How do you implement autocomplete?

9. Describe the working of gradient boost.

10. Find the maximum of sub sequence in an integer list.

11. What would you do to summarize a twitter feed?

12. Explain the steps for data wrangling and cleaning before applying machine learning algorithms.

13. How to deal with unbalanced binary classification?

14. How to measure distance between data point?

15. Define variance.

16. What is the difference between box plot and histogram?

17. How do you solve the L2-regularized regression problem?

18. How to compute an inverse matrix faster by playing around with some computational tricks?

19. How to perform a series of calculations without a calculator. Explain the logic behind the steps.

20. What is a difference between good and bad Data Visualization?

21. How do you find percentile? Write the code for it.

22. Find max sum subsequence from a sequence of values.

23. What are the different regularization metrics L1 and L2?

24. Create a function that checks if a word is a palindrome.

25. Merge k (in this case k=2) arrays and sort them.

    Comments:
  • My Guess:
    Ans 1. Sort them alphabetically and then select the number of items at regular interval. Like 1 from each 10,000.
  • Ans 2. 1-1/3*1/3*1/3 = 1-1/27 ~= 96% ?
  • Ans 4. split the data into multiple parts of equal size. calculate each part separately. then merge the result in a final go.
  • Ans 6. outlier = deviation from mean > standard deviation * 3

3-Apr-2018 11:53 pm

4-Apr-2018 9:50 am


অসৎ কাজের নিষেধ :

  • একটা লিমিট আছে। এর থেকে ছোট অসৎ কাজ হলে নিষেধ করবো না। যদিও সেটা অসৎ। যেমন "মাকরুহ কাজ কেউ করলে নিষেধ করবো না। শুধু হারাম হলে করবো।"

    - দায়িত্ব দেখার বিষয় আছে। যেটা আমার দায়িত্বের মাঝে পড়ে না সেটা অসৎ কাজ হলেও নিষেধ করবো না। যেমন "পাশের বাড়ির বৌ তার জামাইয়ের সংগে ঝগড়া করে।" -- এখানে আমার কোনো দায়িত্ব নেই।

    - সন্দেহ জনক বিষয়ে। আমি নিশ্চিৎ জানি না কাজটা হারাম কিনা।

    - মাত্রা আছে। নিষেধ করাটা এত শক্তি দিয়ে করলো যে নিষেধকারী জালেম হয়ে গেলো।


    পলিটিক্যল একটিভিস্টরা, যারা ক্ষমতা চায়। তারা আপনাকে অসৎ কাজের নিষেধ এমন করে বুঝাবে যে উপরের সব লিমিট মাত্রা অতিক্রম করবে।

    এর পর বলবে এটা আপনার কর্তব্য। সাহাবা কিরামগন করে গিয়েছেন। এগুলো না করলে আপনি মুসলিম থাকবেন না। "হাশরের মাঠে গিয়ে আল্লাহর সামনে গিয়ে কি জবাব দিবেন?" এর পর "খোদার কসম এই না করলে ....." বলে তার ধারনাপ্রসুত কিছু জিনিস কসম খাবে আপনাকে ইমোশেনালি মেনিপুলেট করার জন্য।


    আমরা এগুলো দেখে দেখে বড় হয়েছি।
    ইয়ংদের সেই এক্সপেরিয়েন্স নেয়া এখনো বাকি আছে।
    তারাও দেখে দেখে শিখবে ইনশাল্লাহ। ঠেকে।

    4-Apr-2018 9:50 am

  • 4-Apr-2018 2:06 pm


    সত্য কথা কি, ঈমানের পরিক্ষা যদি উনি বাড়াতে থাকেন আর বাড়াতে থাকেন তবে তুমি খুব বেশি দিন টিকে থাকতে পারবে না।

    তাই চ্যলেঞ্জ ছুড়ো না। অল্প পরিক্ষা যদি অনেক দিন পর্যন্ত টানেন, তুমি খেই হারাবে। অল্প সময়ের জন্য যদি পরিক্ষার কঠোরতা অনেক বাড়ান, তবুও তুমি খেই হারাবে।

    তাই উনার কাছে করুনা চাও। পরিক্ষা থেকে মাফ চাও। তোমার ঈমান যদি উনার কাছে দেখাতে চাও, তবে উনি দেখানোর আগেই জানেন সেটা কতটুকু।

    দিনের শেষে আমি আমার যোগ্যতা কাজ দিয়ে যা কিছু পাওয়ার আশা করতে পারি, উনার দেয়ার ক্ষমতা তার থেকে অনেক অনেক বেশি।

    4-Apr-2018 2:06 pm

    4-Apr-2018 4:06 pm


    বাংলাদেশে প্রতি বছর ১০০ জন জলাতংকে মারা যায়। সবগুলো কুকুরের কামড়ে।

    বৃটিশ আমল থেকে এই দেশের রাস্তার কুকুর সরকারি ভাবে প্রতি বছর মেরে ফেলা হতো। যুগ যুগ ধরে এটা চলে এসে, এখন এই নিয়ম বন্ধ রয়েছে গত কয়েক বছর ধরে। তাই দেশে কুকুরের সংখ্যা অনেক বেড়েছে। আল্লাহ তায়ালার পক্ষ থেকে এটা আরেকটা আযাব এ জাতির উপর। আমাদের সম্মিলিত গুনাহর কারনে।

    লক্ষ্য করবেন :

    - সুস্থ কুকুর মানুষকে সাধারনতঃ কামড়ায় না। কুকুরের জলাতংক হলেই সেটা কামড়ায়।
    https://www.youtube.com/watch?v=3rUTwDYoPDI

    - জলাতংকের লক্ষন দেখা দিলে চিকিৎসা নিয়ে লাভ নেই। এর পর রোগি মারা যাবে ১৪ দিনের মাঝে ধুকে ধুকে।

    - কুকুর কামড় দিলে সংগে সংগে এ কারনে টিকা নিতে হয়।

    - ভাইরাস রোগির মগজে আক্রমন করবে। গলা জিহ্বা পেরালাইসিস করে দেবে। পানি খেতে পারবে না। যদিও প্রচন্ড পিপাসা। পাগলের মত আতংকিত অস্থির থাকবে মগজে ভাইরাস ধরেছে বলে। এই অবস্থায় তাকে বিছানায় বেধে রাখা হয়। এর পর পুরো শরির পেরালাইসিস হয়ে যাবে, কিন্তু রোগি মারা যাবে না। এর পর কমায় যাবে। এর কিছু দিন পর মৃত্যু।

    বাংলাদেশের এক রোগি :
    https://www.youtube.com/watch?v=EAUBGRpyq2c

    বিদেশের এক রোগির মৃত্যু :
    https://www.youtube.com/watch?v=-moG6JDmJdc

    4-Apr-2018 4:06 pm

    5-Apr-2018 12:02 am


    চাকরি ভেকেন্সি : ফ্লাট বাসার ম্যনেজার।

    সামনের মে মাসের ১ তারিখ থেকে। পরিচিত কেউ চাকরি ছাড়া থাকলে উনাকে রেফার করেন।

    বেনিফিটস :

  • ঢাকা শহরে দুই রুমের একটা ফ্লাট সম্পূর্ন ফ্রি। পরিবার নিয়ে থাকতে পারবেন।
  • বেতন ৯ থেকে ১২ হাজার টাকা মাসে।
  • চাকরির মেয়াদ : ২ থেকে ৪ বছর।

    কাজ :

  • ফ্লাট বাসার মেনেজার।
  • মূল কাজ হিসাব নিকাশ রাখা।
  • কম্পুটারে চালিয়ে সেখানে হিসাবের এন্ট্রিগুলো দেয়া।
  • নিজের ঘরে বসে CCTV মনিটর করা।
  • কিছু টেকনিক্যল কাজের ট্রেনিং দেয়া হবে। সেগুলো করা।
  • লোক ভাড়া করে অন্য কাজের তদারকি করা।
  • গেটের কাছে বসে থাকতে হবে না। কাজের প্রয়োজনে বাইরে আসবেন। নয়তো বাসায় থাকবেন।

    যোগ্যতা :

  • সৎ, নামাজি।
  • ঢাকায় কেউ চাকরি করতো। চাকরি চলে যাওয়ায় এখন সমস্যায় পড়ে গিয়েছেন। এদের কাউকে রেফার করতে পারেন।
  • ঢাকার খিলগাও এলাকার আশে পাশের কেউ হলে ভালো হয়। অন্য এলাকার লোক এদিকে ম্যচ করতে সময় লাগবে।
  • শিক্ষা : ইউনিভার্সিটি বা মাদ্রাসা ফারেগ।
  • বয়স ২৫ থেকে ৪৫।

    আবেদন করার পদ্ধতি :

  • সরাসরি আমাকে ইনবক্স করেন।
  • এর পর তালতলার কোনো ফাস্ট ফুডের দোকানে বসে কথা বলা যাবে। বিল আমার।
  • এর পর সিলেকশন ইনশাল্লাহ।
      Comments:
    • এর আগে পোষ্ট করেছিলাম এখানে সংক্ষেপে।
      https://www.facebook.com/habib.dhaka/posts/10155005880068176
    • indeed. গতবারের পোষ্টে শুধু একজন আবেদনকারী ছিলেন।
    • বাকি যোগ্যতাগুলো দেখতে হবে সেক্ষেত্রে। কম্পুটার চালাতে হবে যেহেতু।

    5-Apr-2018 12:02 am

  • 5-Apr-2018 12:56 am


    বাড়ির কেয়ারটেকার বলতে আমরা বুঝি আশিক্ষিত কেউ। চেয়ার নিয়ে গেটে বসে থাকে। ছোট রুমে ঘুমায়।

    কিন্তু এই চাকরিটা এরকম না। এটা উচ্চ শিক্ষিতদের জন্য। আপনি সম্মানের সাথে নিজের পরিবার নিয়ে নিজের ফ্লাটে থাকবেন। এর বাইরে বাসার তদারকির কাজ করবেন।

    বেতন ১২ হাজার + ফ্লাট এর বাবদ ৮ হাজার ধরলে অন্য জায়গার ২০ হাজার টাকা বেতনের সমান।

    অনেকে আছেন চাকরি হারিয়ে অনেক দিন ধরে কিছু করার চেষ্টা করছেন। তাদের কেউ মাসে ২০ হাজার টাকা কামালে একেই অনেক টাকা ধরা হয়। এট লিষ্ট ঋন করে চলতে হবে না ইনশাল্লাহ। এরকম কেউ থাকলে রেফার করতে পারেন।

    শুধু আপনার দ্বিনদার বন্ধুদের মাঝে দেখুন। জানা থাকলে রেফার করুন।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • জি এর কাছে। খিলগাও থানায়। কিন্তু তালতলা এলাকায় না। এর কাছে।
    • ইনশাল্লাহ আজকে রাতে আপনাদের সাথে যোগাযোগ করবো।
    • ইনশাল্লাহ আজকে রাতে আপনার সাথে যোগাযোগ করবো।
    • ৯ হাজার থেকে ১২ হাজার টাকা মাসে। লিখা আছে স্টেটাসে, দেখেন।

    5-Apr-2018 12:56 am

    5-Apr-2018 2:50 pm


    বাসার ম্যনেজার চাকরির ব্যপারে :

    ইনশাল্লাহ আজ রাতের মাঝে আপনার কাছে জানতে চাইবো

    ১। আপনি এখন কি ঢাকা শহরে আছেন?
    ২। আপনার পরিবার কোন জেলায় থাকেন?
    ৩। আপনার লেখাপড়া ও কাজ নিয়ে কিছু জানান। দুই লাইনে।

    এই তিনটা প্রশ্নই। যাদের সাথে চ্যট হয়েছে তারা উত্তরটা এখনই দিয়ে দিতে পারেন। অথবা আমি চ্যট উইনডোতে জিজ্ঞাসা করে জেনে নেবো।

    এর পর বাছাই করা ৬-৭ জনের সংগে আগামি শনি বার ইনশাল্লাহ দেখা করবো। আগামি সপ্তাহের মাঝে ইনশাল্লাহ সিলেকশন।

    সবাইকে ধন্যবাদ যোগাযোগের জন্য।

    _______
    কিছু প্রশ্ন এর উত্তর, যেগুলো ইনবক্সে পাচ্ছি :

    "লোক ভাড়া করে কাজ করাতে হবে বলতে কি বুঝিয়েছেন?"

