"ত্রিভুজ আলম" এর কথা মনে আছে? সামহওয়ারের যুগে? উনি ছিলেন মুসলিমদের পক্ষে। বিপক্ষে এ টিমের বড় বড় পন্ডিত যারা ছিলেন তারা সবাই এখন জার্মানিতে।
সেই ত্রিভুজ এখনো ফেসবুকে আছেন। এখন ফলো করলে মনে হবে উনি মডারেট ছাড়িয়েও অনেকটাই যেন সেকুলারের দিকে ঝুকে। অথচ সেই সময়ে উনি ছিলেন প্রায় ফান্ডামেন্টলিস্ট।
কি বদলিয়েছে? উনি বদলান নি। আগের মতই আছে।
পার্থক্য হলো আমার পজিশন বদলিয়েছে। বা সোশিয়াল নর্ম বদলিয়েছে। একজন সাধারন মুসলিম যতটুকু পক্ষে-বিপক্ষে থাকাকে ঈমাদের দাবি মনে করে সেটা বদলিয়েছে।
আমি মনে করি আমি বদলাইনি। সেই আগের মত আছি।
কিন্তু ত্রিভুজকে দেখে বুঝতে পারি, গত বিশ বছরে বহু কিছু অনেক দূর সরে এসেছে।
#HabibTrend