নেতা, বিখ্যাত লোক, যাদের কাছে মানুষ ভিড় করে -- এমন লোকদের থেকে দূরে থাকেন। মানুষের ভিড় দেখে তারা ত্যক্ত বিরক্ত। তাদের সাইডটা বুঝতে হবে। মানুষ তাদের সাথে খাতির পাতার জন্য সবসময় ভিড় করে বলেই তারা বিরক্ত হয়। নেতা খুজতে হলে বড় নেতাদের কাছে না গিয়ে ছোট নেতাদের কাছে যান।
এর মাঝে স্বার্থান্বেষি নেতারা আপনাকে বুকে জড়িয়ে ধরবে। এর পর আপনার আনুগত্য চাবে। এর পর পকেট কাটবে। বা আপনাকে দিয়ে অন্যদের পকেট কাটাবে।
সৎ লোকেরা আপনার কাছ থেকে কিছু চায় না। সে আল্লাহকে ভয় করে। আপনার উচ্ছাস বা ফোকাসে তার কোনো আগ্রহ নেই। সে আপনার থেকে দূরে থাকতে চায়।
সুপারিশ নিয়ে ক্ষমতাশিলদের কাছে যাবেন না। প্রত্যেকটা সুপারিশের সাথে একটা মূল্যের ট্যগ আছে। এবং এই মূল্য হবে উপকারের থেকে অনেক অনেক বেশি।
- Comments:
- https://www.facebook.com/lrfarazi/posts/1905745792793701