    যেমন পানির মটর নষ্ট হলো -- লোক ভাড়া করে ঠিক করালেন।
    কোনো ফ্লাট রং করাতে হবে -- লোক ভাড়া করে করালেন।

    এর বাইরে handyman work বলে একটা কথা আছে। ছোটখাটো কাজ নিজে নিজে করা। এগুলো শিখে নিতে হবে বা আমি নিজে করে দেখিয়ে দেবো।

    যেমন, নষ্ট সুইচ বদলানো। দেয়াল ড্রিল করা।

    "রেগুলার টাইম আছে? সারাক্ষন CCTV মনিটর করতে হবে?"

    সারাক্ষন না। বরং যখন বাসায় আছেন ততক্ষন। আপনার বেডরুমে লাগানো থাকবে গ্যরেজ আর সিড়ির সিসি ক্যমেরার মনিটর। যখন চোখ পড়বে দেখতে পারবেন।

      Comments:
    • বাকি যোগ্যতাগুলোর উপর নির্ভর করে।
    • জামানত নিচ্ছি না। বরং যাকে নিবো তাকে এডভান্স বেতনের টাকা দিয়ে নেবো ইনশাল্লাহ।
    • আপনােক ইনবক্স করেছি।
    • আপনি ইনবক্সে দেখেন।
    • More probably syphilis, not gonorrhea.

    5-Apr-2018 2:50 pm

    6-Apr-2018 10:58 am


    Berkeley University's data science course. Its online version is now free.

    Link to news coverage which contains the relevant links.

    Note that with so many people enrolling for data science now a days the market will soon be flooded with certificate holders that can't do their job.

    But that doesn't necessarily mean that demand will fall. It might, or it might not. Depends on the increase in demand over time.

    http://news.berkeley.edu/2018/03/29/berkeley-offers-its-fastest-growing-course-data-science-online-for-free/

    http://news.berkeley.edu/2018/03/29/berkeley-offers-its-fastest-growing-course-data-science-online-for-free/

      Comments:
    • Iraq was known for its in-fight, and dis-obedience from the early days of Islam.
    • Sharif Apple বয়স ৫০ এর উপর হলে উনি কম্পুটার চালাতে পারবেন না হয়তো। এর সাথে ইলেট্রিল ড্রিল টুলস এসবের টুক টাক কাজ।

    6-Apr-2018 10:58 am

    8-Apr-2018 6:34 am


    এই ভিডিওতে ভদ্রলোক কোরআন হাদিস থেকে কিছু দলিল দিয়ে প্রমান করছেন যে জেরুজালেম-ইজরাইলের মালিকানা ইহুদিদেরই। ফিলিস্তিনিদের না।

    এই দলিলগুলোর উল্লেখ আমি এর আগেও আরবদের আরো কয়েক পেইজে দেখেছি। এটা নতুন একটা ট্রেন্ড -- যেটা এখন প্রচার পাচ্ছে, বা প্রচার করা হচ্ছে।

    এখন মূল প্রশ্ন হলো সৌদি সরকারী অবস্থানও এই কিনা? বা বিন-সালমানও এই যুক্তিগুলোতে বিশ্বাস করেন কিনা?

    সামনের কিছু মাসের মাঝে এটা ক্লিয়ার হবে ইনশাল্লাহ। হয় সরকারী ভাবে এটা ইন্ডাইরেক্টলি প্রচার করার চেষ্টা হচ্ছে, তাই জিনিসটা সিগনিফিকেন্ট।

    নয়তো এটা আরেকটা "কত জন কত কথাই তো বলে, যাতে কিছু আসে যায় না"।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • Please do inform me if the person you talked about has decided to pursue this job. Akayedul Zahid
    • আপনার কোনো মেসেজ আসে নি ভাই। দেখেন তো পাঠিয়েছিলেন কিনা।

    8-Apr-2018 6:34 am

    8-Apr-2018 5:57 pm


    খবর : "মুহিব খান নতুন রাজনৈতিক দল গঠনের চিন্তা-ভাবনা করছেন।"


    মনে করেন "সব রাজনৈতিক দল খারাপ" তাই আপনি একটা নতুন রাজনৈতিক দল খুললেন। এখন আপনাকে সমর্থন করবে কে কারন আপনারও দোষ আছে? যেখানে আপনি অন্য দলগুলোকে সমর্থন করতে পারছেন না কারন তাদেরও দোষ আছে?


    ইসলামিক ভাবে পলিটিক্স করার অর্থ আমি বুঝি : নিজে নেতা হওয়ার চেষ্টা না করা। নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ না করা।

      Comments:
    • Gut. You need to stand for what you believe in.

    8-Apr-2018 5:57 pm

    8-Apr-2018 7:40 pm


    ফেসবুকে এখন প্রচুর গ্রুপ আছে যেখানে আপনি বলে দেবেন আলি এক্সপ্রেস থেকে কি মাল লাগবে। তারা অর্ডার দিয়ে আনিয়ে দেবে।


    তথ্য : আলি-এক্সপ্রেসে অর্ডার দেবার পর যদি মাল না পান। তবে আপত্তি জানালে তারা আপনার ক্রেডিট কার্ডের ডলার ক্রেডিট কার্ডে আবার ফিরত দেবে।


    আমার অসৎ চিন্তা : মাল পেয়ে যদি আমি অনলাইনে দাবি করি পাই নি, তবে চিটিং করে কিছু প্রফিট করতে পারবো। আমার বাংগালি বুদ্ধি।


    দৃশ্য : খোলা বাজারে ডলারের দাম এখন ৮৫ টাকার উপরে। তবে কিছু গ্রুপ ৮০ টাকাতেও অর্ডার নিচ্ছে।

      Comments:
    • ^ লিংক দিলে এরা ধরে আমাকে পিটাবে। বা নিদেন পক্ষে আমার "মুখোশ উন্মোচন" করার পেছনে লাগবে। এটা একটা নেগেটিভ পোষ্ট বলে। এই পোষ্ট কতক্ষন রাখতে পারবো সেটাও সন্দেহ :-)
    • ^ তবে আমি ৮০ টাকায় অর্ডার দিতে পারি। চিটিং নেই? এই ভয়ে অর্ডার দিচ্ছি না।
    • Right.
    • দিলেন তো ধরা খাওয়াইয়া। এখন লিংক দেয়া কি উচিৎ হবে?
    • পরে দেবো।

    8-Apr-2018 7:40 pm

    8-Apr-2018 10:27 pm


    চাকরির ব্যপারে আপডেট। এখনো কেউ কমিটমেন্ট করে নি। খুজে যাচ্ছি।
      Comments:
    • ^ আপনাদের মত পোলাপাইন্না বয়স থাকলে হয়তো করতাম।

    8-Apr-2018 10:27 pm

    8-Apr-2018 10:44 pm


    খবর : "মুহিব খান নতুন রাজনৈতিক দল গঠনের চিন্তা-ভাবনা করছেন।"

    মনে করেন - "সব রাজনৈতিক দল খারাপ!"
    তাই ধরেন আপনি একটা নতুন রাজনৈতিক দল খুললেন।
    এখন আপনার দলকে সমর্থন করবে কে?
    কারন আপনারও অনেক দোষ আছে!

    আপনি যেমন অন্য দলগুলোকে সমর্থন করেন না।
    কারন তাদের দোষ আছে।

    ইসলামে পলিটিক্স বলতে আমি বুঝি --
    নিজে নেতৃত্ব না চাওয়া।

      Comments:
    • ^ //আসলে নেতৃত্ব না চাওয়াটাই ইসলামের সাথে গণতন্ত্রের সাথে ইসলামের মৌলিক সংঘর্ষ //
      indeed. কিন্তু এই কথাটা কোনো দল এমন কি গনতন্ত্র বিরোধি দলগুলোও মুখ খুলে বলতে পারে না, কারন এটা স্ব বিরোধি হবে। মানে তারাও যা করছে সেটাকে নেতৃত্ব চাওয়ার সাথে তুলনা করা যায়। প্রসংগটা উঠলে তারা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যায়।

      আমি খুব বেশি পক্ষে বিপক্ষে কারো না। কিন্তু মানুষের এই কনফিউশনগুলো দেখে হাসি। :-)

    8-Apr-2018 10:44 pm

    9-Apr-2018 12:43 pm


    "মনের জিহাদই বড় জিহাদ" এটা এতদিন জানতাম বানোয়াট কথা।

    এবার আমাদের চরমোনাইয়ের সগির ভাই কিছুক্ষন আগে একটা হাদিসের বর্ননা দিলেন। সেটার সূত্র ধরে সার্চ দিয়ে পেলাম ইসলাম কিউএ এর এই পেইজ :

    https://islamqa.info/ar/202449

    الْمُجَاهِدُ مَنْ جَاهَدَ نَفْسَهُ فِي طَاعَةِ اللهِ

    ...মুজাহিদ উনি যিনি আল্লাহর আনুগত্যের জন্য নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করেন।

    পূর্ন হাদিস : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الْوَدَاعِ: ( أَلَا أُخْبِرُكُمْ بِالْمُؤْمِنِ؟ مَنْ أَمِنَهُ النَّاسُ عَلَى أَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ ، وَالْمُسْلِمُ مَنْ سَلِمَ النَّاسُ مِنْ لِسَانِهِ وَيَدِهِ ، وَالْمُجَاهِدُ مَنْ جَاهَدَ نَفْسَهُ فِي طَاعَةِ اللهِ ، وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ الْخَطَايَا وَالذَّنُوبَ ) .

    এটা রাসুলুল্লাহ ﷺ এর হাদিস। আহমেদ, ইবনে হিব্বান, তাবরানি, হাকেম, নাসায়ি, বায়হাক্কি বহু বর্ননায়। রেফারেন্স উপরের লিংকে।


    এর ব্যখ্যায় ইবনে তাইমিয়া বলেছেন...

    وفي معنى الحديث ، قال شيخ الإسلام رحمه الله :
    " ( الْمُجَاهِدُ مَنْ جَاهَدَ نَفْسَهُ فِي ذَاتِ اللَّهِ) فَيُؤْمَرُ بِجِهَادِهَا ، كَمَا يُؤْمَرُ بِجِهَادِ مَنْ يَأْمُرُ بِالْمَعَاصِي وَيَدْعُو إلَيْهَا ، وَهُوَ إلَى جِهَادِ نَفْسِهِ أَحْوَجُ ؛ فَإِنَّ هَذَا فَرْضُ عَيْنٍ ، وَذَاكَ فَرْضُ كِفَايَةٍ ، وَالصَّبْرُ فِي هَذَا مِنْ أَفْضَلِ الْأَعْمَالِ ؛ فَإِنَّ هَذَا الْجِهَادَ : حَقِيقَةُ ذَلِكَ الْجِهَادِ ؛ فَمَنْ صَبَرَ عَلَيْهِ ، صَبَرَ عَلَى ذَلِكَ الْجِهَادِ . كَمَا قَالَ: ( وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ السَّيِّئَاتِ) .

    .... নফসের জিহাদ হলো ফরজে আইন। অন্য জিহাদ ফরজে কিফায়া .... <আর কি লিখা আছে আরবীতে পাবেন>


    ইবনে কাইয়িম এর ব্যখ্যায় বলেছেন

    وقال ابن القيم رحمه الله في "زاد المعاد" (3/ 6):
    " كَانَ جِهَادُ النَّفْسِ مُقَدَّمًا عَلَى جِهَادِ الْعَدُوِّ فِي الْخَارِجِ

    ... নফসের জিহাদ আগে ... বাহিরের জিহাদের উপর...।


    অন্য হাদিসের উল্লেখ :
    قال بعض الصحابة لمن سأله عن الغزو؟ : " ابدأ بنفسك فاغزها ، وابدأ بنفسك فجاهدها " .

