Post# 1523194822

8-Apr-2018 7:40 pm


ফেসবুকে এখন প্রচুর গ্রুপ আছে যেখানে আপনি বলে দেবেন আলি এক্সপ্রেস থেকে কি মাল লাগবে। তারা অর্ডার দিয়ে আনিয়ে দেবে।


তথ্য : আলি-এক্সপ্রেসে অর্ডার দেবার পর যদি মাল না পান। তবে আপত্তি জানালে তারা আপনার ক্রেডিট কার্ডের ডলার ক্রেডিট কার্ডে আবার ফিরত দেবে।


আমার অসৎ চিন্তা : মাল পেয়ে যদি আমি অনলাইনে দাবি করি পাই নি, তবে চিটিং করে কিছু প্রফিট করতে পারবো। আমার বাংগালি বুদ্ধি।


দৃশ্য : খোলা বাজারে ডলারের দাম এখন ৮৫ টাকার উপরে। তবে কিছু গ্রুপ ৮০ টাকাতেও অর্ডার নিচ্ছে।

    Comments:
  • ^ লিংক দিলে এরা ধরে আমাকে পিটাবে। বা নিদেন পক্ষে আমার "মুখোশ উন্মোচন" করার পেছনে লাগবে। এটা একটা নেগেটিভ পোষ্ট বলে। এই পোষ্ট কতক্ষন রাখতে পারবো সেটাও সন্দেহ :-)
  • ^ তবে আমি ৮০ টাকায় অর্ডার দিতে পারি। চিটিং নেই? এই ভয়ে অর্ডার দিচ্ছি না।
  • Right.
  • দিলেন তো ধরা খাওয়াইয়া। এখন লিংক দেয়া কি উচিৎ হবে?
  • পরে দেবো।

8-Apr-2018 7:40 pm

Published
8-Apr-2018