    রাসুলুল্লাহ ﷺ বলেছেন একজন সাহাবিকে যিনি যু্দ্ধ নিয়ে জিজ্ঞাসা করেছিলেন : "তোমার নফস দিয়ে আরম্ভ করো আর এটা জয় করো। আর নফস দিয়ে আরম্ভ করো আর এর বিরুদ্ধে জিহাদ করো।"

    এর উল্লেখ করে ইবনে রজব বলেন জিহাদ দুই প্রকার।


    হুম। ব্যক টু স্কোয়ার ওয়ান। ছোটবেলায় যা শুনেছিলাম তার সব ভুল না। এখন দেখছি একটা একটা করে সবই ঠিক। এর পর নতুন কথা যা শেখানো হয়েছে সেগুলো বরং ভুল।

      Comments:
    • ^ এখানে ভিন্ন হাদিসের কথা আলোচনা করা হয়েছে। জাল হাদিস বিভিন্ন বিষয়ে অগনিত আছে যেগুলোর আলোচনা আমি করছি না।
    • FAQ : "ভাই এই আর্টিক্যলটা দেখেন। যেখানে ভিন্ন একটা হাদিসকে জাল প্রমানিত করা হয়েছে। কিন্তু রেলিভেন্ট।"

      উত্তর : ভিন্ন হাদিসের আলোচনা এখানে রেলিভেন্ট না। বিশেষতঃ যখন সেটা জাল।

      "অন্য হাদিসে জিহাদ সম্পর্কে বলা আছে ... "
      Indeed. অস্বিকার করছি না। কিন্তু এই হাদিসে যা বলা আছে সেটা জানতাম না। সে কথা বলেছি স্টেটাসে।

      "আমাদের শায়েখের এই লেকচারটা শুনেন।"
      আগে বলেন লেকচারটা কি এই বিষয়ে প্রাসংগিক?

      "ঠিক প্রাসংগিক না। কিন্তু আপনি জিহাদ সম্পর্কে জানতে পারবেন। বুঝা যাচ্ছে আপনি জিহাদ সম্পর্কে কিছুই জানেন না।"

      অনেক কিছুই আমি জানি না ভাই। নতুন একটা জিনিস আজকে শিখেছি তাই শেয়ার করেছি। :-)

    • ^ বুঝতে পারছি আপনার চিন্তা ঘুরছে "দুটোর মাঝে একটা করতে হবে। এবং সেটাই জিহাদ। দ্বিতীয়টা মিথ্যা।" -- এর চারিদিকে।

      আমি বলেছি "নফসের বিরুদ্ধে জিহাদ বলে কিছুই নেই। সবই মিডিয়ার সৃষ্টি" -- এই উক্তিটা ঠিক না ভুল সে ব্যপারে।

      দুজন দুই আলোকে চিন্তা করছি। আপনি এই কথাগুলো বুঝতে পারবেন কিনা জানি না যদিও।

    • ^ ফেসবুকে এখন হাজার হাজার আলেম। উনাদের মাঝে বসে আমি এর অনুবাদ করলে আমাকে ধরে পিটাবে।

    9-Apr-2018 12:43 pm

    9-Apr-2018 9:50 pm


    রিপোষ্ট। ইংলিশ মিডিয়ামে পোলাপাইনদের দিয়ে যারা নামতা মুখস্ত করাতে হিমশিম খাচ্ছেন তাদের জন্য।
    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    9-Apr-2018 9:50 pm

    9-Apr-2018 9:59 pm


    একটি শোক সংবাদ : "গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কন্যা নাদিয়া নন্দিতা ইসলামের বিবাহবিচ্ছেদ হয়েছে। মেয়ের সম্মতিক্রমে তিন মাস আগে বিবাহবিচ্ছেদ হয়। উভয় পরিবারের মধ্যে বিষয়টি গোপন ছিল। মন্ত্রী আজকে সোমবার (৯ এপ্রিল) বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান।"

    তাই Sad দিয়ে একটিব থাকুন।

    9-Apr-2018 9:59 pm

    10-Apr-2018 6:32 am


    Looks like Trump is going to attack Syrian Gov forces. Declaration can come any time now. Russia has warned against it.

    Add with it the uncertainties surrounding Iran nuclear deal withdrawal. Iran declared it will retaliate within a week if that happens.

    Plus Israel is bombing Syria at every scope. Russia claims Ghouta chem attack was a doing of Israel.

    10-Apr-2018 6:32 am

    11-Apr-2018 5:09 am


    US military strike in Syria might start at any time.

    But escalation of war unlikely as Russia is some what silent.

    11-Apr-2018 5:09 am

    11-Apr-2018 6:17 pm


    শুধু বিটিভি বললে ন্যয় বিচার হয় না। সব মিডিয়ায় এখন এই অবস্থা ...
    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    11-Apr-2018 6:17 pm

    11-Apr-2018 10:24 pm


    ম্যনেজারের চাকরির ব্যপারে। যতজনের সাথে দেখা করে প্রস্তাব দিয়েছি সবাই না করে দিয়েছে।

    অনেকে কথা বলার জন্য বা দেখা করার জন্য এসেছেন। কিন্তু কমিট করার জন্য রাজি ছিলেন না।

    ইন্টার পাশ হলেও চলবে। কিন্তু বয়স হতে হবে ২৫ এর উপর। ইয়ং কেউ দায়িত্ব সামলাতে পারবে না।

    খোজ এখনো চালিয়ে যাচ্ছি।

    11-Apr-2018 10:24 pm

    11-Apr-2018 11:33 pm


    পরবর্তি পোষ্ট কোন বিষয় নিয়ে দেবো?
    ১। বিতর্কিত বিষয়ে আমার মত। যেমন, আকিদা।
    ২। শুধু পজিটিভ বিষয়ে। যেমন, দোয়া।

    11-Apr-2018 11:33 pm

    12-Apr-2018 11:59 am


    How big might the recent US involvement in Syria turn out to be?

    1. An unexpected major turn around. Like when Russia stepped in 2015.
    2. A few days of bombing and then everything back to normalcy.

    12-Apr-2018 11:59 am

    12-Apr-2018 9:57 pm


    I do not watch game shows. But sometimes I do watch highlights afterwards.

    ROFL. :-P

    This post had an attachment, which is now missing
      Comments:
    • -15

    12-Apr-2018 9:57 pm

    13-Apr-2018 10:48 am


    প্রসংগ : শাড়িতে আল্লাহ

    প্রথমতঃ কেউ বুঝায় না দিলে, সাধারন ভাবে তাকিয়ে বুঝা যায় না এটা আল্লাহ লিখা কিনা।

    দ্বিতীয়তঃ মিলাতে চাইলে বহু কিছুর সাথে আল্লাহ লিখা মিলানো যায়। যেটা এই দেশে একসময় কিছু দিন পর পর ঘটতো। যেমন মাছের গায়ের ডিজইনে, রুটি সেকার পর পোড়া ডিজাইনে।

    তৃতীয়তঃ কিছু মুসলিম এগুলো নিয়ে উত্তেজিত হবে এটা যুগ যুগ ধরে দেখে আসছি। এখানে বলার কিছু নেই। তবে ইচ্ছাকৃত ভাবে অসৎ উদ্দ্যেশ্যে এরকম করা হয়েছে, সেই প্রমান না পেলে এই ধরনের মিল নিয়ে আমি মাথা ঘামাই না।

    চতুর্থতঃ শাড়িতে যদি কেউ প্রকাশ্যে আল্লাহ লিখেই, তবে আপত্তির কি আছে জানি না। মানুষ বহু কিছুতে আল্লাহ লিখে পরিধান করে থাকে।

    পঞ্চমতঃ অস্পষ্ট করে আল্লাহ না লিখে যদি স্পষ্ট করে ত্রিশুলের ছবি দিতো, তবে হয়তো দেশি দশ এই ঝামেলা আর লস থেকে বেচে যেতো। এর পর তারা হয়তো তাই করবে।

    ষষ্ঠতঃ আমি সরকারে থাকলে এইসবে আমি খুশি হতাম। কিছু দিন পর পর রেন্ডম এই ধরনের ডিজাইন ধরে পুলিশে দিয়ে জরিমানা করে টাকাও আদায় করতাম, আর সাধারন মুসলিমদেরও খুব সহজেই খুশি রাখতে পারতাম।

    তবে আমি সরকারে না।

    13-Apr-2018 10:48 am

    13-Apr-2018 11:30 am


    মেদ ভুড়ি কি করি?

    ১। ক্ষুধা লাগার দুই ঘন্টা পরে খাবো।
    ২। খেয়ে পেট ভরাবো না, সারাদিন আর টুক-টাক খাবো না।

    দুই ঘন্টা, কারন ফেইক ক্ষুধার অনুভুতি কমন। দুই ঘন্টা পরে যদি ক্ষুধা না থাকে তবে সেটা ফেইক ছিলো। এখানে তিন বেলা বলে কিছু নেই। ক্ষুধা না লাগলে ৮-১০ বেলাও না খেয়ে থাকতে হবে।

    পেট ভরে না খাওয়ার একটা উপায় হলো সারা দিনের প্রয়োজনীয় পানি খাওয়ার আগে খেয়ে নেয়া।

    বড়দের জন্য পোষ্ট। পোলাপাইনদের জন্য না।

    13-Apr-2018 11:30 am

    13-Apr-2018 4:59 pm


    আজকে রাত থেকে সুরা ইসরা শেখা আরম্ভ করবো ইনশাল্লাহ। আগের সিসটেমে।

    সপ্তাহে ২ পৃষ্ঠা করে।
    অর্থ বুঝে মুখস্ত।
    সুরাটা ১২ পৃষ্ঠার।
    ৬ সপ্তাহ লাগবে ইনশাল্লাহ।
    রমজানের মাঝা মাঝি শেষ হবে ইনশাল্লাহ।

    সুরা ইসরার বিশেষত্ব :

    - ১৫ নং পারায় সুরা কাহাফ আর সুরা ইসরা। সুরা কাহাফ কারো শেখা থাকলে সুরা ইসরা শিখে ফেললে ১৫ পারা পূর্ন শেখা হয়ে যাবে। সুরা ইসরা আরম্ভ হয়েছে ১৫ পারার প্রথম পৃষ্ঠা থেকে।

    - সুরা ইসরায় মেরাজের বর্ননা আছে। তাই আজকে রাত থেকে আরম্ভ করার ইচ্ছা ইনশাল্লাহ।

    - ইসলামি এসকাটোলজিষ্ট যত জন আছেন সবাইকে দেখবেন এই সুরা থেকে রেফারেন্স দিতে। তাই এই সময়ে এটা শেখার আরেকটা তাড়া আছে।

    13-Apr-2018 4:59 pm

    13-Apr-2018 8:01 pm


    habibur.com এর হিট রেকর্ড। সাধারন সময়ে ৪০-৫০ জন concurrent থাকে। এখন ১৩৫ জন। গত মাসে similarweb এর হিসাব মতে ভিজিট ছিলো ১ মিলিয়ন।

    আজকে সবাই আসছে শবে মেরাজের তারিখ জানতে।

    13-Apr-2018 8:01 pm

    13-Apr-2018 8:18 pm


    এভাবে তো ভেবে দেকি নি!
    লিখককে যারা চিনেন তারা চিনেন।

    আর কত নেগেটিভ চিন্তা করবে হে মন?
    একটি Think Positive পরিবেশনা।

    [৪০% সারকাজম]

    13-Apr-2018 8:18 pm

    13-Apr-2018 8:24 pm


    [ কিছু বলার নেই। Following the trend. ]

    খবর :

    ১৪ এপ্রিল শনিবার বাংলা নববর্ষ উপলক্ষ্যে দেশের সব মাদরাসায় মঙ্গল শোভাযাত্রা পালনের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

    বৃহস্পতিবার এক আদেশের মাধ্যমে এ নির্দেশ দেয়া হয়।

    এদিকে দেশের সব স্কুল-কলেজেও মঙ্গল শোভাযাত্রা পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

    মঙ্গল শোভাযাত্রা বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় গত বছর থেকে বর্ষবরণের আয়োজনে এ শোভাযাত্রা শিক্ষাপ্রতিষ্ঠানেও বাধ্যতামূলক করা হয়েছে।

    মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক (প্রশাসন) মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত আদেশে মাদরাসাগুলোতে এ নির্দেশ দেওয়া হয়।

    মাদরাসা অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়, বাংলা নববর্ষ ১৪২৫ উদযাপন উপলক্ষ্যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করবে।

    ইউনেস্কো কর্তৃক মঙ্গল শোভাযাত্রা’কে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করায় বিষয়টি গুরুত্বসহ উদযাপনের নির্দেশ দেওয়া হলো।

    13-Apr-2018 8:24 pm

    13-Apr-2018 11:05 pm


    প্রসংগ : পহেলা বৈশাখ

    ৮০র প্রথম দিকে : পহেলা বৈশাখ বলে কিছু ছিলো না। বৈশাখ কবে আসতো কবে যেতো শহরে কারো খবর থাকতো না। গ্রামে বাংলা মাস-তারিখ দিয়ে হিসেব সবাই রাখতো। কিন্তু পহেলা বৈশাখের আলাদা কোনো গুরত্ব নেই।

    ৮৫ এর দিকে : পহেলা বৈশাখ আসলে বিটিভির কিছু অনুষ্ঠানে মানুষকে রিমাইন্ডার দেয়া হতো : গ্রাম গঞ্জে "হাল খাতা" নামে আজকের দিনটা পালন করা হয়। বেপারিরা বাকিতে লেন দেনের হিসাব নতুন খাতায় তুলে। কিছু পাওনা আদায় করে। দিনটা সম্পর্কে সচেতন করা।

    ৯০ এর দিকে : রমনা বটমূলে ভার্সিটির মেয়েরা ছেলেদের মুখে পান্তা ইলিশ লোকমা তুলে খাইয়ে দেয়। এটা পুরোটাই ছিলো কমার্শিয়াল। এক লোকমার জন্য ৫০ থেকে ১০০ টাকা দিতে হতো।

    ৯৫ : "মেলায় যাইরে।" বাসন্তি রংগের শাড়ি পড়ে। এটা এখন বাংগালির হাজার বছরের সংস্কৃতি। রম রমা মঙ্গল শোভা যাত্রা।

      Comments:
    • ^ মনে করেন তাকফিরিরাই ক্ষমতায় গেলো। খলিফার কোনো হুকুম যেটা ইসলাম বিরোধি প্রমান করা যায় সেটা আসতে ৩ দিন লাগবে। আমি বলে দিলাম। ৪০ দিনের মাঝে অন্ততঃ ৮০ টা ইসলাম বিরোধি কর্মকান্ড হুকুম বের করা যাবে।

      এর পর তাকফিরিরা কি করবে? শাসকের হুকুম মানা ফরজ অস্বিকার করলেও খলিফার হুকুম মানা নিশ্চই ফরজ?

    • ^ //যতক্ষণ তিনি আল্লাহ্‌র দেয়া ফরজ গুলো পালন করবে// indeed. এখনো তাই। কিন্তু উনার নিজে পালন করা শর্ত না। বরং উনার হুকুম যতক্ষন না আমার পালন করা হারাম হয়। আমি এভাবে জেনেছি। অন্য কোনো মাজহাব-মানহাজে ভিন্ন ব্যখ্যা থাকতে পারে। কিন্তু সেটা তাদের জন্য।

    13-Apr-2018 11:05 pm

    14-Apr-2018 12:17 am


    বেশি কথা বললে এখন ফাদে পড়তে হবে। চারদিকে আবার ঢোল বাজছে। তাই শুধু লাইক শেয়ার দিয়ে একটিব থাকলাম।

    এই আর্টিক্যলের কোটেশন -- "পয়লা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। বাংলাভাষী মানুষের সিংহভাগ যেহেতু মসুলমান সেহেতু এ উৎসব থেকে তাদের দূরে থাকার সুযোগ নেই। বাংলা নববর্ষকে কেন্দ্র করে শরিয়তের বৈধ সীমায় আনন্দ-উৎসব করা দোষের নয়। ..."

    তো? এইটা শেয়ার করার কি হলো? এরকম কত আর্টিক্যল আছে!

    শেয়ার এর লিখকের জন্য। নামটা দেখলে যারা চিনবেন।

    But let me give him some break. উনি হয়তো সরল মনে লিখেছেন। আমাদের মত এত টুইস্টেড চিন্তা ভাবনা না করে।

    Anyway. আমি জীবন রাস্তার শেষ প্রান্তে পৌছে গিয়েছি।
    সমস্যা ইয়ংদের জন্য যারা এগুলোর মাঝে বড় হবে।
    যাদের পথ সামনে পড়ে আছে।

    http://www.bd-pratidin.com/editorial/2018/04/13/322075

    http://www.bd-pratidin.com/editorial/2018/04/13/322075

      Comments:
    • ^ আমার কথা ছিলো তকফিরিদের ফিল্টার মতে যে কাউকে কাফের প্রমান করা অল্প ক্ষনের ব্যপার। উথমান রা: পর্যন্ত কাফের ছিলেন তাদের হিসাবে। সেই আইডলজি এখনো চলছে। এবং উথমান রা: থেকে উত্তম লোক আর সামনে আসবে না।

    14-Apr-2018 12:17 am

    14-Apr-2018 1:02 am


    Regression analysis. Data science এর 30%. এটা পড়ে নিতে হবে। Saved for the future. [which might never come, as usual :-) ]

    https://www.listendata.com/2018/03/regression-analysis.html

    https://www.listendata.com/2018/03/regression-analysis.html

    14-Apr-2018 1:02 am

    14-Apr-2018 1:15 am


    First it was USA's GPS.
    Then came Russia's Glonass.
    China's Baidu.

    Now new addition, India's Navic. With the launch of its 8th satellite it's now active. We only need a receiver that can use it.

    Coverage isn't the whole world. Rather India plus surrounding region upto a distance of 70% of the width of India.

    Accuracy 10m. Not too good for today's tech. But not too bad either.

    14-Apr-2018 1:15 am

    14-Apr-2018 5:09 pm

    14-Apr-2018 10:15 pm


    1
    A new turn of events when you thought things were almost turning to normalcy and war has been won by one of the sides.

    Big day. Time to watch if things escalate from here, or where this leads to.


    "এসো হে বৈশাখ এসো এসো..."
    বিকাল নাগাদ, বৈশাখে সব লন্ড ভন্ড।

    3
    No one can challenge Trump now on Russian collusion. The thing has been silenced, for some time.

    Time to see if and how Russia retaliates.
    The challenge has been thrown.

      Comments:
    • ^ indeed. But in politics, emotion leads logic.

    14-Apr-2018 10:15 pm

    15-Apr-2018 5:59 am


    ১। উসামা ভাই আর্টিক্যেল ছাপেন পত্রিকায় : "হালাল তরিকায় পহেলা বৈশাখ উদজাপনে পাপ নেই"।

    ২। ভক্তকুল ফেসবুকে বলেন : আর্টিক্যেলটা উনার লিখা এমন প্রমান নেই। "সবই মিডিয়ার আবিষ্কার"।

    ৩। আজকে উনার ফেসবুকে পোষ্ট : এটা উনার লিখাই, কিন্তু একটা শব্দে ভুল আছে। যেটা ঠিক করলেও মূল আর্টিক্যলের বক্তব্য একই থাকে।

    Kudos.

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    15-Apr-2018 5:59 am

    15-Apr-2018 1:03 pm


    Face blindness. Another disorder that I suffer from.

    But truth be told, God gives every person some qualities better than others, and some qualities less than everyone else.

    Being positive is being able to recognize the good parts and be grateful for those.

    Negativity is when one puts so much focus on what he doesn't have that he forgets what he possess.

    There is no point in asking "Why me?". Look at all the other things that you have which others don't.

    http://narrative.ly/coming-face-blind/

    http://narrative.ly/coming-face-blind/

    15-Apr-2018 1:03 pm

    15-Apr-2018 2:34 pm


    "Too many Facebook friends might be the reason you don’t like Facebook anymore"

    https://www.wsj.com/articles/the-secret-to-better-social-media-fewer-friends-1523376444

    https://www.wsj.com/articles/the-secret-to-better-social-media-fewer-friends-1523376444

    15-Apr-2018 2:34 pm

    15-Apr-2018 7:53 pm


    চেহারা দেখে কাউকে চেনা যায় না। দেখতে সবাই এক। পোশাকে আশাকে দাড়িতে।

    কিন্তু বিশাল পার্থক্য তাকওয়া আর ইখলাসে।

    আল্লাহ তায়ালা যেন আমাদের ক্ষমা করেন।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    15-Apr-2018 7:53 pm

    15-Apr-2018 8:04 pm


    অ়ধিকাংশ সময়ে আমরা ছোট এক মাসলায় এত ব্যস্ত হয়ে যাই।
    এত কেন্দ্রভূত হয়ে যাই।
    এত obsessed হয়ে যাই।
    এত কঠোর ভাবে সেটা পালন করি।
    যারা করে না তাদের প্রতি এত কঠোর আচরন করি।
    এই এক মাসলার উপর মুসলিমদের দলে দলে বিভক্ত করে ফেলি।

    যে ইখলাস, তাকওয়া, নম্রতা, কান্না, নেক আমল, সৎ ব্যবহার সব গৌন হয়ে যায়।

    পথ সোজা ছিলো। কিন্তু কেন যেন আমি বক্রতাকে পছন্দ করি।
    বাকা রাস্তায় চলতে পারাকে নিজের স্পেশালিটি মনে করি। আমার ক্রেডিট।

    নিঃসংগতাকে মনে করি নিজের স্রেষ্ঠত্ব।

    অথচ সোজা পথটাই শ্রেষ্ঠ ছিল।
    যেখানে deep thought করতে হয় না।
    High level এ চিন্তা করতে হয় না।

    কোটি লোক তাদের কম আর বেশি বুদ্ধি নিয়ে যে পথে চলতে পারে।

    15-Apr-2018 8:04 pm

    16-Apr-2018 6:49 am


    নেতা, বিখ্যাত লোক, যাদের কাছে মানুষ ভিড় করে -- এমন লোকদের থেকে দূরে থাকেন। মানুষের ভিড় দেখে তারা ত্যক্ত বিরক্ত। তাদের সাইডটা বুঝতে হবে। মানুষ তাদের সাথে খাতির পাতার জন্য সবসময় ভিড় করে বলেই তারা বিরক্ত হয়। নেতা খুজতে হলে বড় নেতাদের কাছে না গিয়ে ছোট নেতাদের কাছে যান।

    এর মাঝে স্বার্থান্বেষি নেতারা আপনাকে বুকে জড়িয়ে ধরবে। এর পর আপনার আনুগত্য চাবে। এর পর পকেট কাটবে। বা আপনাকে দিয়ে অন্যদের পকেট কাটাবে।

    সৎ লোকেরা আপনার কাছ থেকে কিছু চায় না। সে আল্লাহকে ভয় করে। আপনার উচ্ছাস বা ফোকাসে তার কোনো আগ্রহ নেই। সে আপনার থেকে দূরে থাকতে চায়।

    সুপারিশ নিয়ে ক্ষমতাশিলদের কাছে যাবেন না। প্রত্যেকটা সুপারিশের সাথে একটা মূল্যের ট্যগ আছে। এবং এই মূল্য হবে উপকারের থেকে অনেক অনেক বেশি।

      Comments:
    • https://www.facebook.com/lrfarazi/posts/1905745792793701

    16-Apr-2018 6:49 am

    16-Apr-2018 11:55 am


    মসিউল্লাহ ভাইয়ের রিসেন্ট পোষ্ট থেকে রবিউল হক ভাইয়ের বয়ানের অংশ কোট করলাম। এই কথাগুলোর পক্ষে বা বিপক্ষে থাকাটা একটা বড় পার্থক্য মাওলানা সাদ vs অন্যদের শিক্ষার মাঝে। আমি যতটুকু বুঝি। এই পার্থক্যের কারনে দেশের বড় বড় তবলিগওয়ালারা সবই সাদ সাহেবের পক্ষে।

    কিন্তু এই দ্বন্ধের সাইড ইফেক্ট হলো এখন কাজের ফোকাস দ্রুত চলে যাচ্ছে দ্বন্ধের দিকে। মূল কাজ থেকে কমে।

    তবে সব কিছুর পেছনে আল্লাহর কোনো ইচ্ছা আছে যেটা আমরা জানি না। তাই কিছু নিয়ে আমি হা হুতাশ করি না।

    Quote _________
    খালি তবলীগ! এইটাই একমাত্র কাম! আর কোন কাম নাই! এরা হলো আস্ত কতগুলো পাগল, মাথা খারাপ, ব্রেকহীন। ব্রেকহীন গাড়ি যেমন ভয়ানক বিপদ, এরাও তেমনি। কী আশ্চর্য কথা!

    একজন দরিদ্র, বিপদগ্রস্ত লোককে আর্থিক সহযোগিতা করা, মসজিদ বানানো, মাদরাসা বানানো, এগুলোও আল্লাহ্‌র রাস্তায় খরচ করা। আল্লাহ্‌র রাসূল দীনের কাজে মাল সংগ্রহ করেন নাই? অন্ধের মত না চলি আমরা। চোখ, কান খুলে চলি।

    ইসলামের সব কাজকে অস্বীকার করবো, আর একমাত্র এটাকেই কাজ মনে করবো, এটাতো বহুত বড় জাহালত আর অন্ধকার! এটাতো বাস্তবতাকে অস্বীকার করা।

    এবং দীনের আর যত মেহনত আছে, আমি কোন মেহনতকে অস্বীকার করবো না, কোন মেহনতের সাথে আমি মোকাবেলায় যাবো না। একজন হয়তো মসজিদে সাপ্তাহিক জিকিরের মজলিস করেন। মানুষ সাপ্তাহিক জিকিরের মজলিসে বসা শুরু করলো। ধীরে ধীরে তাদের অন্তরে জিকিরের রঙ ধরা শুরু করলো, নামায ধরলো, দাড়ি রাখা শুরু করলো, সুন্নাতি লেবাস ধরলো। এটা কি দীনের মেহনত নয়?

    একজন বাচ্চাদের আলিফ, বা, তা পড়ায়। এর পিছনে কত যে মেহনত করে! এটা কি দীনের মেহনত নয়?

    কোন মেহনতকেই আমরা প্রতিপক্ষ না বানাই । সবগুলোরই দরকার আছে।

      Comments:
    • https://www.facebook.com/muhammed.masiullah/posts/2088068354811359

    16-Apr-2018 11:55 am

    16-Apr-2018 1:58 pm


    কখনও মনে হচ্ছিল কলকাতার কলেজ স্কোয়ার বা একডালিয়ার পুজো মণ্ডপ। কখনও বা শান্তিনিকেতনের বসন্ত উৎসবের চেহারা। তা সে রমনার বটমূলের বৃন্দগানই হোক কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনের রাজপথে মঙ্গল শোভাযাত্রা। পুজো, বসন্ত উৎসবের মিলমিশে একাকার ঢাকার নববর্ষের সকাল।

    জনস্রোত নেমে পড়েছে রাস্তায়। হেলিকপ্টার থেকে ফুল ছড়িয়ে শুরু হয়ে গিয়েছে মঙ্গল শোভাযাত্রা। পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা দড়ির ব্যারিকেড দিয়েও উৎসাহী জনতাকে ঠেকাতে পারছেন না।অষ্টমীর রাতে কলকাতায় যেমন হয়। শোভাযাত্রায় মন্ত্রী-সান্ত্রি সবাই ছিলেন। শোভাযাত্রা ঘিরে থিকথিক করছিল পুলিশ। তাতে অবশ্য ঝিলিকদের আনন্দে বিন্দুমাত্র ভাটা পড়েনি।

    রাস্তায় ছেলেমেয়েরা ভিড় করে আলপনা দিচ্ছেন। গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। যেমনটা এখন পুজোর সময়ে কোনও কোনও রাস্তায় হয়, বাংলাদেশের নববর্ষ উদযাপন অনুষ্ঠানের ঢঙে। শনিবার ভোরে হোটেলের জানলা খুলে দেখি সেজেগুজে রাস্তায় নেমে পড়েছেন মানূষ। কেউ যাচ্ছেন রমনা ময়দানে। কেউ বিশ্ববিদ্যালয় চত্বরে। সকাল সাতটায় বন্ধ হয়ে গেল যানবাহন। গোটা শহর মেতে গেল বর্ষবরণে।

    রাষ্ট্রপুঞ্জের অবসরপ্রাপ্ত কর্তা নুরুল ইসলাম বলেন শুধু পুজো নয়, কলকাতার সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে-র মেজাজও যেন ধরা পড়ল বাংলাদেশের এই নববর্ষে! জাতি-ধর্মের বেড়া ডিঙিয়ে এ যেন সর্বজনীন উৎসব।

    - "ঢাকার পয়লা যেন অষ্টমীর একডালিয়া", আনন্দবাজার পত্রিকা।

      Comments:
    • ^ সরাসরি পাবেন না। হাজার কথা থেকে মূল থিমটা যে যা বুঝে।

    16-Apr-2018 1:58 pm

    16-Apr-2018 3:33 pm


    "ত্রিভুজ আলম" এর কথা মনে আছে? সামহওয়ারের যুগে? উনি ছিলেন মুসলিমদের পক্ষে। বিপক্ষে এ টিমের বড় বড় পন্ডিত যারা ছিলেন তারা সবাই এখন জার্মানিতে।

    সেই ত্রিভুজ এখনো ফেসবুকে আছেন। এখন ফলো করলে মনে হবে উনি মডারেট ছাড়িয়েও অনেকটাই যেন সেকুলারের দিকে ঝুকে। অথচ সেই সময়ে উনি ছিলেন প্রায় ফান্ডামেন্টলিস্ট।

    কি বদলিয়েছে? উনি বদলান নি। আগের মতই আছে।

    পার্থক্য হলো আমার পজিশন বদলিয়েছে। বা সোশিয়াল নর্ম বদলিয়েছে। একজন সাধারন মুসলিম যতটুকু পক্ষে-বিপক্ষে থাকাকে ঈমাদের দাবি মনে করে সেটা বদলিয়েছে।

    আমি মনে করি আমি বদলাইনি। সেই আগের মত আছি।
    কিন্তু ত্রিভুজকে দেখে বুঝতে পারি, গত বিশ বছরে বহু কিছু অনেক দূর সরে এসেছে।

    #HabibTrend

    16-Apr-2018 3:33 pm

    16-Apr-2018 9:52 pm



    সম্ভবতঃ ১৯৯৬। আওয়ামিলিগের অসহযোগের নামে অনির্দিষ্টকালের জন্য হরতাল চলছে। এর মাঝে বিশ্ব ইজতেমা। চিল্লার জামাতগুলো ময়দানে সময় মত ফিরে আসতে পারবে না ধারনা করে ১০-১২ টা জামাত আগেই ময়দানে চলে আসে। ইজতেমার আরো ৮ দিন বাকি। পেন্ডেলের কাজ আগেই শেষ। তাদের করার মত কোনো কাজ নেই।

    ইশার নামাজের পরে ময়দানের মসজিদের মুরুব্বি ডাক দিলেন যারা চিল্লা পুরা না করে চলে এসেছেন তাদের আমির সাহেবগন দাড়ান। ১০-১২ জন দাড়ালেন। উনি বললেন আপনারা সময় পুরা না করে যে চলে আসলেন কতগুলো গাস্ত বাদ দিলেন, কত তালিম বাদ দিলেন, কত মানুষের হিদায়াতের সুযোগ বাদ দিলেন। শেষে বললেন "আপনারা আল্লাহর রাস্তায় বেরুনোর আগে ছিলেন আল্লাহ দোস্ত, ফিরে আসলেন আল্লাহর দুষমন হয়ে।"

    চিল্লায় বের হলে মানুষের দিল এমনি নরম হয়ে থাকে। এর উপর এই কথা শুনে সেই আমিররা সারা রাত কি দোয়া করেছেন কি কান্না করেছেন জানি না। কিন্তু ঐ রাতেই ঝড়ে ময়দানের পুরো পেন্ডেল ধ্বসে পড়ে। পর দিন আমি খবরের কাগজে পেন্ডেল ধ্বসে পড়েছে শুনি। এই ঘটনার কারগুজারি শুনি অনেক পরে।

    আমি বুঝে নেই : তবলিগের একজন সাধারন মুসলিমের কান্না উচ্চ স্তরের মুরুব্বির কথার থেকেও আল্লাহর কাছে অনেক বেশি কবুল।


    ১৯৯৮ সাল সম্ভবতঃ। ১০ দিনের জোড়ের শেষের দিকে ঝড়ে টিনের পুরো পেন্ডেল উড়ে পড়ে। অনেকে আহত হয়। মারা যায়। ঝড়টার বিশেষত্ব ছিলো এটা শুধু টংগির ময়দানে আঘাত হানে। আশে পাশে না।

    পরবর্তিতে ভারতের মুরুব্বিদের মাঝে সায়িদ আহমেদ সাহেবের কাছে এর কারগুজারি পেশ করা হয়। উনি এক সময় মদিনার আমির ছিলেন আমলের দিক থেকে উচ্চে। উনি সব শুনে বলেন তোমরা বেশি করে ইস্তেগফার করো, লম্বা দোয়া করো আর নিজেদের মাঝে মতবিরোধ দূর করে এক সাথে থাকো।

    পরবর্তিতে বুঝেছিলেম উনি এর কারন ইন্ডিকেট করছিলেন অন্তর্দন্ধকে।


    হরমুজউল্লাহ হুজুর। তবলিগের মুরুব্বিদের মাঝে আবেদ শ্রেনির ছিলেন। অন্ধকার রূমে থাকতেন। সেখানে ইবাদত করতেন। সম্ভবতঃ ২০০৪ সালের দিকে। ১০ দিনের জোড়ে। জোহরের সময় উনার কথা। মাইকে এলান করলেন তোমরা সবাই চুপ করো। নয়তো আল্লাহর আযাব আইবো। আল্লাহর আযাব আইবো কথাটা অনেকবার বললেন।

    সেই দিন বিকাল নাগাদ প্রচন্ড ঝড়ে পুরো টিনের পেন্ডেল লন্ড ভন্ড। অনেককে হাসপাতালে নেয়া হয়েছে। মাঠে কাটা আংগুল পড়ে আছে বলে পেপারে আসে।


    সমস্যা হলো ভাই, আল্লাহ তায়ালা কারো ধার ধারেন না।

      Comments:
    • কি শিক্ষা সেগুলো ইন্ডিকেট করলাম না। বহু প্রতিবাদ তথ্যগত ভুল, অসৎ উদ্দেশ্য, বিদআহ, আকিদাগত সমস্যা এই পোষ্ট খুজে পাওয়া যাবে। সেগুলো এই কমেন্টে উল্লেখ না করলে খুশি হবো বিতর্ক এড়ানোর জন্য।

    16-Apr-2018 9:52 pm

    16-Apr-2018 11:27 pm


    বাসার মেনেজারের ব্যপারে :

    এখনো কাউকে সিলেক্ট করি নি। মূল কাজ ছিলো আমানতদারী যেটা ভালো পরিবারের কেউ না হলে করতে পারবে না বলে আমার বিশ্বাস ছিলো। এজন্য ভালো ফেসিলিটিজ অফার করেছিলাম।

    কিন্তু ভালো পরিবারের কেউ এই চাকরিটা নিতে রাজি না যদিও অনেকজনকে অফার করেছি। তাই নতুন করে ভাবছি।

    এই মুহুর্তে কারো সাথে সাক্ষাত করছি না। তাই এগুলো নিয়ে "দেখা করেন" "কথা বলেন" রিকুয়েষ্ট করবেন না প্লিজ।

    তবে কারো পরিচিত কেউ জানা থাকলে ইনবক্স করতে পারেন কিছু ডিটেলস। আমি পড়ে যদি মনে করি উনি আসতে পারেন তবে উনার সাথে কথা বলবো ইনশাল্লাহ।

    আমানতদারি বাদ দিলে আমি দেখবো বাসার কত পার্সেন্ট কাজ উনি নিজে করতে পারবেন সেটা।

    এক্সপেরিয়েন্স থেকে বলছি :

    - ঢাকার বাইরে কাউকে রেফার করে লাভ নেই। না উনার সাথে আমি সময় করে দেখা করতে পারবো। না উনাকে কাজ দিলে উনি এখানে এসে পরিবেশের সাথে ম্যচ করতে পারবেন।

    - চাপে বা কষ্টে পড়ে কেউ নিজের অপছন্দের কাজে রাজি হলেও সে কাজটায় আগ্রহ পাবে না। তাই "করতো না কিন্তু প্রচন্ড বিপদে পড়ে করছে", এমনদের আপাততঃ বাদ রাখছি।

    - এই মুহুর্তে আমানতদ্বার কাউকে পাওয়া যাবে না ধরে নিয়ে, কে কাজ করতে পারবে এটাতে ফোকাস দিচ্ছি।

    16-Apr-2018 11:27 pm

    17-Apr-2018 5:59 am


    Periodic Table এর সব element এর নাম ছাত্রদের মুখস্ত।

    কিন্তু মাটি পাথর কি দিয়ে তৈরি? পৃথিবীর বুকের অধিকাংশ উপাদান কি?


    উত্তর হলো : সিলিকন আর এলুমিনিয়াম।

    প্লাস মেটেলগুলো অক্সাইড হিসাবে থাকে বলে অক্সিজেন প্রচুর। ভূ পৃষ্ঠের এলিমেন্টের অর্ধক হলো অক্সিজেন।


    Interestingly বাতাসে নাইট্রজেনের পরিমান সবচেয়ে বেশি, মাটিতে কম। গাছ বড় হবার জন্য নাইট্রোজেন লাগে, কিন্তু গাছ বাতাস থেকে নাইট্রোজেন টানতে পারে না। শুধু মাটি থেকে টানে। এ কারনে বাতাস থেকে নাইট্রজেন ধরে এনে একে সার করে মাটিতে প্রয়োগ করতে হয়।

    17-Apr-2018 5:59 am

    17-Apr-2018 12:27 pm


    খবর : "মার্চ মাসে ব্যাংক থেকে গণহারে অর্থ উত্তোলন করেছেন আমানতকারীরা। এছাড়া খেলাপী ঋণের মাত্রা উর্ধ্বমুখী। ফলস্বরূপ, তারল্য সংকটের সম্মুখীন বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো। অবস্থা এমন দাঁড়াতে পারে যে, ঋণ দেওয়ার মতো অর্থই থাকবে না ব্যাংকের।"

    মানে সুডো ব্যংক রান গত মাসেই আরম্ভ হয়ে গিয়েছে।
    এর পর অবস্থার উন্নতি হলে ভালো।

    17-Apr-2018 12:27 pm

    17-Apr-2018 7:01 pm


    When something looks like a textbook case, something else is amiss because the world is not a perfect place.

    Truth isn't what the victors write.

    Follows alternate narration. No one knows what percent of which speech is correct.

    https://www.globalresearch.ca/first-western-journalist-in-syrian-hospital-which-treated-chemical-weapons-victims-explains-what-really-happened/5636421

    https://www.globalresearch.ca/first-western-journalist-in-syrian-hospital-which-treated-chemical-weapons-victims-explains-what-really-happened/5636421

    17-Apr-2018 7:01 pm

    17-Apr-2018 7:16 pm


    খবর : আরাস্তু খানের পদত্যগ।

    Keep watching. খেল আরম্ভ হবে যে কোনো সময়।

      Comments:
    • ^ everyone believes what he wants to believe. that includes you and me.

    17-Apr-2018 7:16 pm

    17-Apr-2018 8:15 pm


    Quote: "তৃতীয় শ্রেণিতে পড়ার সময় মা ও অষ্টম শ্রেণিতে পড়ার সময় বাবাকে হারিয়েছিলেন তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন। এর পর ছোট দুই ভাই মেহেদি ও আবদুল্লাহকে নিয়ে জীবনযুদ্ধে নেমেছিলেন একুশ বছরের এই এতিম। কখনও খালার বাসায় থেকে, কখনও টিউশনি করে ও কাজ করে নিজে পড়াশোনা করেছেন এবং দুই ভাইকে পবিত্র কোরআনের হাফেজ বানিয়েছেন।"

    এতটুকুই জানতে চেয়েছিলাম। এর পর আর দুঃখ নেই।

    "কদর" লিখা হয়ে গিয়েছে আমাদের জন্মের আগে।
    রিজিকের কিছু বাকি থাকতেও কারো মৃত্যু হবে না।

    যেটা আমরা জানি না, তা হলো এর পর জান্নাতে থাকবো নাকি জাহান্নামে।

    17-Apr-2018 8:15 pm

    18-Apr-2018 1:51 am


    Latest airline incident is when a boeing 737's engine blew up mid air at 31,000 feet height, broke a window glass, and sucked a woman halfway out.

    The plane rapidly started to fall at 3000 ft per minute until the pilots leveled it off at 10,000 ft.

    Cabin depressurized and passengers had to use oxygen mask.

    18-Apr-2018 1:51 am

    18-Apr-2018 10:14 pm


    কর্পোরেট চাকরিতে ইন্টারভিউ :

    "আপনাকে পরে জানাবো" : কথাটার অর্থ আপনাকে আমরা সিলেক্ট করছি না চাকরির জন্য। মুখের উপর "আপনাকে নিচ্ছি না" বলাটা অভদ্রতা ধরা হয় যেহেতু। এবং অনেকে "না" কথাটা গ্রহন করতে পারে না। তর্ক আরম্ভ করে "কেন নেবেন না?" এই ঝামেলা দূর করার জন্য এই টেকনিক।

    আপনাকে নিচ্ছি না কথাটা কর্পোরেট জবে প্রায় কখনোই বলা হয় না। ৫% ক্ষেত্রে কেউ জানালেও ইনডাইরেক্টলি পরে মেইল করে বা চিঠি দিয়ে জানিয়ে দেয়। মুখের উপর না।

    এর উপর ভিত্তি করে এই meme.

      Comments:
    • ^ কোনটা বলা?

    18-Apr-2018 10:14 pm

    19-Apr-2018 8:43 am


    ৮০র দশকের প্রথম দিকে এদেশের ইসলামিষ্টরা একুশের প্রভাত ফেরির বিরোধি ছিলো :


    ইসলামিষ্ট বলতে তখন বুঝাতো মোল্লা-মৌলভি। তাদের মতে খালি পায়ে হেটে গিয়ে, একটা পবিত্র বেদিতে উঠে ফুল দিয়ে, পাথরের মিনারের সামনে মাথা নিচু করে দাড়িয়ে থাকা ইসলাম বিরোধি।

    এর পর ২০০০ এর দিকে ইসলামি রাজনৈতিক দলগুলো এটাকে গ্রহন যোগ্য করে তোলে, আপত্তিকর কিছু নেই বলে এবং ইসলামি নেতারা নিজেরাই এই কাজগুলো করা আরম্ভ করে।

    এখন এই যুগে ঐ বিরোধিতার ৫% ও বাকি নেই। কেউ বিন্দু মাত্র আপত্তি জানালে সে প্রায় সর্ব সম্মতিক্রমে দেশ বিরোধি ও ধর্মের অপব্যখ্যাকারী।


    ২০১০ দশক। এখন মঙ্গল শোভা যাত্রাকে বলা হচ্ছে ইসলাম বিরোধি। যদিও অল্প সংখ্যক হলেও কিছু কিছু মাওলানা মুফতি এগিয়ে আসছেন ফান্ডামেন্টলি নববর্ষ উদযাপনে ইসলাম বিরোধি কিছু নেই প্রমান নিয়ে। একে প্রমোট করার জন্য।


    এর পর আরো ৩০ বছর পর মঙ্গল শোভাযাত্রা সমাজে কতটুকু ইসলামিকেলি গ্রহনযোগ্য হয়ে উঠে সেটা দেখার অপেক্ষায়।

    19-Apr-2018 8:43 am

    19-Apr-2018 11:23 pm


    শুক্রুবার সুরা কাহাফ :

    সুরা কাহাফের ৪টা ঘটনার ৩য় ঘটনা হলো হযরত খিজির আঃ এর সাথে মুসা আঃ এর সাক্ষাৎ এর ঘটনা।

    এই একটা ঘটনা থেকে বহু জনকে বহু কিছু ডিডাকট করতে দেখেছি।

    আগে বলে নিচ্ছি হানাফি মতে খিজির আ: নবী রসুল ছিলেন না।
    সালাফি মতে উনি নবী ছিলেন।

    আমি হানাফি মত অনুসরন করে নিচেরগুলো লিখছি।

    ১। নবী না এমন কারো এমন ইলম থাকতে পারে কিনা যেটা আল্লাহ তায়ালা নবিকে দেন নি।

    ২। "ইলমে লাদুন্নি" বা এই ধরনের যে টার্মগুলো সুফিদের মাঝে প্রচলিত আছে সেগুলো ঠিক কিনা।

    ৩। সেই ইলম এত স্পষ্ট নিশ্চিৎ এবং সরাসরি আল্লাহ প্রদত্ত হয় কিনা যে সেটার উপর একটা ছেলেকে হত্যা করে ফেলা যায়।

    ৪। ইলমে গায়েব আল্লাহ তায়ালা নবী ছাড়া অন্য কাউকে দেন কিনা।

    ৫। এই ধরনের গায়েবের ইলম বহনকারী দুনিয়াতে আরো লোক আছেন কিনা।

    বহু প্রশ্ন। উল্টো পাল্টা ব্যখ্যা টেনে বিশ্বাসের দরজা খুব বেশি খুলে দিলে পথভ্রষ্ট হওয়ার আশংকা আছে। আবার সব দরজা বন্ধ করে অস্বিকার করা আরম্ভ করলেও পথভ্রষ্ট হওয়ার আশংকা আছে।

    বিভিন্ন দল-মত তাদের নিজস্ব ব্যখ্যা নিয়ে আসছে আসবে। কিন্তু কোনো একটা ব্যখ্যা যত সলিড হোক না কেন, তার বিপরিতে ভিন্ন আরেকটা ব্যাখ্যা থাকতে পারে একই রকম সলিড।

    তাই আমার স্ট্রেটেজি হলো : বেশি ব্যখ্যা খুজো না। নিজে কিছু বুঝে নাও। আর দেখতে থাকো।

    কিছু প্রশ্ন তুলেছি। যার উত্তর দেই নি। তাই এটাকে ফিতনাময় পোষ্ট বলা যায়। সরলমনারা স্কিপ করে যান।

    গভীর চিন্তা করা দ্বিন বুঝার জন্য শর্ত না।

    19-Apr-2018 11:23 pm

    20-Apr-2018 4:55 am


    Quote :

    Salaries for top A.I. researchers have skyrocketed because there are not many people who understand the technology and thousands of companies want to work with it. Element AI, an independent lab in Canada, estimates that 22,000 people worldwide have the skills needed to do serious A.I. research.

    “There is a mountain of demand and a trickle of supply,” said Chris Nicholson, the chief executive and founder of Skymind, a start-up working on A.I.

    https://www.nytimes.com/2018/04/19/technology/artificial-intelligence-salaries-openai.html

    https://www.nytimes.com/2018/04/19/technology/artificial-intelligence-salaries-openai.html

      Comments:
    • ^ হাদিসে এই ঘটনা সম্পর্কে রাসুলুল্লাহ সা: আর কি বলে গিয়েছিলেন। সেগুলো বিবেচনায় নিয়ে এর পর বুঝ। কারন এটা নতুন কোনো মাসলা না। গত ১৪০০ বছর ধরে অসংখ্যা আলেম উলামা এটা নিয়ে ভেবেছেন, কথা বলেছেন, ব্যখ্যা বের করেছেন।

    20-Apr-2018 4:55 am

    20-Apr-2018 5:58 am


    জাকাত :


    স্বর্নের ভরি এখন ৫১ হাজার টাকা। কিন্তু আপনার বাসার পুরানো স্বর্ন সম্ভবতঃ "সনাতন", সে ক্ষেত্রে এর দাম হবে অর্ধেক, ২৬ হাজার টাকা।

    https://www.priyo.com/articles/find-out-the-new-rates-of-gold-and-silver-201803201035/

    এখন বিক্রি করতে গেলে যে দাম পাবেন তার উপর হিসাব।

    জাকাতের জন্য ৭.৫ ভরি স্বর্ন থাকতে হবে। সংগে ক্যশ থাকলে হিসাব ভিন্ন। যেগুলো সংক্ষেপে লিখছি বলে এখানে ব্যখ্যা করলাম না।


    দেশে "ক্যডমিয়াম রূপার" দাম ১০০০ টাকা ভরি। কিন্তু ক্যডমিয়াম রূপার নামে দেশে যা বিক্রি করে সেটা রূপা না। বরং "ক্যডমিয়াম" নামে অন্য একটা মেটেরিয়াল। যেটা দেখতে রূপার মত। এবং বিদেশে রূপার সাথে ভেজাল হিসাবে এটা মেশানো হয়।

    যেমন কিছু দিন আগে পর্যন্ত পিতল বিক্রি হতো স্বর্নের নামে। এবং যে কারনে এখন "সনাতন" স্বর্নের দাম আসল স্বর্নের অর্ধেক। সেগুলোতে স্বর্ন ধরেন ১৫-২০% থাকে। বাকি সব পিতল।

    তবে দেশে খাটি রূপার দাম কত? জানা নেই। কারন গত ১ বছর ধরে খুজে আমি ধারনা করছি দেশে এই মুহুর্তে শুধু রূপার কোনো বাজার নেই। বেচা কেনা নেই। যা বিক্রি হচ্ছে সেটা হলো ক্যডমিয়াম। এজন্য একে বলে "ক্যডমিয়াম রূপা"। যেখানে কত পার্সেন্ট রূপা সেটা নিশ্চিৎ না। এবং সম্ভবতঃ রূপা প্রায় নেই। পুরোটা ক্যডমিয়াম।


    তবে দিরহামের হিসাব কি করে করবো? দিরহাম হিসাব করতে হয় রূপা দিয়ে। যেমন নিসাব ২০০ দিরহাম। মহরে ফাতেমি ৫০০ দিরহাম।

    এক দিরহাম এক ভরির চার ভাগের একভাগ প্রায়।

    সমাধান হলো বিদেশে রূপার দাম কত সেটা দেখা। অন্য কারো যদি অন্য ভালো বুদ্ধি থাকে তবে জানাতে পারেন।

      Comments:
    • ^ এর পরও বিক্রি দাম নিতে হবে কারন বিক্রি করতে গেলে যা পাবেন সেটাই পন্যের আসল দাম। কেনার সময় ব্রেন্ড, মজুরি হাবি জাবি অনেক কিছুর দাম ধরে বাড়ায়। যদিও এটা ঘোষনা করে না। ইমপ্লাইড।

      স্বর্নকার আপনার কাছ থেকে ভেজাল স্বর্ন বেশি দামে কিনবে না। কিন্তু আপনার কাছে বিক্রি করার সময় বেশি দাম চাইবে।

      বাসায় পিতল রেখে এর উপর জাকাত দেবার মানে নেই। স্বর্নের দামে পিতল কিনলেও।

    • এখানে সমস্যা হলো রাসুলুল্লাহ ﷺ থেকে এর উপর একটা হাদিস বর্নিত আছে যেটা বহু কিতাবে এসেছে। সেখানে উনি এই ঘটনা বর্ননা করেছেন। কিন্তু সেখানে খিজির আ: ফিরিস্তা এমন কিছু বলেন নি। ঐ হাদিস না হলে এই ব্যক্তির নাম যে খিজির সেটাও আমার জানতাম না।
    • ^ হানাফি মাজহাব অনুযায়ি করলে রূপা দিয়ে নিসাব হিসাব করতে হবে। তাতে এখন ৫০ হাজার টাকার মত হয়।

    20-Apr-2018 5:58 am

    20-Apr-2018 10:06 pm


    নেটে পাওয়া কিছু কমেন্ট :

    : "মুফতি হলো সৌদি আরবে, ওরা কোরআন হাদিস পড়ে ফতুয়া দেয়, আর তোরা তো ফেকাহ পরিয়া ফতুয়া দিস। ফিকাতে তো ফতুয়া দেওয়াই আছে, তাহলে তোরা মুফতি হলি কি করে জবাব দে?"

    আমি লা-জওয়াব। এভাবে কখনো ভেবে দেখি নি।

    : "কয়টা জিহাদের ময়দানে অংশগ্রহণ করার পরে ফয়জুল করীম এবং রেজাউল করীমে আমিরুল মুজাহিদিন লক্বব লাগিয়েছে??"

    ভবিষ্যতের জিহাদের জন্য এই লকব। অতীতের কিছুর জন্য না। আমি এরকম ধারনা করি।

    : "ব্রাদার রাহুল ২০১৩ সাল থেকে নামাজ রোজা আরম্ভ করেছেন। উনার নিজের কথা প্রশ্নোত্তরে।"

    আলহামদুলিল্লাহ। তবে এখনই এত চ্যলেঞ্জ-বাহাসে ঢুকে যাওয়াটা অনুচিৎ হয়েছে বলবো।

    20-Apr-2018 10:06 pm

    21-Apr-2018 10:07 am


    Mathematics + data merge from different sources = Uber's excellent GPS location service that utilizes noise and missing information to predict a far better accuracy over conventional ones. All without using any extra sensor.

    https://eng.uber.com/rethinking-gps/

    https://eng.uber.com/rethinking-gps/

    21-Apr-2018 10:07 am

    21-Apr-2018 10:18 pm


    সমস্যা হলো উনাকে যেহেতু কেউ দেখতে পারে না [আমি সহ] তাই সবাই উনার দোষ ধরে বেড়ায় [আমি সহ]।

    এজন্য কথায় বলে : যাকে দেখতে নারী তার চলন বাকা।

    তবে think positive করবো ভেবে রেখেছিলাম :

    আমি নিজে চাকরির জন্য কত মহিলার সাথে মিটিং-কনফারেন্স-আলোচনা করেছি তার হিসাবে রাখি নি। তবে সৌভাগ্যক্রমে এগুলো কোনোটার ছবি ফেসবুকে ফাস হয় নি [এখনো]।

    FAQ : "আপনি আর উনি কি এক হলো?"
    High-Thought Answer : সেভাবে চিন্তা করলে দুনিয়ার কোনো দুই ব্যক্তিই এক না। সবাই ভিন্ন ভিন্ন। :-)


      Comments:
    • দুঃখিত। চুপ করে গেলাম [আপনার কাছে]। :-)

    21-Apr-2018 10:18 pm

    22-Apr-2018 5:54 am


    আজকের প্রথম খবর : সৌদি রাজ প্রাসাদের সামনে প্রচন্ড গোলাগুলি। বহু হতাহতের আশঙ্কা।

    দ্বিতীয় খবর : রাজ প্রাসাদে ড্রোন হামলা।

    তৃতীয় খবর : কোন বাচ্চার খেলনা ড্রোন রাজ প্রাসাদের বেশি কাছে চলে গিয়েছিলো, তাই ...।

    কাল্পনিক সিন -- প্রধান সেনাপতি রিপোর্টিং : "আক্রমন প্রতিহত করে এসেছি মহারাজ!@!..."

    How you present yourself to your boss, matters. Even for army commanders :-)

    video:/img/photos_and_videos/videos/31153740_165729760758358_5078299992838373376_n_10155455886028176.mp4

      Comments:
    • মানে আপনি ইমপ্লাই করছেন বড় কিছু হয়েছে। কিন্তু তারা এটাকে পরবর্তিতে ছোট ঘটনা হিসাবে প্রেজন্ট করে ঢাকতে চাচ্ছে? Another possibility. Keep watching.

    22-Apr-2018 5:54 am

    22-Apr-2018 7:45 am


    Saudi coup rumors :

    1. Power was cut off.
    2. The king was moved to underground bunker. And later moved to air force airport.
    3. Thousands of rounds of heavy fire. From multiple points.
    4. Sound of explosion.
    5. AP reported that Royal Saudi Land Forces (KSA) Lieutenant General Allukas Nepils was leading the coup.
    6. Jets were flying low all over the capital city.
    7. Reports of clashes spreading other places in Capital.

    Of course we all have heard of the drone story by now. No point in reiterating it.

    22-Apr-2018 7:45 am

    22-Apr-2018 9:45 am

    23-Apr-2018 6:03 am



    আদি যুগে কেউ মিষ্টি খেতে চাইলে মিষ্টি ফলমূল খেতো।

    এর পর মানুষ চিন্তা করে : আরো মিষ্টি করা যায় না? ফল মূল চিপে রস বের করে ছোবড়াটা ফেলে বানালো গুড়। এখন আর তাজা ফলের জন্য অপেক্ষা করতে হয় না। চাইলেই মিষ্টি।

    এ থেকে ছোট কালে বাজারে দেখতাম তিন রকম গুড়: আখের গুড়, খেজুরের গুড় আর তালের গুড়।

    আরো মিষ্টি করা যাবে? যায়। গুড় রিফাইন করে চিনি। সর্বোচ্চ মিষ্টি।

    আরম্ভ হলো ডাইবেটিস।


    ১০০ বছর আগেও কেউ গান শুনতে হলে গায়িকা ভাড়া করতে হতো। বলতে হতো "শুনাও ঐ গান"। যদি সেই গান গায়িকার জানা থাকে তবে শুনাতো। এসব করার মত সময় আর টাকা শুধু রাজা বাদশাহদের ছিলো।

    এর পর আসলো ১০ গ্রাম মিলে একটা গ্রমোফোন। এখন "শুনাও গান" করা যায়, গায়িকা ভাড়া না করেই।

    এর পর আসলো ক্যসেট। পান-ব্যপারিও বলতে পারে "শুনাও গান"। তার পছন্দের গান গায়িকা শুনাবে।


    আমাদের ছোটবেলায়ও কেউ গান শুনতে চাইলে তাকে ক্যসেট প্লেয়ার কিনতে হতো। স্পিকার কিনতে হতো। ঐ গানের কেসেট কিনতে হতো। এর পর গান।

    এখন মোবাইলের যুগে এত ঝামেলা নেই। হাজার গায়িকা পকেটে নিয়ে মানুষ সারা দিন ঘুরে বেড়ায়। বললেই যে কোনো গান আপনার কানের ভেতর শুনিয়ে দেবে। পাশের জনও টের পাবে না।

    23-Apr-2018 6:03 am

    23-Apr-2018 6:43 am


    খবর :

    জান্নাতুল নাঈম ওরফে মিতু জানান, ২০১৬ সালের জুলাই মাসে ফেসবুক আইডি ‘আল্লাহর সৈনিক’ এর মাধ্যমে জনৈক মেহেদী হাসান ওরফে মাসুদের সঙ্গে তার পরিচয় হয়। মেহেদী তাকে বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত মুসলিমদের পক্ষে কাজ করার আহবান জানিয়ে জসিম উদ্দিন রাহমানির বক্তব্য সংব্বলিত বিভিন্ন বক্তব্য সরবরাহ করে। এর প্রেক্ষিতে ধীরে ধীরে সে আকৃষ্ট হলে তাকে জেএমবির দাওয়াত দেয়া হয়। এছাড়াও নামাজ আদায় না করলে ও দাঁড়ি না রাখলে তার স্বামীকে পরিত্যাগ করা উচিত বলে বিভিন্ন ফতোয়া দেয়। মেহেদী হাসান ওরফে মাসুদ তাকে বাংলাদেশ সরকার ও ত্বাগুত বাহিনীর বিরুদ্ধে লড়াই করে শহীদ হওয়ার আহবান জানালে মিতু তাতে সাড়া দেয়। এরপর থেকে মিতু তার ফেইসবুক আইডি ‘এসো ইসলামের পথে’ এবং ‘আলোর পথ ইসলাম’ থেকে বিভিন্ন যুদ্ধ, অস্ত্র ও গোলাবারুদের স্থিরচিত্র এবং ভিডিওসহ বিভিন্ন উগ্রবাদী মতবাদ প্রচার করতে থাকে। সে তার কাছের বন্ধু-বান্ধবদের কথিত জিহাদের দাওয়াত দেয়া শুরু করে।

    মিতু তার স্বামী জুয়েলকে উগ্রবাদের পথে আসার আহবান জানিয়ে ব্যর্থ হলে স্বামীকে ত্যাগ করে কথিত শহীদী মৃত্যু বরণ করার লক্ষ্যে হিযরত করার পরিকল্পনা করে। তার পরিকল্পনার কথা সে মেহেদী হাসান ওরফে মাসুদকে জানালে সে তাকে মাহরাম ছাড়া হিযরত করা যাবে না বলে জানায়। এবং তার বন্ধু আকবর হোসেন সুমনকে মাহরাম হিসেবে গ্রহণ করার প্রস্তব দেয়। এরপর মেহেদী তার বন্ধু আকবর হোসেন ওরফে সুমনের সঙ্গে মিতুর যোগাযোগ করিয়ে দেয়। সুমনকে মাহরাম হিসেবে পাওয়ার জন্য মিতুু তার স্বামী জুয়েলকে ডিভোর্স দেয়ার পরিকল্পনা করে। সুমন ও মেহেদীর পরামর্শ অনুযায়ী মিতু গত ৩১শে মার্চ সোনারগাঁয়ের তার নিজ বাড়ি থেকে চট্টগ্রামে চলে যায়। সুমন ও মেহেদী তাকে সেখানে একটি ভাড়া বাসা ঠিক করে দেয়। তারা দুজনে মিতুকে শহীদ হওয়ার জন্য বিভিন্ন ধরনের কৌশল ও পরামর্শ প্রদান করে এবং মিতুুকে শহীদী মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলে। পরে তারা নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ঢাকার কয়েকজন জেএমবি সদস্যের সঙ্গে যোগাযোগ করে সংগঠনের কর্মী সংগ্রহের জন্য দেশের বিভিন্ন স্থানে সফরের পরিকল্পনা নেয়। এ লক্ষেই তারা নারায়ণগঞ্জে একত্রিত হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে জানায়।

    এদিকে মেহেদী হাসান ওরফে মাসুদ ২০০৫ সালে চট্টগ্রামের রাউজান আমিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি পাশ করে। পরবর্তীতে ফটিকছড়ি মাইজভান্ডার হেফজখানাতে ৩/৪ বৎসর পড়ালেখা করে। সে ২০১১ সাল হতে চট্টগ্রামের হালিশহর ও ইপিজেড এলাকায় একটি ফুড প্রোডাক্টস্‌ কোম্পানিতে সেলস্‌ ম্যানেজার হিসেবে চাকরি করে। ২০১৫ সালে সে জনৈক সামি ভাইয়ের মাধ্যমে হানাফি থেকে সালাফি মতাদর্শে দীক্ষিত হয়। এরপর ওই সামি ভাই তাকে উগ্রবাদী বিভিন্ন বয়ান শুনতে ও কিছু বই পড়তে দেয়। পরবর্তীতে এ সকল বয়ান ও বইয়ের মাধ্যমে উগ্রবাদে আকৃষ্ট হয়ে সে বিভিন্ন সালাফি মসজিদে যাতায়াত শুরু করে। ২০১৫ সালের শেষদিকে সামি তাকে অপর এক দ্বীনি ভাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়।

    23-Apr-2018 6:43 am

    23-Apr-2018 11:36 am


    Remember the no-SQL big-data frenzy? Until everyone suddenly came to their realization that what they really need is an old school SQL server, and a good DBA?

    Well the same pattern seems to be repeating now with ML-AI. The only intelligence most businesses need is a SQL server and an intelligent DBA.

    https://threadreaderapp.com/thread/987602838594445312.html

    https://threadreaderapp.com/thread/987602838594445312.html

    23-Apr-2018 11:36 am

    23-Apr-2018 1:05 pm


    মনে হলো সেই দিন মাত্র আম চোষা আরম্ভ হলো। এখনই ছিবড়া। হয় সময় খুব দ্রুত যাচ্ছে [কিয়ামতের আলামত] নয়তো আমি সময়ের হিসাব হারিয়ে ফেলেছি [নিজের কিয়ামতের আলামত]

    http://www.ittefaq.com.bd/print-edition/first-page/2018/04/23/272588.html

    http://www.ittefaq.com.bd/print-edition/first-page/2018/04/23/272588.html

    23-Apr-2018 1:05 pm

    24-Apr-2018 6:53 am


    কেউ যদি আমার কোনো স্টেটাসে কমেন্ট করে "এই সব বলবেন না" "চুপ থাকেন" "না জেনে বলবেন না" "এই সব কথা পেটে রাখেন" "এই স্টেটাস ডিলিট করে দেন" "এটা শেয়ার করে প্রচার করবেন না" তবে আমি তাকে ব্লক করে দেই। ইমিডিয়েটলি ব্লক না করলেও, কিছু দিন সময় দিয়ে এর পরে।

    সে আমাকে চুপ করতে বলেছে মানে আমার স্টেটাস সে পড়তে চাচ্ছে না -- এতটুকুই বুঝি।

    অন্যরা কি পড়তে চায়, বা আমি কি লিখতে চাই -- সেই সিদ্ধান্ত দেবার মালিক সে না।

      Comments:
    • দুই থেকে চার বছর পরে আবার ফেসবুকে। কিন্তু খুবই স্পেসিফিক রিকুয়ারমেন্ট দেবো যেখানে ৪ থেকে ৫ জনের বেশি এপ্লাই করতে পারবে না।

    24-Apr-2018 6:53 am

    25-Apr-2018 3:15 pm


    বনানির "স্বপ্ন" থেকে যারা কেনা-কাটা করেছেন তাদের জন্য। সম্ভবতঃ এটা গুলশান বনানি ব্রিজের কাছে।

    ক্রেডিট কার্ড তারা স্কেন করে রেখে ক্লোন করে রাখে। এর পর পিন নম্বর নিয়ে নেয়। পরে ক্লোন কার্ড দিয়ে পিন নম্বর দিয়ে ATM থেকে আপনার একাউন্ট থেকে টাকা তুলে কয়েক কোটি টাকার মালিক এক সেলসম্যন। তার ব্যংকে কোটি টাকা পাওয়া গিয়েছে।

    এতদিন জানতাম ক্রেডিট কার্ড দিয়ে কিছু কিনার সময় পিন নম্বর দেয়া লাগে না।

    http://www.prothomalo.com/bangladesh/article/1476711/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%AC-%E0%A6%95%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%A6%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87%E0%A6%A8

    http://www.prothomalo.com/bangladesh/article/1476711/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%AC-%E0%A6%95%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%A6%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87%E0%A6%A8

    25-Apr-2018 3:15 pm

    26-Apr-2018 5:53 am


    by Daniel Haqiqatjou :

    Just because someone quotes a scholarly text, does not mean he knows what he is talking about.

    They bank on the fact that the average Muslim highly respects classical scholarly sources (and rightly so). So they selectively cite from those sources, cherry picking and abridging as needed.

    The red flag to look out for is when someone says something that contradicts everything you have ever heard on a subject. Realize that there are no new discoveries in Islam. No one is going to discover something unprecedented that everyone has been ignorant of for centuries.

      Comments:
    • ^ And for me it was to ensure that the Bengali translation was in fact literal translation of Arabic. You will be astonished to see how much an average translator adds from his own words or subtracts what he doesn't like from a translation.

    26-Apr-2018 5:53 am

    26-Apr-2018 11:33 am


    বাদুরের মাংস।

    প্রশ্ন পাখি খাওয়া হালাল হলে বাদুর কি হালাল হবে? সব পাখি হালাল না, যেমন কাক হালাল না। ...<হালাল হারামের উপর আরো লম্বা আলোচনা কাট করা হলো...>

    "দলিল দেন!" দলিল আর হাওলা দুটো ভিন্ন জিনিস।

    সালাফিদের জন্য দলিল। হানাফিদের জন্য "হাওলা"। [simplified explanation based on uninformed assumption.]

    "কিতাবের হাওলা" যেমন রুদ্দুলু মুখতার, ফতোয়ায়ে হিন্দ।
    "কোরআন হাদিসের দলিল"।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • FAQ : "রুদ্দুল মুহতার.. নামটা পর্যন্ত ঠিক মত বলতে পারে না। এ আবার নিজেকে পরিচয় দেয় ইসলামিষ্ট..."
      উত্তর : চরি :-)

    26-Apr-2018 11:33 am

    30-Apr-2018 8:20 pm


    গত চার দিনের সবচেয়ে বড় খবর হলো কাকরাইলের গন্ডোগোল :


    গন্ডোগোল কি-কেন হয়েছে সেটা বাদ দিলাম। I am yet to catch up with event details. কংক্লুশন কি হয়েছে বলে শুনেছি সেটা জানাচ্ছি।

    পুলিশের স্বিদ্ধান্ত পত্রিকার খবরে : কাকরাইল মসজিদে জোবায়ের সাহেব আর ওয়াসিফ সাহেব ঢুকতে পারবেন না। এবং কাকরাইল মসজিদে কোনো জামাত থাকতে পারবে না। শুধু মানুষ ঢুকে নামাজ পড়ে বেরিয়ে যেতে হবে।


    ব্যসিক্যেলি খবর যদি ঠিক হয় তবে কাকরাইল মসজিদ বন্ধ। সেখান থেকে এখন আর কোনো জামাত বেরুবে না। আমার বুঝ যদি ঠিক হয়।


    এর সাথে যোগ হয়েছে উলামাদের পক্ষ থেকে মিরপুর কোন মাদ্রাসায় নতুন কোনো এক তবলিগের মারকাজ খোলার খবর।


    Verify করার জন্য কালকে কাকরাইল মসজিদে কোনো এক ওয়াক্ত নামাজ পড়ার ইচ্ছা আছে। by the way: জোবায়ের সাহেবকে চেহারায় চিনি। কিন্তু ওয়াসিফ সাহেবকে চিনি না। জীবনে কখনো দেখেছি বলেও আমি নিশ্চিৎ না। প্লাস বর্তমানে রিয়াল মুরুব্বি হলেন উনাদের প্রত্যেকের ছেলে-সন্তানরা। যাদের কাউকেই চিনি না।


    ফিতনা আরেকধাপ সামনে।
    Keep watching.

    30-Apr-2018 8:20 pm